![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
নিজের মনে যদি ভয় ঢুকে যায় তখন নিজের হাতের ছোঁয়াও নিজের শরীরের কোথাও লাগলে ভয়ে অশরীরী আত্মার খোঁচা বলে মনে হয়৷
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরির দেশে আবার মাথা চাড়া দিয়ে উঠছে বলে একটি খবর ডেইলি স্টারে প্রকাশিত হওয়ার কারণে প্রধানমন্ত্রী বলেন “দেশের ক্ষতি হতে পারে এমন কোনো জিনিস পত্রিকায় ছাপানো উচিত না। কেন এটা করা হচ্ছে আমার কাছে বোধগম্য নয়। আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এই হিযবুত তাহ্রীরের পোস্টার ছাপিয়ে যারা তাদের মদদ দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
অথচ এই সংবাদটি প্রকাশিত হয়েছিল সরকারকে জানানোর উদ্দেশ্যে যাতে প্রশাসন এই বিষয়ে সহজেই পদক্ষেপ নিতে পারে৷ এটা তো বরং সরকারের উপকারের উদ্দেশ্যেই প্রকাশ করা হয়েছিল৷ কিন্তু এই সংবাদ প্রকাশের কারণে পত্রিকাটির বিরুদ্ধে পদক্ষেপ নিলে আর কোন পত্রিকাই এধরনের সংবাদ ছাপাতে সাহস করবে না৷
সমস্যা সম্পর্কে সংবাদ ছাপা না হলে অপরাধীরা সহজে অপরাধের সুযোগ পাবে৷ অপরাধীরা মনের আনন্দে অপরাধ করলেও তাদের কথা প্রকাশিত না হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে৷
মনে হচ্ছে সরকার এতটাই বিপদে আছে যে কেউ তাদের ভাল উপদেশ দিলেও সন্দেহের চোখে দেখে তাদেরকে শত্রু বানিয়ে ফেলছে৷ সরকার চাইছে, সবাই শুধু তাদের কার্যক্রমের প্রশংসা করে আকাশে তুলে রাখুক৷ কোন ধরনের সতর্কবাণী শুনতে তারা প্রস্তুত নয়৷
আসল কারণ হল, সরকার নিজের হাতের আঙ্গুলকেও বিশ্বাস করতে পারছে না৷ এভাবে আর কত দিন! তবে সবচেয়ে ভাল হয়, বিটিভির মত এরকম কিছু প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রেও সরকার পরিচালিত কিছু প্রিন্ট মিডিয়া রেখে বাকি সব পত্রিকা বন্ধ করে দিক৷
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২২
প্রবাসী ভাবুক বলেছেন: সেটাই তো কথা৷ সরকার নিজেও জানে তাদের কৃতকর্মের কথা৷ দেশ যত সংকটেই পড়ুক, একটি নিরপেক্ষ নির্বাচন দেওয়ার সাহস তাদের নেই৷
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৭
ঢাকাবাসী বলেছেন: ক্রিমিনালরাই ভয় পাবে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৩
প্রবাসী ভাবুক বলেছেন: তারা তো অন্যদেরকে ক্রিমিনাল বলে৷ কিন্তু নিজেরাই ভীত৷
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৭
দ্যা আহমেদ মামুন বলেছেন: সবাই ভয় পায় না যারা অন্যায় করে তারাই ভয় পায়। যেমন ছোুট বেলায় ঘরের টাকা চুরি করে হার্ট দূর্বল হয়ে গেছে।