![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
দেশটা নাকি জঙ্গী রাষ্ট্রে পরিণত হয়ে যাচ্ছে৷ তবে দেশ কেমন রাষ্ট্রে পরিণত হবে বা হচ্ছে তার দায়দায়িত্ব সরকারের উপরই বর্তায়৷
২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে দেশটা নাকি জঙ্গী রাষ্ট্রে পরিণত হয়েছিল৷ এর দায় সম্পূর্ণ তৎকালিন সরকারের উপর চাপিয়েছিল বর্তমান শাসকগোষ্ঠী৷ একটি দল ৬ বছর যাবত শাসনের পর এসে নতুন করে যদি তাদের মনে হয় দেশটা জঙ্গী রাষ্ট্রে পরিণত হচ্ছে তাহলে এর সম্পূর্ণ দায় শাসকগোষ্ঠীর৷ কারণ ৬ বছরের শাসন মেয়াদে যদি জঙ্গী নির্মুল করতে না পারে এর সম্পূর্ণ দায় তাদেরই৷
আসলে শেখ হাসিনার হাতে আর কোন ইস্যু অবশিষ্ট নাই৷ এর আগে বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধের বিচার করব বলে মায়াকান্না করত৷ বঙ্গবন্ধু হত্যার বিচার শেষ তবে যুদ্ধাপরাধের বিচার যে ছিল তার ক্ষমতায় আসার জন্য মিথ্যা বুলি তা জাতি বুঝতে পারছে ভাল করেই৷ বিচার শেষ হয়ে যাওয়ার পরও তাদের কোন একশান না নেওয়ার অর্থ হল মুলা ঝুলিয়ে রাখা৷
বর্তমানে অন্য কোন ইস্যু হাতে না থাকায় নিজেদের অপকর্ম ঢাকার জন্য ও আন্তর্জাতিক বিশ্বের করুণা লাভের আশায় নিজের দেশটাকে জঙ্গী হিসেবে আখ্যায়িত করছে৷ এটা একধরনের দেশবিরোধী প্রচারনা৷ দেশটাকে জঙ্গী আখ্যায়িত করাটা মুলতঃ দেশের সাথেই শত্রুতা করা৷ আর নিজের দেশকে যে এরকম অপবাদ দেয় সে কখনোই দেশপ্রেমিক নয় বরং দেশ দেশবিরোধী৷
এহেন ঘৃণ্য অপপ্রচারণার তীব্র নিন্দা জানাই৷
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৪
প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ ভাইজান
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৮
ঢাকাবাসী বলেছেন: বিশ্লেষন খারাপ না।