![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
জীবনটা ক্ষণস্থায়ী৷ মৃত্যুর পর সব শেষ৷ আপনি যত অর্থসম্পদই অর্জন করেন না কেন আপনি একাই ফিরে যাবেন৷ আর আপনার যাবতীয় সম্পদ রয়ে যাবে এই পৃথিবীতে৷ আপনি অনেক সম্পদ রেখে গেলেও সেগুলো আপনার উত্তরসূরিরা সযত্নে গুছিয়ে রাখতে নাও পারে৷ এমনকি এগুলোর অপব্যয় করতে পারে বিভিন্ন অন্যায় কাজে৷ এই সম্পদের ভাগ বন্টন নিয়ে মারামারি, খুনোখুনি পর্যন্ত হতে পারে৷ তাহলে এত অন্যায়, অপরাধ করে এত সম্পদের পিছনে ছুটে লাভ কি?
আপনি বিশাল ক্ষমতার অধিকারী হতে পারেন৷ এই ক্ষমতার পিছনে ছুটে এহেন কোন অপরাধ নাই যা আপনি করেন নাই৷ আপনার সাধ্যের মধ্যে থেকে যতটা অপরাধ, দুর্নীতি, এমনকি মানুষ হত্যার মত অপরাধও করতে দ্বিধা করেন নাই৷ আপনার মৃত্যুর সাথে সাথে আপনার সব ক্ষমতা শেষ৷ আপনার লাশটিকেও নাড়াচাড়া করতে অন্যদের দরকার৷ আপনার সব ক্ষমতা উধাও৷ তাছাড়া আপনি ক্ষমতার জন্য সারা জীবন যে অপরাধ করছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, এমনকি মানুষ হত্যা করেছেন তার জন্য মানুষের ঘৃণা, আপনার জন্য বদদোয়াই থাকবে৷ আপনার মৃত্যুতে মানুষ দুঃখ না পেয়ে খুশি হবে৷ তাহলে কেন এত ক্ষমতার পিছে ছুটে চলা৷
মানুষের মৃত্যুর পর তার কৃতকর্মই রয়ে যায়৷ আপনি যদি ভাল কোন কাজ করে যান আপনার মৃত্যুর পর সবার হৃদয়ে রয়ে যাবেন৷ সবাই আপনাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে৷
মাঝে মাঝে ভাবি স্বার্থের জন্য মানুষ কেন এত নিষ্ঠুর হয়? আপনার নিজের যতটুকু প্রয়োজন এবং প্রাপ্য ততটুকুতেই সন্তুষ্ট থাকুন৷ তা আপনার জন্য কল্যাণ বয়ে আনবে৷
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৩
প্রবাসী ভাবুক বলেছেন: আসলে মানুষ সারাজীবন সম্পদের পিছনে ছুটতে গিয়ে অপরাধ করতেও দ্বিধা করে না৷ কিন্তু সে নিজেও জানে না৷ কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হতে পারে৷ এই অপরাধ করে তৈরি সম্পদ সাথে নিতে না পারলেও অপরাধের পাপ বা কলঙ্ক ঠিকই সাথে নিয়ে যাবে৷
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪০
মামুন ইসলাম বলেছেন: হুম আরে ভাই এতাই লাভ