![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
বাংলাদেশ যেন এক মৃত্যুপুরী৷ এখানে রাস্তায় সরকারবিরোধী শ্লোগান দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি করে মারে৷ প্রতিবাদে হরতাল, অবরোধ দিলে সাধারণ মানুষ আগুনে পুড়ে, পেট্রোল বোমা, ককটেলের আঘাতে মরে৷ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকাারবিরোধীদের বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা করে ক্রসফায়ার নামক নাটক সাজায়৷
অবরোধের ডাক দিয়ে শীর্ষস্থানীয় নেতারা আত্মগোপনে চলে যায়৷ ক্ষমতাসীনরা এগুলো দেখে মিটিমিটি করে হাসে আর এক অজানা পাশবিক সুখ অনুভব করে৷
১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭
প্রবাসী ভাবুক বলেছেন: জনগনের দেশপ্রাপ্তি আশু কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না৷
তবে উভয় পক্ষ আলোচনায় বসলে হয়ত দেশের বিরাজমান উত্তেজনাময় পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও হতে পারে৷
২| ১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
সরদার হারুন বলেছেন: আগের দিনে রাজপুত্রদের অভিশেখ অনুষ্টানে জবেহ হতো পশু এখন জবেহ হয় গরীবের ছেলে । এ দু'নেত্রী তাদের ছেলেদের অভিশেখ অনুষ্ঠানের পূর্ব
প্রস্তুতিকরছেন । এ সহজ কথাটা আমরা বুঝেও বুঝতে চাইনা ।
১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০০
প্রবাসী ভাবুক বলেছেন: জনগণ সবকিছু বুঝেও নিরুপায়৷ এটাই যেন সাধারন মানুষের স্বাভাবিক পরিণতি৷
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৯
নিলু বলেছেন: অপারেশন ক্লিন হার্টের কথা মনে আছে ? সেই সাথে গণতান্ত্রিক নির্বাচিত সরকারকে হত্যা করে , সামরিক শাসনের অবৈধ ক্ষমতা দখলের কথা কি মনে নেই ? অনেক মায়েরই কান্না এখনো ভেসে আসে যে ,
১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৭
প্রবাসী ভাবুক বলেছেন: বুঝেছি৷ বর্তমানে সেগুলোর প্রতিশোধ হচ্ছে৷ তবে তা আগের সকল বর্বরতাকে ছাপিয়ে আরও আরও নিকৃষ্টতর ভাবে প্রতিহিংসার বহিঃপ্রকাশ ঘটিয়ে৷ হিংসা চরিতার্থ করার প্রাগৈতিহাসিক পাশবিক নিয়মে৷
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৩
নিলু বলেছেন: এটাও গণতন্ত্রের নীতি বোধ হয় কারন গণতন্ত্র মানে যা ইচ্ছা , তাই করা যাবে , তা কিন্তু নয় । হিংসা চরিতার্থ নয় পরিণাম বা প্রায়চিত্ত হচ্ছে । বরবতা আর সভ্যতা পাশাপাশিই বসবাস করে বোধ হয় , নুতন ইতিহাস প্রাগ ইতিহাসকে অস্বীকার করতে পারেনা নিচ্চয় ? ইতিহাস থেকেই ইতিহাস ,
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৮
টেকবাংলা২৪ বলেছেন: আমরা রাজনীতিবিদের দেশ নয়, জনগনের দেশ চাই।
যেখানে কোন অশান্তি থাকবে না।