![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
ইউরোপীয়রা অনেক দেশেই উপনিবেশ গড়ে তোলার ফলে সেইসব দেশের সম্পদ এনে নিজের দেশকে উন্নত করেছে৷ তারা উপনিবেশ গড়েছিল এশিয়া, আফ্রিকা, আমেরিকা মহাদেশে৷ তাদের দেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর না হলেও বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা সম্পদ তারা দেশের উন্নয়নে ব্যবহার করে নিজের দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করে গড়ে তুলেছে৷
আমরা আমাদের সম্পদ একটু বেশি হলেই নিজ দেশের উন্নয়নমুলক কাজে বিনিয়োগ না করে উল্টো উন্নত দেশগুলোতে পাচার করি৷ আমাদের নিজ দেশের প্রতি ভালবাসা না থাকায় এই ঘৃণ্য কাজগুলো করতে পারি৷
প্রবাসীরাও বিভিন্ন দেশ থেকে অর্থোপার্জন করে দেশে পাঠালেও কিছু স্বার্থপর দেশবিরোধীরা সেই সম্পদ লুটেপুটে নিয়ে বিদেশে পাচার করে দেয়৷
যারা এই কাজগুলো করে তারা নিজেরাও জানে এই পাচার করা অর্থ নিজেদের জীবদ্দশায় ভোগ করতে পারবে না৷ কারণ কোন ব্যক্তি তখনই অর্থ পাচার করে যখন তার সম্পদের পরিমাণ এত বেশি হয়ে যায় যে, খরচের কোন জায়গা পায় না৷ এই অর্থ দেশের উন্নয়ন মূলক কাজে বিনিয়োগ না হয়ে বিনিয়োগ হয় উন্নত দেশের উন্নয়ন মূলক কাজে৷
আমরা গরীব নয়, আমাদের মানসিকতা আর কৃতকর্মই আমাদের গরীব করে রেখেছে৷
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০২
প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ৷
উৎসাহ পেলে অবশ্যই চেষ্টা করব লেখার৷
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৫
ঢাকাবাসী বলেছেন: ভাল বলেছেন। কাজ হবেনা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫০
প্রবাসী ভাবুক বলেছেন: কাজ হবে না বলেই তো আমরা এই অবস্থাতেই পড়ে আছি৷
আপনাকে ধন্যবাদ৷
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪২
ইমরান আশফাক বলেছেন: চমৎকার বিশ্লেষন, সম্পূর্ণ একমত।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫১
প্রবাসী ভাবুক বলেছেন: আপনাকে ধন্যবাদ
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০২
আরণ্যক রাখাল বলেছেন: হুম ঠিক বলেছেন| চোরেরা যদি দেশেও বিনিয়োগ করত তবুও কিছু লাভ হত
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৮
প্রবাসী ভাবুক বলেছেন: চোরেরা এই কাজটি কখনোই করবে না৷ কথায় আছে না-'চোরে না শুনে ধর্মের কাহিনী৷'
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৭
ফিজিও নাছির উদ্দিন বলেছেন: দেশের অর্থনীততি দুইটা দুর্বল খুটির উপর দাড়িয়ে আছে । গার্মেন্টস আর প্রবাসী শ্রমিক । এরা ডলার দেশে আনে আর চুর বাটপারেরা বিদেশে পাচার করে । দিয়া থুইয়া যাথাকে তাদিয়া দেশ চলে ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৫
প্রবাসী ভাবুক বলেছেন: আর একারণেই আমাদের দেশের অর্থনীতি এখনও ভাঙ্গাচোরা৷ না হলে দুর্বল খুঁটির উপর নির্ভর করতে হত না৷ সঠিক পরিকল্পনা ও দুর্নীতিমুক্ত হতে পারলে অর্থনীতি অনেক শক্তিশালী হিসেবে দাড় করানো সম্ভব হত৷
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৩
নিলু বলেছেন: লিখে যান