নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

সুষম উন্নয়নের জন্য প্রয়োজন!

০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৯

বাংলাদেশের সবপ্রান্তের মানুষ শুধুই ঢাকামুখী৷ ব্যবসাবাণিজ্য, চাকরিবাকরি, গার্মেন্টস শিল্পসহ যাবতীয় কাজকর্মের জন্যই সবাইকে ঢাকায় আসতে হয়৷ ফলাফল- ঢাকা এখন জনসংখ্যার ভারে ন্যুজ৷ দেশের অন্যান্য বড় শহরগুলো বসবাসের জন্য নিরিবিলি হলেও কাজকর্ম না থাকায় উন্নয়নও ধীরগতির৷

এইসব সমস্যার মূল কারণ অপরিকল্পিতভাবে চলে আসা আমাদের দেশের গতানুগতিক মনোভাব৷ আজ প্রতিটি বড় শহরে যদি ঢাকায় যেসব অফিস আদালত রয়েছে সেগুলোর শাখা অফিস করা যেত, গার্মেন্টস শিল্পসহ চাকরিবাকরির সুযোগ তৈরি করা যেত তাহলে ঢাকার উপর চাপ কমত৷ প্রতিটি এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হত৷ প্রতিটি অঞ্চলে অর্থনৈতিক বলয় গড়ে উঠত৷ সুষম উন্নয়ন ঘটত প্রতিটি এলাকার৷

আর এসব করার জন্য প্রয়োজন সঠিক ও বাস্তবসম্মত পরিকল্পনা৷ পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন দুর্নীতিমুক্ত দক্ষ প্রশাসন৷ কিন্তু এধরণের পরিকল্পনা আমাদের দেশে আদৌ কখনও হবে কিনা সন্দেহ৷ কারণ যারাই সরকারে আসে তারা ব্যস্ত থাকে লুটেপুটে খাওয়ার ধান্দায়৷ দেশের উন্নয়ন নিয়ে কারও মাথা ব্যথা নাই৷ দেশকে ভাল কিছু উপহার দিতে হলে ব্যক্তি ও দলীয় স্বার্থ নয় দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে৷

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:২১

অপূর্ণ রায়হান বলেছেন: একমত ভ্রাতা ।

ভালো থাকবেন :)

০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ২:২৫

প্রবাসী ভাবুক বলেছেন: আপনাকে ধন্যবাদ!

২| ১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫১

মুন্না হাসান(অচেনা পথিক) বলেছেন: রাইট।।

১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২১

প্রবাসী ভাবুক বলেছেন: পঠন ও মন্তব্যের জন্য ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.