![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
কয়েক বছর আগে সাভারের কাছে আমিনবাজার এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৬ জন নির্দোষ ছাত্রের মৃত্যুর কথা আমাদের অনেকের মনেই তরতাজা৷ গণপিটুনিতে নিহত ছাত্রদের মধ্যে মিরপুর বাঙলা কলেজের তিনজন, তেজগাঁও কলেজের একজন, বিআইবিটির একজন ও ম্যাপললিফের একজন ছাত্র ছিল। এরা সবাই শ্যামলী ও দারুসসালাম এলাকার বাসিন্দা। রাতের বেলা শুধুমাত্র সন্দেহের বসে কিছু নির্দোষ ছাত্রকে প্রাণ দিতে হয়েছিল যার পুলিশি তদন্তে তাদের নির্দোষীতার প্রমাণ পাওয়া গিয়েছিল৷ নিছক ঘুরতে গিয়ে সন্দেহ বশতঃ কিছু তরতাজা প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল৷
উক্ত হত্যাকাণ্ড এমন সময়ে ঘটেছিল যখন সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা হয়ে উঠেছিল এবং সরকার সাধারণ জনগণকে আন্দোলনের নামে বিশৃঙ্খলাকারীদের প্রতিহতের আহবান জানিয়েছিল৷
আজ ডাকাত সন্দেহে নরসিংদীতে ৭ জনের নিহতের খবরে সেই সেই ঘটনাটি আবার স্মরণ করিয়ে দেয়৷ শুধুমাত্র সন্দেহের বশে হত্যাকে অনেকে সমর্থন করলেও নিজের ক্ষেত্রে যদি এমনটা ঘটত তাহলে পরিস্থিতিটা কেমন হত?
বর্তমানেও সরকার বিরোধী আন্দোলন তুঙ্গে৷ সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা নিয়ন্ত্রণ করতে হিমশিম খাওয়ায় সাধারণ জনগণকে সহিংসতা প্রতিহতের আহবান জানাচ্ছে৷ আর জনগণও সেটার প্রয়োগ করতে গিয়ে নির্দোষ ব্যক্তিদেরও দোষী সাব্যস্ত করবে না তার নিশ্চয়তা কি?
৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৬
প্রবাসী ভাবুক বলেছেন: জবাবদিহিতা তো দূরের কথা, প্রধানমন্ত্রী তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কোন হত্যাকান্ডের বৈধতার ঘোষণা দিয়েছে৷ এ সুযোগ তো সাধারণ মানুষও নিবে এটাই স্বাভাবিক৷
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৩
ঢাকাবাসী বলেছেন: জবাবদিহিতা না থাকলে বহু ভাবেই খুন করা যায়!