![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
রাজনীতিতে শেষ কথা বলে কোন কথা নেই৷' - এইটা চরম মিথ্যা ও ফালতু কথা৷ আমাদের সুবিধাবাদী রাজনীতিবিদরা নিজেদের চৌর্যবৃত্তি, মিথ্যাবাদীতা, প্রতিশ্রুতি ভঙ্গ, পাবলিককে ধোঁকা দেওয়া সহ যাবতীয় অপকর্ম কে সিদ্ধ করতেই এই বাক্যটির উৎপত্তি ঘটিয়েছে৷
আমাদের রাজনীতি হল নীতিহীন রাজনীতি৷ রাজনীতিবিদদের উদ্যেশ্যই থাকে প্রতিশ্রুতি ভঙ্গ করার৷ আর তাই সুবিধামতো যখন যেটা মনে আসে বলে ফেলে পরক্ষণেই তা খন্ডন করে নতুন অন্য প্রতিশ্রুতি দেয়৷ ভঙ্গ করার উদ্দেশ্য নিয়েই আমাদের রাজনীতিবিদরা প্রতিশ্রুতি দিয়ে থাকে৷ আর আর তাই নিজেদের মিথ্যাবাদীতা কে জায়েয করার জন্য বলে থাকে যে রাজনীতি মানেই এখন একটা পরে আরেকটা বলা৷
রাজনীতি হওয়া উচিত ছিল সম্মানের৷ তা না হয়ে রাজনীতিবিদদের মানুষ ঘৃণা করে৷ সামনাসামনি কিছু বলতে না পারলেও কিছু স্বার্থপর মানুষ ছাড়া সবাই মনে মনে বা কেউ আড়ালে ঠিকই গালি দেয়৷
জনগণকে দেওয়া প্রতিশ্রুতি জনগণ ভুলে গেছে রাজনীতিবিদরা এমন মনে করলেও বাস্তবে কেউই ভোলে না৷ বরং পুর্বের দেওয়া কথার সাথে বর্তমানকে মিলাতে না পেরে রাজনীতিবিদদের মানুষ খারাপ লোক হিসেবেই চিহ্নিত করে৷
পলিটিক্স শব্দটা অনেক উন্নত শব্দ হলেও এখন পলিটিক্স সাধারণ মানুষের কাছে একটি গালি৷ আর এটাকে ঘৃণার পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য দায়ী দেশের রাজনীতিবিদরা৷ আর তাই কোন ভদ্র পরিবারের লোক এখন রাজনীতিতে আসতে চায় না এতেই বুঝা যায় রাজনীতি একটি খারাপ কর্মের পর্যায়ে চলে গেছে এদেশে৷
১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯
প্রবাসী ভাবুক বলেছেন: এদেশের রাজনীতিবিদরা আসলে রাজনীতিবিদ নয়। রাজনীতি ব্যবসায়ী। আর ব্যবসায় লাভের জন্য যে কোন কিছুই এরা করতে প্রস্তুত।
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫১
ঢাকাবাসী বলেছেন: পৃথিবীতে সবচাইতে নিকৃস্ট রাজনীতিবিদ হলো বা...