নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রীর চারপাশে স্বার্থান্বেষী দালালে ভরা।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৭

ভক্তি, শ্রদ্ধা, সম্মান, ভালবাসা জিনিসগুলো সম্পূর্ণ মনের ব্যাপার। এগুলো জোর করে পাওয়া যায় না। বরং জোর করে পেতে গেলে তা ঘৃণায় পরিণত হয়। এগুলো একজন মানুষের ব্যবহার, আচার, আচারন, চলাফেরা, কথাবার্তার মাধ্যমে তৈরি হয়। কে কতটুকু সম্মান, ভালবাসা পাবে তা মন থেকে আপনাআপনি নির্ধারিত হয়ে যায়। আর মনের উপর জোর খাটানো সম্ভব নয়। এগুলো পাওয়ার জন্য যারা জোর করে বা শাস্তির ব্যবস্থা করে এদেরকে মুর্খ বা নির্বোধ ছাড়া আর কিছুই বলা যায় না।

দুদিন আগে শেখ মুজিব ও হাসিনাকে নিয়ে ব্যঙ্গ করায় তন্ময় মল্লিক নামে এক যুবকের ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আদালতের রায় নিয়ে আমার কোন আপত্তি নাই। কারণ বিচারক দেশের প্রচলিত আইন অনুযায়ী রায় দিবে এটাই স্বাভাবিক। কিন্তু এই আইন যারা প্রবর্তন করেছে তারা আসলে কতটা বিবেচনা করে কাজটি করেছে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন থাকতে পারে।

উক্ত বিচারের পর হয়ত সামনাসামনি কেউ ব্যঙ্গ করবে না। কিন্তু মনের থেকে সম্ভবত গালি ছাড়া আর ভাল কিছু আসার কথা নয়। উত্তরোত্তর শুধু ঘৃনাই বৃদ্ধি পাওয়ার কথা তাদের প্রতি। তাহলে আসলে কি জন্য এই বিচার? সম্মান পাওয়ার আশায় জবরদস্তি করে যদি মানুষের ঘৃনাই উপহার হিসেবে পাওয়া যায় সেই বিচার করাটা কতটা যুক্তিযুক্ত এটা আমার ছোট্ট মাথায় আশা সম্ভব নয়।

আমি বলব, এধরনের জোর করে ভালবাসা আদায় করে ঘৃনা আহরণ না করে বরং নিজের কাজকর্ম, কথাবার্তা, আচরণ দিয়ে প্রধানমন্ত্রী মানুষের মন জয় করুক। তাতে সবাই তাকে মনের থেকে ভালবাসবে। আমার মনে হয় এই কথাটি স্মরণ করিয়ে দেওয়ার মত কোন লোক প্রধানমন্ত্রীর চারপাশে নেই। যারা আছে তারা কিছু স্বার্থান্বেষী দালাল ছাড়া আর কিছু নয়।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

অপূর্ণ রায়হান বলেছেন: প্রধানমন্ত্রীর চারপাশে স্বার্থান্বেষী দালালে ভরা। ১০০% সহমত ভ্রাতা ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৫

প্রবাসী ভাবুক বলেছেন: কিন্তু এই দালালেরাই তার পতন ডেকে আনবে। আওয়ামী লীগ ক্ষমতায় বলে টের পাচ্ছে না। তবে জনগণ থেকে তারা কতটা জন বিচ্ছিন্ন হয়ে পড়েছে তা শুধু মাত্র একটি নিরপেক্ষ নির্বাচন দিলেই বুঝতে পারবে।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

তিক্তভাষী বলেছেন: "A man is known by the company he keeps" প্রবাদটা জানেন তো?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৬

প্রবাসী ভাবুক বলেছেন: আর একারণেই তিনি মানুষের ঘৃনার পাত্র হচ্ছেন।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৮

খাটাস বলেছেন: ঘৃণা করলে ও সবাই ভয়ে চুপ করে থাকলেই তো লাভ.।.।.।।।

অপূর্ণ রায়হান বলেছেন: প্রধানমন্ত্রীর চারপাশে স্বার্থান্বেষী দালালে ভরা। ১০০% সহমত ভ্রাতা ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৮

প্রবাসী ভাবুক বলেছেন: মানুষের ভালবাসা এক অমুল্য সম্পদ। মানুষ ঘৃনা করলে হয়ত ক্ষমতার জোরে অনেক কিছু করা যায়। কিন্তু বিবেক কখনও শান্তি দেয় না। বিবেক মানুষের বড় বিচারক।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৭

মেকগাইভার বলেছেন: প্রধানমন্ত্রী তো নিজেই এখটা দালাল।

সে হলো ইন্ডিয়ার দালাল।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩১

প্রবাসী ভাবুক বলেছেন: আমাদের দেশে ক্ষমতার জন্য সবাই দালালী করতে চায়। খুব কম নেতাই আছে আসল দেশ প্রেমিক। আর প্রায় সবাই ক্ষমতা প্রেমিক।

আর দালালী করছে বলেই এমন হাস্যকরভাবে ক্ষমতায় রয়ে গেছে।

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৪

ঢাকাবাসী বলেছেন: বিপদ্জনক!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

প্রবাসী ভাবুক বলেছেন: আপনি কিন্তু শুধুই আমাকে ভয় দেন। আগের পোস্টটি ডিলিট করেছি আপনার ভয় দেখানোতে! আবারও বলছেন এটা বিপদজনক! তাহলে লেখালেখিই বাদ দিয়ে দিব কিন্তু!

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

ঢাকাবাসী বলেছেন: যাক আমার ভয় দেখানোতে কাজ হয়! হা হা হা ! ধন্যবাদ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪১

প্রবাসী ভাবুক বলেছেন: আমাকে কিছু করার ক্ষমতা বাংলাদেশ সরকারের নাই। কিন্তু আমার আত্মীয় স্বজন দেশে থাকে। চাই না আমার কারণে আমার পরিজনের কোন ক্ষতি হোক। আমাকে থামানোর জন্য আমার স্বজনের উপর ক্ষোভটা প্রয়োগ করতে পারে। এখন দেশে সরকার যাকে ইচ্ছা হত্যা করছে। যাকে ইচ্ছা গুম করছে। যাকে ইচ্ছা তার বিরুদ্ধে মামলা দিচ্ছে। যাকে ইচ্ছা তার উপর নির্যাতন চালাচ্ছে। তাদের বিরুদ্ধে কথা বললেই তাদের প্রতিহিংসা প্রয়োগে হিংস্র হয়ে উঠছে। দেশ চলছে তাদের ইচ্ছা অনিচ্ছার উপর। এর প্রতিবাদ করার ক্ষমতা দেশে এখন কারও নাই। এটা যেন হাজার বছর পুর্বের সেই রাষ্ট্রব্যবস্থা। যেখানে রাজার আদেশে কারও গর্দান যায়, কেউবা খুন করে ফাঁসির হুকুম থেকেও মুক্তি পায়। এখানে জবাবদিহিতার কোন বালাই নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.