![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
বাংলাদেশে চাকুরীর সর্বোচ্চ বয়সসীমা ৫৭ বছর৷ এর উপরের বয়স্ক মানুষদের অক্ষম হিসেবে বিবেচনা করা হয় বলে চাকুরীতে না রেখে অবসরে পাঠানো হয়৷ বিচারকসহ কোন কোন ক্ষেত্রে বিশেষ বিবেচনায় সর্বোচ্চ ৬৫ বছর পর্যন্ত চাকুরীতে বহাল থাকলেও এরপরে কোন অবস্থাতেই থাকতে পারে না৷ কারণ তারা আর সক্ষম ব্যক্তি হিসেবে বিবেচিত হন না৷
প্রধান দল আওয়ামী লীগ ও বিএনপির প্রধানগণ অনেক আগেই বয়সের ভারে অক্ষম হয়ে পড়েছেন৷ এই অবস্থায় তারা কিভাবে সরকারের সর্বোচ্চ পদে হয় বা হওয়ার চেষ্টা করে? তাও একজন জোর করে ক্ষমতায় তো আরেক জন জোর করে ক্ষমতা থেকে নামাতে ব্যস্ত!
এই বয়সে তারা একটু আরাম আয়েশে নিশ্চিন্ত মনে নাতি নাতনী নিয়ে হাসিঠাট্টা করবে কিনা তারা এখন ব্যস্ত রাজ্যের চিন্তা নিয়ে৷ এমন না যে রাষ্ট্রের জন্য এই দুজন অপরিহার্য৷ বরং রাষ্ট্রের শান্তির জন্য এই দুজনের সরে যাওয়াটাই অপরিহার্য্য হয়ে দাড়িয়েছে৷
মানুষের জীবন ক'দিনের! আর তারা বাঁচবেনই বা ক'দিন৷ মানুষকে কষ্ট না দিয়ে তারা স্বেচ্ছায় সরে দাড়ালে নিজেরাও ভাল থাকত সাথে দেশবাসীও শান্তি পেত৷
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০২
প্রবাসী ভাবুক বলেছেন: শুনবে তো না ই বরং যে শোনানোর চেষ্টা করবে তাকেও বিভিন্ন কুৎসিত উপাধি দিয়ে যত ধরনের সম্ভব অপদস্থ করবে৷
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১০
Parsa_Saifan বলেছেন: ভাই এগুলো আমাদেরও মনের কথা। এ ধরনের পদের জন্য বয়সসীমা বেধেঁ দেয়া উচিত। না হলে হুশ না হারানো পর্যন্ত এরা কোনোদিনও এ পদ থেকে সরবে বলে মনে হয়না ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০০
প্রবাসী ভাবুক বলেছেন: কে বেঁধে দিবে বয়সসীমা? এটাইতো মিলিয়ন ডলার প্রশ্ন৷
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৫
ঢাকাবাসী বলেছেন: কথাগুলো যতই ভাল হোক এরা তা শুনলে তো!