![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
দেশের জনগণ মনে হচ্ছে ফাঁদে আটকা পড়েছে৷ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট হরতাল-অবরোধ ডেকে যান চলাচলে বাঁধার সৃষ্টি করেছে৷ অন্যদিকে সরকার ও সরকার সমর্থিত মিডিয়াগুলো দেখাচ্ছে দেশে সব কিছুই স্বাভাবিক৷ কোথাও কোন সমস্যা নাই৷
সাধারণ মানুষ সংবাদে সবকিছু স্বাভাবিক দেখে নিরাপদ মনে করে বাড়ি থেকে বের হয়েই স্টেশন বা রাস্তায় আটকা পড়ছে৷ এটা দেখে সরকার ও সরকার বিরোধী উভয় পক্ষই নিজেদেরকে সফল মনে করছে৷ জনগণকে বিপদে ফেলে নিজেরা আত্মতৃপ্ত হচ্ছে৷ আর সাধারণ মানুষ পড়েছে মহাবিপদে৷
আমাদের এই অদ্ভুত রাজনীতিতে সাধারণ মানুষগুলো যেন অসহায় চিড়িয়া৷ যারা বাংলাদেশ নামক তথাকথিত স্বাধীন দেশে বন্দী৷
বর্তমান মিডিয়াগুলো যেন একেকটি দলের দালাল৷ যদিও বর্তমান পরিস্থিতিতে সরকার বিরোধী কোন মিডিয়া নাই বা থাকলেও নিশ্চুপ৷ বেশিরভাগ মিডিয়া সঠিক তথ্য প্রকাশ না করে সরকারের তোষামোদীতে ব্যস্ত৷ ফলাফল সাধারণ মানুষগুলো প্রতারিত হচ্ছে৷ সংবাদ মাধ্যমগুলোকে জাতির বিবেক বললেও বাস্তবে তারা নির্বোধের মতই কাজ করছে৷
জনগণের সমস্যার কথা চিন্তা করে হলেও সংবাদ মাধ্যম সঠিক তথ্য প্রদান করবে বলে আশা করি৷
২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৬
ঢাকাবাসী বলেছেন: এটা আজকাল আর সম্ভব না, সবাই ছাপোষা জীবন নিয়ে ব্যাস্ত। কারো না কারো পক্ষে বিপক্ষে বলতেই হবে।
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭
নিলু বলেছেন: তা কি হবে ?