![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
দেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকার মতামত কলামে দেখলাম, সরকারের তরুন এক মন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়া ক্রমেই দুরূহ হয়ে উঠছে৷ নেত্রী ক্রমেই নিরাপত্তার ঘেরাটোপে বন্দী হয়ে পড়ছেন৷ সবার প্রতি সন্দেহ প্রবল হয়ে উঠছে৷
আপনি অপরাধ করলে, নির্বিচারে মানুষ হত্যা করলে, জোরজবরদস্তি করে মানুষের মতের বিরুদ্ধে ক্ষমতা আঁকড়ে থাকলে আপনার মধ্যে এক অজানা আতঙ্ক কাজ করবে এটা খুবই স্বাভাবিক৷ নিজেকে নিজের কাছেই যখন অপরাধী মনে হয়ে বিবেককে বুঝাতে পারবেন না তখন আপনার চারপাশের সবকিছুর প্রতি অবিশ্বাস বাড়তে থাকবে৷ কোন কিছুকে বিশ্বাস করতে না পারার কারণে যে মানসিক অস্থিরতার সৃষ্টি হবে তাতে আপনি কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করবেন৷ মানসিক অশান্তি আপনাকে কুড়েকুড়ে খেতে থাকবে৷ রাজপ্রাসাদেও আপনার শান্তি মিলবে না৷
আমি নিজেকে ভাগ্যবান মনে করি৷ আমার চলাফেরার স্বাধীনতা আছে৷ মানসিক ভাবে নিজেকে খুব হালকা বোধ করি৷ এরকম কোন মানসিক চাপ নেই৷ যেখানে খুশি সেখানে বিনা বাঁধায় যেতে পারি৷ এটার মাঝেই তো শান্তি৷
চারিদিকে অবিশ্বাস নিয়ে একজন প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে একজন একজন দরিদ্র রিকশাওয়ালা বা শ্রমিকের জীবন অনেক ভাল৷ এদের মনে আছে অফুরন্ত শান্তি৷ এরা মানুষের শুধু উপকারই করে৷ এদের হুকুমে মানুষের জীবননাশ হয় না৷ মানুষ এদের জন্য খুব কমই বদদোয়া করে৷
মানসিক অশান্তি নিয়ে বেঁচে থাকার মত এত কষ্ট আর নেই৷
২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫০
প্রবাসী ভাবুক বলেছেন: আপনি মনে হয় দেখেছেন, আমি একজন মন্ত্রীর কথার উদ্ধৃতি দিয়েছি আমার লেখায়৷
নিজের মন্ত্রীদেরকেও যদি কাছে ভিড়তে দেওয়া না হয়৷ মন্ত্রীদেরকেও যখন জামাত, শিবির মনে হয় তখন রাজনীতি করবে কাকে নিয়ে? সেই রাজনীতি ছেড়ে দিয়ে নাকে খত দেওয়া উচিত৷
যে এই সহজ কথাগুলো বুঝে না সে যে কত বড় মহাজ্ঞানী তা বুঝতে পেরেছি৷ আর নির্বোধরাই আরেকজনকে হুট করে মগজহীন ভাবে৷
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫০
খেলাঘর বলেছেন:
আপনার নিকটা সুন্দর।
২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫১
প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ৷
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩০
ঢাকাবাসী বলেছেন: ভাল বলেছেন।
২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩১
প্রবাসী ভাবুক বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাইজান৷
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৭
কলমের কালি শেষ বলেছেন: হুম কথা সত্য । তবে ঐ সব পোষ্টের দায়িত্বতো কাউকে না কাউকে নিতেই হবে ।
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩০
খেলাঘর বলেছেন:
বাংলাদেশে যেখানে রাজাকার , শিবির, সবাই শেখ হাসিনাকে মারা জন্য চাচ্ছে; যেখানে খ হাসিনার উপর গ্রেনেড আক্রমণ চালায়েছিল সেখানে আপনার হাসিান ও আপনার সিকিউরিটি নিয়ে বালাচাল তুলনা করছেন আপনি, মগজহীনদের ভাবনা এগুলো।