![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
বাংলাদেশের সবপ্রান্তের মানুষ শুধুই ঢাকামুখী৷ ব্যবসাবাণিজ্য, চাকরিবাকরি, গার্মেন্টস শিল্পসহ যাবতীয় কাজকর্মের জন্যই সবাইকে ঢাকায় আসতে হয়৷ ফলাফল- ঢাকা এখন জনসংখ্যার ভারে ন্যুজ৷ দেশের অন্যান্য বড় শহরগুলো বসবাসের জন্য নিরিবিলি হলেও কাজকর্ম না থাকায় উন্নয়নও ধীরগতির৷
এইসব সমস্যার মূল কারণ অপরিকল্পিতভাবে চলে আসা আমাদের দেশের গতানুগতিক মনোভাব৷ আজ প্রতিটি বড় শহরে যদি ঢাকায় যেসব অফিস আদালত রয়েছে সেগুলোর শাখা অফিস করা যেত, গার্মেন্টস শিল্পসহ চাকরিবাকরির সুযোগ তৈরি করা যেত তাহলে ঢাকার উপর চাপ কমত৷ প্রতিটি এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হত৷ প্রতিটি অঞ্চলে অর্থনৈতিক বলয় গড়ে উঠত৷ সুষম উন্নয়ন ঘটত প্রতিটি এলাকার৷
আর এসব করার জন্য প্রয়োজন সঠিক ও বাস্তবসম্মত পরিকল্পনা৷ পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন দুর্নীতিমুক্ত দক্ষ প্রশাসন৷ কিন্তু এধরণের পরিকল্পনা আমাদের দেশে আদৌ কখনও হবে কিনা সন্দেহ৷ কারণ যারাই সরকারে আসে তারা ব্যস্ত থাকে লুটেপুটে খাওয়ার ধান্দায়৷ দেশের উন্নয়ন নিয়ে কারও মাথা ব্যথা নাই৷ দেশকে ভাল কিছু উপহার দিতে হলে ব্যক্তি ও দলীয় স্বার্থ নয় দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে৷
০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ২:২৫
প্রবাসী ভাবুক বলেছেন: আপনাকে ধন্যবাদ!
২| ১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫১
মুন্না হাসান(অচেনা পথিক) বলেছেন: রাইট।।
১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২১
প্রবাসী ভাবুক বলেছেন: পঠন ও মন্তব্যের জন্য ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:২১
অপূর্ণ রায়হান বলেছেন: একমত ভ্রাতা ।
ভালো থাকবেন