নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

প্রবাসীদের উচিত......

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৩

প্রবাসীদের অনেককেই দেখা যায় বিদেশে আসার পর দেশের মা-বাবা, ভাই-বোনদের কথা একেবারেই ভুলে যায়৷ আবার নিজের জন্যও কিছু না জমিয়ে পুরোটাই আনন্দ ফুর্তির মাধ্যমে নিজের আয়ের সম্পুর্ন খরচ করে ফেলে৷ নিজের মা-বাবা, ভাই-বোন অনেক কষ্ট করে দেশে৷ তাছাড়া আপনার জন্য তারা গর্ব করে৷ আপনি তাদের জন্য অল্প টাকা পয়সা পাঠালেও তারা অত্যন্ত খুশি হয়৷ তাই তাদেরকে ভুলে যাওয়া কোন অবস্থাতেই উচিত নয়৷



আবার কেউ কেউ আছে নিজে অনেক কষ্ট করে জীবনযাপন করে আয়ের সম্পুর্ন অর্থ দেশে পাঠিয়ে দেয় আত্মীয়স্বজনের খরচের জন্য৷ এমনটিও করা উচিত নয়৷ কারণ একটা সময় হয়ত দেশে ফিরে যেতে হবে৷ আপনার পাঠানো অর্থ দিয়ে হয়ত আপনার আত্মীয়স্বজন নিজেদের জন্য সম্পদ তৈরি করবে৷ কিন্তু আপনাকে দেশে ফিরে যেতে হবে একেবারেই খালি হাতে৷ দেশে গিয়ে কিছু করতে না পেরে হয়ত আবার প্রবাসে ফিরে এসে বাকী জীবন কাটিয়ে দিতে হবে৷ এটা কখনও কাম্য নয়৷ তাই অল্প অল্প করে হলেও নিজের জন্য কিছু জমা করা উচিত৷

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৬

সচেতনহ্যাপী বলেছেন: কঠিন হলেও সত্য,এব্যাপারে আমাদের প্রতিবেশীরা আমাদের চেয়ে অনেক এগিয়ে। বেতন পাওয়ার সাথে সাথেই শুধু খাবার আর ঘরভাড়ার টাকা রেখে পুরোটাই পাঠিয়ে দেয়। তারপর বিপদ হলেই ধর-কর্জ।
আর এমন অনেক বাঙ্গালীকে দেখছি যারা ৬০দিনার বেতন পেয়েও উপপত্নী রাখে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৪২

প্রবাসী ভাবুক বলেছেন: সেটাই! সবকিছু বুঝেশুনে না চললে পরবর্তীতে সমস্যা হবেই৷ সব ফালতু খরচ করাও যেমন উচিত নয়, আবার স্বজনদের বঞ্চিত করাও ঠিক নয়৷

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৩৪

অপূর্ণ রায়হান বলেছেন: সহমত ।

ভালো থাকবেন :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৩

প্রবাসী ভাবুক বলেছেন: আপনাকে ধন্যবাদ! আপনিও সুস্থ, সুন্দর ও ভাল থাকবেন৷

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪০

ঢাকাবাসী বলেছেন: ভাল উপদেশ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪২

প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ, ভাইজান!

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

ইমরান আশফাক বলেছেন: ++++++++++++++++++++++++++++++ আরও যে কয়টা প্লাস চান দিয়ে নিন। ব্যাপারটা আমার আব্বার ক্ষেত্রে ১০০ ভাগ সত্য।

১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৭

প্রবাসী ভাবুক বলেছেন: এটাই বাস্তবতা। কারণ আমি নিজেই এরকম অবস্থা দেখেছি বেশ কয়েকজনের ক্ষেত্রে।

আপনাকে ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.