নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

কিসের পিছনে ছুটছেন.......???

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৬

জীবনটা ক্ষণস্থায়ী৷ মৃত্যুর পর সব শেষ৷ আপনি যত অর্থসম্পদই অর্জন করেন না কেন আপনি একাই ফিরে যাবেন৷ আর আপনার যাবতীয় সম্পদ রয়ে যাবে এই পৃথিবীতে৷ আপনি অনেক সম্পদ রেখে গেলেও সেগুলো আপনার উত্তরসূরিরা সযত্নে গুছিয়ে রাখতে নাও পারে৷ এমনকি এগুলোর অপব্যয় করতে পারে বিভিন্ন অন্যায় কাজে৷ এই সম্পদের ভাগ বন্টন নিয়ে মারামারি, খুনোখুনি পর্যন্ত হতে পারে৷ তাহলে এত অন্যায়, অপরাধ করে এত সম্পদের পিছনে ছুটে লাভ কি?



আপনি বিশাল ক্ষমতার অধিকারী হতে পারেন৷ এই ক্ষমতার পিছনে ছুটে এহেন কোন অপরাধ নাই যা আপনি করেন নাই৷ আপনার সাধ্যের মধ্যে থেকে যতটা অপরাধ, দুর্নীতি, এমনকি মানুষ হত্যার মত অপরাধও করতে দ্বিধা করেন নাই৷ আপনার মৃত্যুর সাথে সাথে আপনার সব ক্ষমতা শেষ৷ আপনার লাশটিকেও নাড়াচাড়া করতে অন্যদের দরকার৷ আপনার সব ক্ষমতা উধাও৷ তাছাড়া আপনি ক্ষমতার জন্য সারা জীবন যে অপরাধ করছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, এমনকি মানুষ হত্যা করেছেন তার জন্য মানুষের ঘৃণা, আপনার জন্য বদদোয়াই থাকবে৷ আপনার মৃত্যুতে মানুষ দুঃখ না পেয়ে খুশি হবে৷ তাহলে কেন এত ক্ষমতার পিছে ছুটে চলা৷



মানুষের মৃত্যুর পর তার কৃতকর্মই রয়ে যায়৷ আপনি যদি ভাল কোন কাজ করে যান আপনার মৃত্যুর পর সবার হৃদয়ে রয়ে যাবেন৷ সবাই আপনাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে৷



মাঝে মাঝে ভাবি স্বার্থের জন্য মানুষ কেন এত নিষ্ঠুর হয়? আপনার নিজের যতটুকু প্রয়োজন এবং প্রাপ্য ততটুকুতেই সন্তুষ্ট থাকুন৷ তা আপনার জন্য কল্যাণ বয়ে আনবে৷

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪০

মামুন ইসলাম বলেছেন: হুম আরে ভাই এতাই লাভ

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৩

প্রবাসী ভাবুক বলেছেন: আসলে মানুষ সারাজীবন সম্পদের পিছনে ছুটতে গিয়ে অপরাধ করতেও দ্বিধা করে না৷ কিন্তু সে নিজেও জানে না৷ কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হতে পারে৷ এই অপরাধ করে তৈরি সম্পদ সাথে নিতে না পারলেও অপরাধের পাপ বা কলঙ্ক ঠিকই সাথে নিয়ে যাবে৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.