![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ঘোষিত সূচকে এবছর বাংলাদেশ বিশ্বে দুর্নীতিতে ১৪ তম৷ এটা নিয়ে অনলাইনে অনেক কাটাছেড়া চলছে৷ কেউ কেউ বেজায় খুশি তো কেউ কেউ নাখোশ৷ কেউ সরকারের সাফল্য বন্দনা তো অন্যে তুলোধুনো করছে৷ কেউ কেউ বিএনপি সরকারের সাথে আওয়ামী লীগ সরকারের তুলনা করে সরকারী সাফল্য জাহিরের ব্যর্থ চেষ্টা করছে৷
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ১৯৯৫ সাল থেকে সারাবিশ্বে দুর্নীতির সূচক প্রকাশ করে আসছে৷ তথ্য উপাত্তের স্বল্পতার কারণে প্রথম দিকে অল্প কিছু দেশে জরিপ পরিচালনা করলেও ধীরে ধীরে দেশের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং ২০০১ সালে প্রথমবারের মত বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে সূচক প্রকাশ করলে বাংলাদেশ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সর্বনিম্ন পয়েন্ট পেয়ে তালিকার সর্বশেষ স্থান দখল করে৷ ভুলে গেলে চলবে না ২০০১ সালে আওয়ামী লীগ সরকারের আমলেই বাংলাদেশ দুর্নীতির শীর্ষ দেশ হিসেবে চিহ্নিত হয়৷ এর আগে থেকেই যদি বাংলাদেশ জরিপে অন্তর্ভুক্ত থাকত তাহলে আগে থেকেই একই স্থান দখল করত কিনা তা জানার সুযোগ আমাদের ছিল না৷ তবে বিএনপির শাসনামলের শেষ দিকে বাংলাদেশ তালিকার সর্বনিম্ন স্থান থেকে ছিটকে পড়তে শুরু করে যা পরবর্তীতে অব্যাহত থাকে৷ তবে এতে বাংলাদেশ কৃতিত্ব না দিয়ে বরং অন্যান্য দেশ বাংলাদেশের চেয়ে বেশি দুর্নীতি করায় বাংলাদেশের সর্বনিম্ন স্থান হাতছাড়া হয়ে যায় বললেই সঠিক বলা হবে৷
এই বছর বাংলাদেশ নিচের দিক থেকে ১৪ তম স্থান দখল করলেও গত বছর ছিল ১৬ তম স্থানে৷ গত বছর বাংলাদেশ ২৭ পয়েন্ট পেয়ে ১৭৭ দেশের মধ্যে উপরের দিক থেকে ১৩৬ তম হলেও অবস্থার অবনতি হয়ে ২৫ পয়েন্ট নিয়ে এবার ১৭৫ দেশের মধ্যে ১৪৫ তম অবস্থানে আছে৷
আমরা নিজেদের দিকে না তাকিয়ে দুই দলে বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তানকে গালিগালাজ করলেও উক্ত দুইটি দেশের অবস্থান আমাদের তুলনায় ভাল৷ আমরা নিজেরা উন্নতি না করে শুধু সরকারের সাফল্য বা ব্যর্থতা নিয়ে দুই দলের তুলনায় ব্যস্ত থেকে নিজ সমর্থিত দলের গুণগানে ব্যস্ত থাকি৷ নিজ দলের সাফল্য জাহির করতে চেষ্টা করায় আমাদের শাসকরা পক্ষান্তরে তাদের দুর্নীতির পক্ষেই সমর্থন পায়৷ ফলে তারা দুর্নীতি করতে আরও বেশি উৎসাহিত হয়৷
আমাদের অবস্থানের পরিবর্তন করতে হলে এরকম পক্ষ বিপক্ষ নয়, সবাইকেই দুর্নীতির বিপক্ষে অবস্থান নিয়ে সরকার ও প্রশাসনকে চাপে রাখতে হবে৷ তাহলেই হয়ত একদিন আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে সক্ষম হব৷
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৭
প্রবাসী ভাবুক বলেছেন: আর আমরা হলাম তাদের সমর্থক৷ কেউ এক পক্ষের তো অন্যে অপর পক্ষের৷
ধন্যবাদ আপনাকে৷
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২০
ঢাকাবাসী বলেছেন: কে বলে আমরা চৌদ্দ নম্বর? আমাদের ১ নম্বরটা কেউ নিতে পারবেনা। ঘুষ টুষ দিয়েই তো ১ থেকে চৌদ্দ করলুম!
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৩
প্রবাসী ভাবুক বলেছেন: এটা তো আরও বড় দুর্নীতি!
আপনাকে ধন্যবাদ৷
কেমন আছেন, ভাইজান?
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:১৯
পরিশেষের অপেক্ষায় বলেছেন: ওফ কি বাজে প্রস্তাব ..!!
আমার সোনার বাংলার চেয়ে সুন্দর সঙ্গীত আর হয়নারে ভাই....
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৩০
পরিশেষের অপেক্ষায় বলেছেন: আগের মন্তব্য টির জন্য ক্ষমা প্রার্থনা করছি।
মোবাইল দিয়ে পিসি ভার্সনের ব্লগ চালাতে গিয়ে এক পোস্টে কমেন্ট করতে গিয়ে এই পোস্টে করে ফেলেছি..
আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন...
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৩
প্রবাসী ভাবুক বলেছেন: না, না৷ মনে করার মত কিছু হয়নি৷ তাছাড়া আপনি তো বিষয়টি বুঝিয়ে দিলেন৷ আপনাকে ধন্যবাদ৷
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৪
ডার্ক ম্যান বলেছেন: সাধারণ নাগরিকরা যতদিন পর্যন্ত নিজেরা সৎ হবেন না ততদিন পর্যন্ত দূর্নীতি সহনীয় পর্যায়ে নেমে আসবে না।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৪
খেলাঘর বলেছেন:
প্রশাসন, সরকার ও পার্টির সবাই মারাঠা লুটেরা।