![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘বিএনপি-জাতীয় পার্টির কোনো ভবিষ্যত্ নেই। দল দুটি সংকটে পড়ে গেছে। দু-এক বছরের মধ্যেই তারা নিশ্চিহ্ন হয়ে যাবে।’
ক্ষমতায় থাকলে যা ইচ্ছে তাই বলা সহজ৷ তবে অতীত ও ভবিষ্যৎ দুটোই চিন্তা করে কথা বললে ভাল হয়৷ তাহলে মানুষ অন্তত নির্বোধ ভাবে না৷ নিজ দলের পরিকল্পনা হয়ত সেরকম হতে পারে৷ কিন্তু পরিকল্পনা সবসময় সফল হয় না৷
বিএনপি ক্ষমতায় থাকাকালীন এরশাদ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটে যোগ দিলে বিএনপির তৎকালীন মহাসচিব প্রয়াত মান্নান ভুইয়া মিটিমিটি হেসে সাংবাদিকদের বলেছিলেন 'এটাই তার শেষ জোট বদল নয়৷' পরিকল্পনা মাফিক পরদিনই পুরোনো মামলায় এরশাদ গ্রেফতার হয়ে দরকষাকষির শেষ পর্যায়ে বিএনপি জোটে যোগ দিয়েছিল৷ এটা পেরেছিল বিএনপি ক্ষমতার দাপটে৷
আওয়ামী লীগ ক্ষমতায় থেকে হয়ত ভাবছে তারা যা ইচ্ছে তাই করতে পারে৷ আওয়ামী লীগ অনেকটা নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা পেয়েছিল ২০০৯ সালে কিন্তু এখন আর তাদের কোন ইচ্ছা নাই নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের৷
আওয়ামী দুঃশাসনের ক্ষোভ যেভাবে জনমনে দানা বেধে উঠছে, তাতে একটা পর্যায়ে হয়ত আওয়ামী লীগকে হটাতে গণঅভ্যুত্থানের প্রয়োজন হতে পারে৷ সেক্ষেত্রে তাদের পরিণতিটা যে, বিএনপির চেয়েও করুণ হবে এটা প্রকাশ করার প্রয়োজন পড়ে না৷
পৃথিবীর সব স্বৈরশাসকই মনে করে বা করেছিল যে, তাকে ক্ষমতা থেকে সরানোর মত কেউ নাই৷ কিন্তু এদের কারোরই শেষ রক্ষা হয়নি৷ এমনকি এদের বেশিরভাগই ইতিহাসের আস্তাকুঁড়েই নিক্ষিপ্ত হয়েছে৷ এদের মধ্যে রয়েছে সব মহাপরাক্রমশালীরাও৷ যেমনঃ সাদ্দাম হোসেন, মুয়াম্মার গাদ্দাফি, সুহার্ত৷ শুধু এদের পতনই হয়নি রাজনীতি নামক শব্দটি তাদের মৃত্যুর সময় দুঃসহ যন্ত্রণাদায়কই মনে হয়েছে৷
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২৫
প্রবাসী ভাবুক বলেছেন: শুধু মুগাবে নয়, উত্তর কোরিয়ার কিম জং আনসহ আরও অনেকে রয়েছে৷ তবে সেসব দেশের অর্থনীতির পরিস্থিতিও দেখতে পেয়েছেন৷ দেশকে ধ্বংসের মুখোমুখি নিয়ে গেছে৷ তাছাড়া তাদের দেশে বিদ্রোহ করার মত কোন শক্তিশালী বিপক্ষও নাই৷ আর তাই এই অবস্থায় রয়ে গেছে৷ সাদ্দাম, গাদ্দাফি, সুহার্তোরাও দীর্ঘদিন ক্ষমতায় থেকেছে৷ কিন্তু শেষটা ভাল হয়নি৷ বর্তমানে যারা আছে, তাদের শেষ পরিণতিটাও কি হবে জানিনা৷ সময়ই বলে দিবে৷ তবে এদের পতন কখনোই সুখকর হয় না৷
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৮
ঢাকাবাসী বলেছেন: আপনার ধারণা হয়ত ঠিক নয়। জিম্বাবুয়ের মুগাবে কত বছর হল? ছত্রিশ! আছে থাকবে। এদের সরানো অত সোজা নয়।