নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

বিয়ের বয়স আসলে কত হওয়া উচিত?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৪

আমাদের দেশে ছেলেমেয়ে উভয়ের সম্মতিতে অনৈতিক কাজ করলেও শাস্তির বিধান নাই৷ এক্ষেত্রে ছেলের বয়স ২১ বছরের কম কিংবা মেয়ের বয়স ১৮ কম হলেও কোন সমস্যা নাই৷ অথচ ছেলে ২১ বছরের কম এবং মেয়ে ১৮ বছরের কম হলে বিয়ে করে বৈধ ভাবে উভয়ের মধ্যে শারিরিক সম্পর্ক স্থাপন করা অপরাধ এবং এজন্য শাস্তির বিধান রয়েছে৷ কত বড় অদ্ভূত আইন৷ এই আইনে মুলতঃ বিয়ের আগে অনৈতিক ভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করাকে উৎসাহিত করা হয়েছে৷



আজ দেখলাম মন্ত্রিসভায় সাজা ও জরিমানার পরিমাণ বাড়িয়ে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৪-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে৷ নতুন আইন অনুযায়ী, বাল্যবিবাহের অপরাধের জন্য সর্বোচ্চ সাজা হবে দুই বছর এবং জরিমানা হবে ৫০ হাজার টাকা।



বাল্যবিবাহের সাজা বৃদ্ধি ঠিক আছে৷ তবে বিয়ের বয়স আরও কমানো উচিত৷ ছেলেমেয়েরা ১৮ বছরের আগেই বিয়ের উপযুক্ত হয়ে যায়৷ কিন্তু বিয়ে করতে না পেরে নানা ধরনের অনৈতিক কাজে জড়িয়ে পড়ে৷ আমাদের মত রক্ষনশীল দেশে ২১ বছর পর্যন্ত দেরি করা মানে অনৈতিক কাজে উৎসাহিত করা ছাড়া আর কিছু নয়৷ ছেলেমেয়ে উভয়ের সম্মতিতে তাদের বিয়ের ব্যাপারে বাঁধা দেওয়া সমীচীন নয়৷ এক্ষেত্রে বয়সের চেয়ে শারীরিক ও মানসিক পরিপক্কতাকে গুরুত্ব দেওয়া উচিত!যদি জোর করে নাবালকদের বিয়ে দেওয়া হয় তাহলে যারা জোর করে বিয়ে দিয়েছে বা করেছে তাদেরই শুধুমাত্র শাস্তির বিধান রেখে আইন করলে সেটিই হবে সঠিক৷ এর পুরোটাই আমার নিজস্ব মতামত৷ আমার মতের বিরোধী হয়ত অনেকেই থাকতে পারেন৷ তবে আমার কাছে ছেলে ও মেয়ের ক্ষেত্রে এরকম বিয়ের বয়স নির্ধারন করে দেওয়া ঠিক নয়৷ বিয়ের ব্যাপারে যার যার নিজস্ব স্বাধীনতা থাকাটাই যুক্তিযুক্ত বলেই মনে হয়৷

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০১

হরিণা-১৯৭১ বলেছেন:


বিয়ের বয়স ৬০ বছর হওয়া ভালো।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৫০

প্রবাসী ভাবুক বলেছেন: তাহলে আর বিয়ের ঝামেলায় না গিয়ে বাকি জীবনটা পার করে দিলেই তো হয়।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৯

বংশী নদীর পাড়ে বলেছেন: একদম স্বাধীনভাবেই নিজের মতটা প্রকাশ করেছেন। খুব ভালো লাগলো। কারন, প্রতিটি মানুষের বলার অধিকার গনতান্ত্রিক দেশে অবশ্যই থাকা দরকার। নিজের মতের সাথে সব সময় অন্যের মতের মিল হয়ে যাবে এটা তো আর না। যাহোক, আপনার সাথে সাথে আমার মতটাও প্রকাশ করে যাই, আমার মতে আপনি কিছুটা ঠিক বলেছেন।করন, দেশে যে হারে নেট এবং ফেইজবুকের সুবাদে (?) প্রাইমারি থেকে টকঝাল চেখে দেখার অভিজ্ঞতা দেখতে পাওয়া যায় যে ক্ষেত্রে (ক্ষেত্রে বিশেষে) ছেলেমেয়ের নির্দিষ্ট বয়সের দিকে চেয়ে না থেকে ছেলেমেয়েদের শারীরিক এবং মানসিক বৃদ্ধির উপর গুরুত্বদিয়ে বিয়ের ব্যবস্থা করে ফেলাই ভালো হয়। কারন, এ থেকে আরো দশজন চাখাচাখি থেকে অন্তত রেহাই পাবে। এবার আপনারা বলুন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৫৮

প্রবাসী ভাবুক বলেছেন: আমার লেখায় আমি ঠিক এই বিষয়টাকেই তুলে ধরতে চেয়েছি। আমি কাকে বিয়ে করব এবং কখন বিয়ে করব এটা আরেকজনে কেন নির্ধারন করে দিবে। আমার বিয়ে করা যদি ১৮ বছর বয়সে অপরিহার্য্য বোধ করি তাহলে আমাকে কেন ২১ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এতে আমার শারীরিক, মানসিক সহ কাজকর্ম প্রতিটা ক্ষেত্রে মনোযোগের ব্যাঘাত ঘটতে পারে। এটা তো আমাকে জোর করে বিনা অপরাধে শাস্তি দেওয়ার মত ব্যাপার!

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৫৭

আমায় ডেকো না বলেছেন: বিয়ের জন্য কোন বয়স নির্ধারন করা রাষ্ট্রের কাজ নয়। মানুষের ভাত-কাপরের খবর নাই বিয়ের বয়স নিয়ে টানাটানি।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২১

প্রবাসী ভাবুক বলেছেন: বিয়ের বয়স নির্ধারন না করে বরং জোর করে বিয়ে করানোর বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা যেতে পারে।

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৯

কালের সময় বলেছেন: প্রাইমারি ধরেন পাচঁ বছর আর হাই স্কুল +পাচঁ বছর ঐ ধরেন দশ বছর । দশ বছর বয়ছে বিয়ের সময় সীমা করে দিলে ভাল হত।
একদম সময় উপযোগী একটি পোষ্ট দিছেন ভাই।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৫

প্রবাসী ভাবুক বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাইজান!

কার কখন বিয়ে করা প্রয়োজন সে নিজেই ভাল বুঝতে পারে। এটা রাষ্ট্র বা অন্য কেউ বুঝবে কিভাবে?

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৬

লুজার ম্যান বলেছেন: সুধু সরকার না! আমাদের সমাজেও পরিবর্তন দরকার! আর্থিক সক্ষমতা থাকার পরেও যদি ২০ বছরের একটা ছেলে বিয়ে করে তাহলে সমাজ খারাপ চখে দেখে! সবাই বলে বেরায় ক্যাচরা পুলায় বিয়ে করছে কিন্তু লুচ্চামি করলে দুস দেখে না

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৬

প্রবাসী ভাবুক বলেছেন: আপনার কথা হয়ত ঠিক আছে। তবে আমি দেখেছি গ্রামাঞ্চলে অনেক ছেলে ১৮ এর আগে বিয়ে করে। কিন্তু সরকারী আইনের কারণে বিয়ের সময় বয়স বাড়িয়ে দেয়। তার মানে তার বিয়েটা শুরু হয় মিথ্যা দিয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.