![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
প্রবাসীদের অনেককেই দেখা যায় বিদেশে আসার পর দেশের মা-বাবা, ভাই-বোনদের কথা একেবারেই ভুলে যায়৷ আবার নিজের জন্যও কিছু না জমিয়ে পুরোটাই আনন্দ ফুর্তির মাধ্যমে নিজের আয়ের সম্পুর্ন খরচ করে ফেলে৷ নিজের মা-বাবা, ভাই-বোন অনেক কষ্ট করে দেশে৷ তাছাড়া আপনার জন্য তারা গর্ব করে৷ আপনি তাদের জন্য অল্প টাকা পয়সা পাঠালেও তারা অত্যন্ত খুশি হয়৷ তাই তাদেরকে ভুলে যাওয়া কোন অবস্থাতেই উচিত নয়৷
আবার কেউ কেউ আছে নিজে অনেক কষ্ট করে জীবনযাপন করে আয়ের সম্পুর্ন অর্থ দেশে পাঠিয়ে দেয় আত্মীয়স্বজনের খরচের জন্য৷ এমনটিও করা উচিত নয়৷ কারণ একটা সময় হয়ত দেশে ফিরে যেতে হবে৷ আপনার পাঠানো অর্থ দিয়ে হয়ত আপনার আত্মীয়স্বজন নিজেদের জন্য সম্পদ তৈরি করবে৷ কিন্তু আপনাকে দেশে ফিরে যেতে হবে একেবারেই খালি হাতে৷ দেশে গিয়ে কিছু করতে না পেরে হয়ত আবার প্রবাসে ফিরে এসে বাকী জীবন কাটিয়ে দিতে হবে৷ এটা কখনও কাম্য নয়৷ তাই অল্প অল্প করে হলেও নিজের জন্য কিছু জমা করা উচিত৷
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৪২
প্রবাসী ভাবুক বলেছেন: সেটাই! সবকিছু বুঝেশুনে না চললে পরবর্তীতে সমস্যা হবেই৷ সব ফালতু খরচ করাও যেমন উচিত নয়, আবার স্বজনদের বঞ্চিত করাও ঠিক নয়৷
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৩৪
অপূর্ণ রায়হান বলেছেন: সহমত ।
ভালো থাকবেন
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৩
প্রবাসী ভাবুক বলেছেন: আপনাকে ধন্যবাদ! আপনিও সুস্থ, সুন্দর ও ভাল থাকবেন৷
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪০
ঢাকাবাসী বলেছেন: ভাল উপদেশ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪২
প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ, ভাইজান!
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
ইমরান আশফাক বলেছেন: ++++++++++++++++++++++++++++++ আরও যে কয়টা প্লাস চান দিয়ে নিন। ব্যাপারটা আমার আব্বার ক্ষেত্রে ১০০ ভাগ সত্য।
১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৭
প্রবাসী ভাবুক বলেছেন: এটাই বাস্তবতা। কারণ আমি নিজেই এরকম অবস্থা দেখেছি বেশ কয়েকজনের ক্ষেত্রে।
আপনাকে ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৬
সচেতনহ্যাপী বলেছেন: কঠিন হলেও সত্য,এব্যাপারে আমাদের প্রতিবেশীরা আমাদের চেয়ে অনেক এগিয়ে। বেতন পাওয়ার সাথে সাথেই শুধু খাবার আর ঘরভাড়ার টাকা রেখে পুরোটাই পাঠিয়ে দেয়। তারপর বিপদ হলেই ধর-কর্জ।
আর এমন অনেক বাঙ্গালীকে দেখছি যারা ৬০দিনার বেতন পেয়েও উপপত্নী রাখে।