![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
প্রিয়জনদের দূরে রেখে প্রবাসে থাকার যন্ত্রণা যে কত কঠিন শুধুমাত্র ভুক্তভোগী ছাড়া আর কেউ কল্পনাও করতে পারবে না৷ প্রবাসীরা কতটা শারীরিক ও মানসিক যন্ত্রণা ভোগ করে এটা কেউ বুঝতে চায় না৷ বিশেষ করে যে পরিবারের জন্য তারা এতটা কষ্ট করে সেই পরিবারের সদস্যরাও তা ভাবতে চায় না৷ পরিবারের সদস্যদের কাছে একজন প্রবাসী শুধু টাকা উপার্জনের যন্ত্র মাত্র৷
পরিবারের বেশিরভাগ সদস্যরা মনে করে এত পরিমাণ অর্থ যেহেতু আমাদেরকে দিচ্ছে তাহলে তার কাছে নিশ্চয় প্রচুর পরিমান অর্থ রয়েছে৷ তার চেয়েও বড় কথা যে এত উপার্জন করে সে তো খুব সুখী মানুষ৷ তার কারও কাছে হাত পাততে হয় না৷ যত ইচ্ছা নিজের খুশিমতো খরচ করতে পারে৷
একজন প্রবাসী বেশিরভাগ ক্ষেত্রেই অনেক সাশ্রয়ী জীবনযাপন করে৷ বেশিরভাগ ক্ষেত্রেই অর্থ সাশ্রয়ের জন্য অস্বাস্থ্যকর ভাবে একই বিছানায় বা একই ঘরে গাদাগাদি করে ঘুমায়৷ নিজের আয়ের সর্বোচ্চ পরিমাণ অর্থ প্রিয়জনের কাছে পাঠানোর চেষ্টা করে৷
প্রবাসী অনেকে অনন্যোপায় হয়ে যে উপায়ে অর্থোপার্জন করে তা দেশে কোন ইতর শ্রেণীর লোকেও করতে চাইবে না৷ এরপরেও অসম্মানজনক জীবনযাপন, বসের নির্যাতন, বর্ণবাদ ইত্যাদি প্রতিকুল পরিস্থিতির মধ্য দিয়ে চলতে হয় তাদের৷ এর সবই হাসিমুখে বরণ করে নেয় শুধুমাত্র প্রিয়জনদের মুখে হাসি ফুটানোর জন্য৷ প্রিয়জনরা এই কষ্টের সামান্যতম উপলব্ধি করতে পারলেও মনে আর কোন কষ্ট থাকে না৷
প্রবাসীরা শুধু প্রিয়জনদের মুখে হাসি ফুটায় না সাথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতি সচল রাখছে৷ বিদেশে এসে কাজ করায় দেশের বেকার সমস্যার লাঘব ঘটাচ্ছে৷ গার্মেন্টস শিল্পের পর দেশের দ্বিতীয় প্রধান অর্থনৈতিক আয়ের খাত বৈদেশিক রেমিটেন্স৷
নিজেদের ভোগবিলাস বিসর্জন দিয়ে নিঃস্বার্থভাবে প্রিয়জন তথা দেশের উন্নয়নে অবদান রেখে চলেছে এই প্রবাসীরা৷ কিন্তু দেশে ফিরে যথাযথ সম্মানটুকুও পায় না প্রবাসীরা৷ দেশে ফিরেই বিমানবন্দর থেকেই শুরু হয় হয়রানি যা চলতে থাকে সর্বত্র৷
তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্দিষ্ট পরিমান রেমিটেন্স প্রদানকারী প্রবাসীদের ভিভিআইপি মর্যাদা দেওয়ার উদ্যোগ নিলেও নির্বাচিত সরকার ক্ষমতায় আসার সাথে সাথে সবকিছুই মুখ থুবড়ে পড়ে আছে৷
যাদের অবদানে দেশের অর্থনীতি সচল তাদের যথাযথ মূল্যায়নই প্রবাসীদের আরও বেশি উৎসাহিত করবে৷ বিদেশে স্থায়ীভাবে বসবাসকারী অনেক প্রবাসী দেশে বিনিয়োগে উৎসাহি হয়ে উঠবে৷ দেশের উন্নয়ন ঘটবে আরও দ্রুত৷ সেই সুদিনের অপেক্ষায় রইলাম৷
©somewhere in net ltd.