নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

মন্ত্রী হওয়ার খায়েশটা হঠাৎই জেগে উঠল।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৭

আমরা ভাইবোন সবাই মিলে মাশাল্লাহ প্রায় দুই হালির কাছাকাছি। দেশে যে পরিমাণে রাজনৈতিক দল এবং রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটছে ভাবছি আমরা ভাইবোন প্রত্যেকে একটি করে দল গঠন করব। এরপর সেই দলগুলো মিলে একটি রাজনৈতিক জোট হিসেবে আত্মপ্রকাশ করব। এতে ভাইবোন সবাই এক একটি দলের প্রধান থাকব। আর বিএনপির যেহেতু নির্বাচনে যাওয়ার সম্ভাবনা নাই সেহেতু এইসব জোটের আলাদা একটা ভ্যালু থাকবে। নির্বাচনকে সিদ্ধ করার জন্য হলেও সরকারের নির্বাচনে দলের সংখ্যা বৃদ্ধির একটা তাগিদ থাকবে। এই সুযোগে সরকারের সাথে দরকষাকষি করে এমপি এমনকি মন্ত্রীর পদও পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে।

শুধুই মাথা চুলকায় এমন সুযোগ তো আর বারবার পাওয়া যাবে না। এমপি বা মন্ত্রী হওয়ার খায়েশটা হঠাৎ করেই জেগে উঠল। আজকে নতুন একটি রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করায় ভাবছি আমারও একটা সম্ভাবনা আছে। শুধু আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১১

ঢাকাবাসী বলেছেন: ওদের অবস্হা এখন অনেক সুসংহত, আপনাদের গোনায় ধরার কোন চান্স নেই। অবশ্য কয়েকশ কোটি টাকা নিয়ে নামলে অবস্হা ভিন্ন হতে পারে!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৭

প্রবাসী ভাবুক বলেছেন: তা অবশ্য ঠিক। এবার তো আর সম্ভব হল না। আগামী নির্বাচনের জন্যই চিন্তা করতে হবে।

তবে তারা মুখে যাই বলুক বাস্তবে বিএনপি জোট নিয়ে সব সময় চিন্তিত। আর একারণেই জোট ভাঙ্গার জন্য কত কিই না করছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.