![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
মানুষ স্বপ্ন দেখে অনেক। সারা দিনে কত কিছুই কল্পনা করে। তবে তা বাস্তবতায় পরিণত হয় খুবই কম। শিশুকাল, বাল্যকাল, যৌবনকালে মানুষ যে স্বপ্ন দেখে তা বাস্তবতায় পরিণত হয় খুবই সামান্য অংশ। এমনকি ১% এরও অনেক কম। তবে বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের কল্পনাও ধীরে ধীরে বাস্তবতার কাছাকাছি আসতে থাকে। তবে বাস্তবতার কাছাকাছি আসলেও তার খুবই নগণ্য অংশই বাস্তবায়িত হয়। সুতরাং স্বপ্নভঙ্গ হওয়াটা একেবারেই স্বাভাবিক ব্যাপার।
অনেককেই দেখা যায় স্বপ্নভঙ্গের কষ্টে বিমুঢ় হয়ে পড়ে। এমনকি আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। যা আদৌ কাম্য নয়। কোন স্বপ্নদেখা বা পরিকল্পনা করার আগে তা পূরণ না হওয়ার স্মভাবনার কথাও চিন্তা করা উচিত। তাহলে কষ্টের পরিমাণ অনেক কমে যাবে।
©somewhere in net ltd.