নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

সাংসদকে গালি দেওয়া গর্হিত অপরাধ!

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:২৪

কত বড় সাহস! আজ বাংলাদেশের মত মহাপরাক্রমশালী দেশের ক্ষমতাসীন দলের এক সাংসদকে গালি দেয়। বেটাকে পিটিয়ে শুধু পুলিশে সোপর্দ করেই শেষ! আমি বলি তার কমপক্ষে ৭ বছরের জেল হওয়া উচিত।
দুর্গাপুর উপজেলার একটি দলীয় অনুষ্ঠান শেষে আজ বেলা সাড়ে তিনটার দিকে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের আওয়ামী লীগের সাংসদ কাজী আবদুল ওয়াদুদ পুঠিয়ায় নিজ বাড়িতে ফিরছিলেন। পুঠিয়ার বাঁশপুকুরিয়া এলাকা দিয়ে তাঁর গাড়ির বহর যাচ্ছিল। এ সময় ভাঙা রাস্তা মেরামত না করার অভিযোগ এনে রাস্তার পাশ থেকে এক ব্যক্তি সাংসদকে গালি দেন। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে সাংসদ নিচে নামেন। দলীয় লোকজন ধাওয়া করে সেখান থেকে তিন ব্যক্তিকে আটক করে পিটিয়ে দুর্গাপুর থানার পুলিশের কাছে সোপর্দ করেন।
আমি ঐ তিন ব্যক্তির উপযুক্ত শাস্তি দাবী করছি। এত বড় ধৃষ্টতা কোন অবস্থায়ই মেনে নেওয়া যায় না। বিপুল ভোটে জয়ী একজন সরকার দলীয় সাংসদকে অবমাননা করার ধৃষ্টতা দেখে আমি বাকরুদ্ধ হয়ে পড়েছি।
এটা কোন জমানা চলে এল গো যে, রাস্তা ঠিক নাই বলে সাংসদকে দোষারোপ করে!! ঐ ব্যাটা তাহলে দাড়িয়ে দাড়িয়ে কি দেখছিল? সাংসদ কি ঐ রাস্তা দিয়ে চলাচল করে নাকি যে, তাকেই এই রাস্তা ঠিক করতে হবে। ঐ ব্যাটা দাড়িয়ে দাড়িয়ে সাংসদকে গালি না দিয়ে সে নিজেই এলাকার লোকজন নিয়ে অন্তত রাস্তা ঠিক করা শুরু করে দিতে পারত। মাননীয় সাংসদ তো আর প্রতিদিন এই এলাকায় আসেন না। আজ যেহেতু আসবেন এটা জেনে হলেও সাংসদ আসার আগে কাজ না শেষ করে ব্যাটা সাংসদকে গালি দেয়।
তবে এখন থেকে ঐলোকসহ আপামর জনসাধারণের প্রতি আমার নসিহত কেউ যেন আর সম্মানিত সরকার দলীয় জীবিত বা মৃত কাউকে গালি না দেয়।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১:১৯

ক্ষতিগ্রস্থ বলেছেন: কৌশলে কাজ করতে হবে. 'আপনি একটা সাংসদ' - এই গালি দিলে সাপও মরে, লাঠিও ভাঙ্গে না...

১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:২৭

প্রবাসী ভাবুক বলেছেন: হা! হা!! হা!!! চমৎকার কৌশল! এই সব সাংসদ যেভাবে সাংসদ হয়েছে এদের লজ্জা থাকলে সাংসদ পদ গ্রহণ করতে পারত না৷ সাংসদ হলো জনগণের প্রতিনিধি৷ কিন্তু বাস্তবে এরা কেউই জনগণ দ্বারা নির্বাচিত নয়!

ধন্যবাদ আপনাকে!

২| ১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: মন্তব্য করতে সাবধানতা অবলম্বন করলাম। :)

১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৮

প্রবাসী ভাবুক বলেছেন: এটাই উৎকৃষ্ট পন্থা। মন্তব্য করতে গিয়ে পাছে আবার বিপদ এসে না পড়ে।

৩| ১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৪

তিক্তভাষী বলেছেন: 'আপনি একটা সাংসদ' =p~ =p~ =p~

১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৯

প্রবাসী ভাবুক বলেছেন: আপনি আমাকে এত বড় গালি দিবেন এটা ভাবতেই কষ্ট লাগছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.