নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

ইস! সবাই যদি ভাবত সাধারণ মানুষ তাদের উদ্দেশ্যে কি ধরনের মহৎ বানী ছুড়ে দেয়!

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৭

রাষ্ট্রপতি আবদুল হামিদকে আমার যথেষ্ট ভাল মানুষ বলেই মনে হত। কিন্তু তিনি যে একজন দলীয় রাষ্ট্রপতি সেটা হয়ত স্মরণ করিয়ে দেওয়ার জন্যই নিউইয়র্ক গিয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে বলেছিলেন, 'বাংলাদেশের মানুষ ৫ই জানুয়ারির নির্বাচনকে মেনে নিয়েছে।' একথা বলার পর তার প্রতি আমার যে শ্রদ্ধা ছিল দলীয় পরিচয় থেকে বের হতে না পারার কারণে তার কিছুটা ভাটা পড়ে গিয়েছিল।



তবে আজ তার একটি কথা অসাধারন মনে হয়েছে। বঙ্গভবন থেকে বের হলে সাধারণ মানুষের বিড়ম্বনায় পড়তে হয় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘সংসদ আমার পুরোনো জায়গা, পুরোনো স্মৃতি। সেখানে যেতে হলে আসা-যাওয়ায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ করে রাখা হয়। ওই সময় সাধারণ মানুষের মুখ থেকে কী বের হয়, তা আমি ভালো করেই জানি। ছাত্রজীবনের স্মৃতি মনে করে তিনি বলেন, ছাত্রাবস্থায় এই জাতীয় ভিআইপির কারণে যানজটে পড়তে হলে আমার মুখ দিয়ে গালি ছাড়া অন্য কিছু বের হতো না। এই কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও বিড়ম্বনার কথা মনে করে বঙ্গভবন থেকে বের হতে মন চাই না।’



ইস! আমাদের সব রাজনীতিবিদরা যদি এরকম চিন্তা করত যে, তাদের কার্যকলাপে সাধারণ মানুষ কতটা কষ্ট পায় এবং বিরক্ত হয়ে তাদের উদ্দেশ্যে কি ধরনের মহৎ বানী ছুড়ে দেয়!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৫

আবু শাকিল বলেছেন: =p~ =p~ =p~ =p~

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৩

প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ আপনাকে!

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৩৯

ঢাকাবাসী বলেছেন: সব এমপি মন্ত্রীরা জানে তাদের উদ্দেশ্যে মানুষ কি বলে তবে তারা 'কানে দিয়েছে তুলো পিঠে দিয়েছে কুলো'। মাল কামাতে হলে তাদের ওসব মান সম্মান জ্ঞান থাকলে চলে!

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪২

প্রবাসী ভাবুক বলেছেন: টাকা আর অর্থসম্পদই কি জীবনে সব? টাকার জন্য মানসম্মান বিসর্জন দেওয়া তো ছোটলোকের কাজ। চোরেও তো টাকা পয়সা উপার্জনের জন্য মানসম্মান বিসর্জন দেয়। তাহলে চোর আর এসব মন্ত্রী এমপিদের মধ্যে পার্থক্য থাকল কোথায়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.