নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর সব স্বৈরশাসকই মনে করে বা করেছিল যে, তাকে ক্ষমতা থেকে সরানোর মত কেউ নাই৷

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৪

উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘বিএনপি-জাতীয় পার্টির কোনো ভবিষ্যত্ নেই। দল দুটি সংকটে পড়ে গেছে। দু-এক বছরের মধ্যেই তারা নিশ্চিহ্ন হয়ে যাবে।’



ক্ষমতায় থাকলে যা ইচ্ছে তাই বলা সহজ৷ তবে অতীত ও ভবিষ্যৎ দুটোই চিন্তা করে কথা বললে ভাল হয়৷ তাহলে মানুষ অন্তত নির্বোধ ভাবে না৷ নিজ দলের পরিকল্পনা হয়ত সেরকম হতে পারে৷ কিন্তু পরিকল্পনা সবসময় সফল হয় না৷



বিএনপি ক্ষমতায় থাকাকালীন এরশাদ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটে যোগ দিলে বিএনপির তৎকালীন মহাসচিব প্রয়াত মান্নান ভুইয়া মিটিমিটি হেসে সাংবাদিকদের বলেছিলেন 'এটাই তার শেষ জোট বদল নয়৷' পরিকল্পনা মাফিক পরদিনই পুরোনো মামলায় এরশাদ গ্রেফতার হয়ে দরকষাকষির শেষ পর্যায়ে বিএনপি জোটে যোগ দিয়েছিল৷ এটা পেরেছিল বিএনপি ক্ষমতার দাপটে৷



আওয়ামী লীগ ক্ষমতায় থেকে হয়ত ভাবছে তারা যা ইচ্ছে তাই করতে পারে৷ আওয়ামী লীগ অনেকটা নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা পেয়েছিল ২০০৯ সালে কিন্তু এখন আর তাদের কোন ইচ্ছা নাই নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের৷



আওয়ামী দুঃশাসনের ক্ষোভ যেভাবে জনমনে দানা বেধে উঠছে, তাতে একটা পর্যায়ে হয়ত আওয়ামী লীগকে হটাতে গণঅভ্যুত্থানের প্রয়োজন হতে পারে৷ সেক্ষেত্রে তাদের পরিণতিটা যে, বিএনপির চেয়েও করুণ হবে এটা প্রকাশ করার প্রয়োজন পড়ে না৷



পৃথিবীর সব স্বৈরশাসকই মনে করে বা করেছিল যে, তাকে ক্ষমতা থেকে সরানোর মত কেউ নাই৷ কিন্তু এদের কারোরই শেষ রক্ষা হয়নি৷ এমনকি এদের বেশিরভাগই ইতিহাসের আস্তাকুঁড়েই নিক্ষিপ্ত হয়েছে৷ এদের মধ্যে রয়েছে সব মহাপরাক্রমশালীরাও৷ যেমনঃ সাদ্দাম হোসেন, মুয়াম্মার গাদ্দাফি, সুহার্ত৷ শুধু এদের পতনই হয়নি রাজনীতি নামক শব্দটি তাদের মৃত্যুর সময় দুঃসহ যন্ত্রণাদায়কই মনে হয়েছে৷

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৮

ঢাকাবাসী বলেছেন: আপনার ধারণা হয়ত ঠিক নয়। জিম্বাবুয়ের মুগাবে কত বছর হল? ছত্রিশ! আছে থাকবে। এদের সরানো অত সোজা নয়।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২৫

প্রবাসী ভাবুক বলেছেন: শুধু মুগাবে নয়, উত্তর কোরিয়ার কিম জং আনসহ আরও অনেকে রয়েছে৷ তবে সেসব দেশের অর্থনীতির পরিস্থিতিও দেখতে পেয়েছেন৷ দেশকে ধ্বংসের মুখোমুখি নিয়ে গেছে৷ তাছাড়া তাদের দেশে বিদ্রোহ করার মত কোন শক্তিশালী বিপক্ষও নাই৷ আর তাই এই অবস্থায় রয়ে গেছে৷ সাদ্দাম, গাদ্দাফি, সুহার্তোরাও দীর্ঘদিন ক্ষমতায় থেকেছে৷ কিন্তু শেষটা ভাল হয়নি৷ বর্তমানে যারা আছে, তাদের শেষ পরিণতিটাও কি হবে জানিনা৷ সময়ই বলে দিবে৷ তবে এদের পতন কখনোই সুখকর হয় না৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.