![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
দুই দল নিজেরা উদ্যোগ না নেওয়ায় নাগরিক সমাজের পক্ষ থেকে আওয়ামী লীগ ও বিএনপি নেত্রীর নিকট লিখিত আহবান জানিয়েছে৷ এরপর রাষ্ট্রপতিকে ভুমিকা রাখার জন্য লিখিত আবেদন জানিয়েছে৷
বিএনপি নেত্রী ডিসেম্বরের শেষ দিকে আন্দোলনের ডাক দেওয়ার আগেও সাতদফা দাবীতে সরাসরি ফলপ্রসূ আলোচনার আহবান জানিয়ে বলেছিল দাবী মানলে আন্দোলনের প্রয়োজন নেই৷ না হলেই আন্দোলন শুরু হবে৷ তখন আওয়ামী নেতারা বলেছিল ২০১৯ সালের আগে আলোচনা নাই৷ বিএনপির আন্দোলনের মুরোদ নাই৷ বিএনপি ঈদের পর যে আন্দোলনের হুমকী দেয়৷ ঈদ বারবার আসে কিন্তু কোন ঈদের পরই আন্দোলন হবে না বলে মশকরা করেছে৷
আওয়ামী লীগ এখন বলছে মানুষ মারছে বলে আলোচনা হবে না৷ তাহলে মানুষ মারার আগে কেন আলোচনা হল না৷ আজ তোফায়েল আহমেদ বলছে, সন্ত্রাসীদের সাথে আলোচনা হবে না৷ একটি অন্যতম প্রধান রাজনৈতিক দলকে সন্ত্রাসী বানানোর কুফল জাতি ভোগ করছে৷
কথা হল আলোচনা করুন আর না করুন সাধারণ মানুষের নিরাপত্তা দিন৷ যদি তা না পারেন আল্লাহর ওয়াস্তে ক্ষমতা থেকে বিদায় হন৷
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৪
প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ আপনাকে৷
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৪
ঢাকাবাসী বলেছেন: একমত।