নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

অদ্ভূত রকমের প্রতিবাদ.......

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৮

'অর্থমন্ত্রী বুদ্ধিবৃত্তিক জালিয়াতি করেন। অবলীলায় মিথ্যা কথা বলেন; অন্যায় তদবির করেন। তিনি পরিবারতন্ত্রে প্রথম স্থান অধিকার করেছেন।' - না, এটা আমার কথা নয়৷ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পাঁচ বছরের পোষ্য জনতা ব্যাংকের বিদায়ী চেয়ারম্যান আবুল বারাকাত সাহেবের মুল্যায়ন!



কথা সত্য! চেয়ারম্যান সাহেব পুরো সত্যটাই প্রকাশ করেছেন৷ এটা নিয়ে আমি দ্বিমত নাই৷ সমস্যাটা প্রকাশের ধরন নিয়ে৷ গত পাঁচ বছর তিনি জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকাকালীন, তিনি স্বীয় স্বার্থ উদ্ধারে অর্থমন্ত্রীর পুচ্ছদেশে তৈলমর্দনে এতটাই ব্যস্ত ছিলেন, সত্য প্রকাশে বা অন্যায়ের প্রতিবাদ করা ভুলেই গিয়েছিলেন৷ তিনি গত পাঁচ বছর সেই মহান বাক্যটি পুরোপুরি ভুলে গিয়েছিলেন, 'অন্যায় যে করে, আর অন্যায় যে সহে, উভয়েই সমান অপরাধী৷



আবুল বারাকাত সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক৷ বুদ্ধিজীবী মানুষ৷ তার উচিত ছিল তখনই প্রতিবাদ করে প্রয়োজনে সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া৷ কিন্তু তখন সরকারের সুবিধাভোগী হওয়ায় তিনি তা করেন নাই৷ দেশে বর্তমানে এরকম স্বার্থপর বুদ্ধিজীবীতে ভরপুর৷ শুধু বুদ্ধিজীবী নয়, সব জীবি মানুষের মধ্যে স্বার্থের জন্য সব অন্যায় সহ্য করে নেওয়ার অদ্ভুত রকমের এক কুৎসিত শক্তি বৃদ্ধি পেয়েছে৷



স্বার্থোদ্ধার হয়ে গেলে কেউ কেউ হয়ত সত্য বলে৷ কেউ কখনোই বলে না৷ দেশের বেশিরভাগ লোকের মাঝে স্বার্থপরতা প্রকট৷ নিজের স্বার্থের জন্য নিজে অন্যায় করতে পারে৷ আবার অন্যেরটাও সহ্য করে নিতে আপত্তি নেই৷ এরকম ভাবে চলতে থাকলে দেশের অবস্থার উন্নতি আশা করা আর দিবাস্বপ্ন দেখা সমান কথা৷

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৫

নিজাম বলেছেন: সহমত

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৮

প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ আপনাকে!

আসলে স্বার্থপরতার কারণে আমরা নিজেরাই নিজেকে দাসে পরিণত করে ফেলি৷ ফলে নিজের স্বার্থ থাকা পর্যন্ত মনিবের অন্যায় চোখে পড়ে না৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.