![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
সংবাদে দেখলাম,
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলি ও নির্যাতনে একের পর এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে বলেছেন, এক হাতে তালি বাজে না। বাংলাদেশের লোকজন যদি সীমান্ত পার হয়ে না যায়, তাহলে এ ধরনের ঘটনা ঘটে না।
ভাবছি,
এটা কি বিজিবি প্রধানের বক্তব্য? নাকি বিএসএফ প্রধানের বক্তব্য ভূলে বিজিবি প্রধানের বক্তব্য হিসেবে ছাপা হয়েছে?
পৃথিবীর সব প্রান্তেই মানুষ তার নিজের প্রয়োজনে বৈধ বা অবৈধ পথে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার চেষ্টা করে৷ এজন্য সীমান্তরক্ষী বাহিনী তাদের প্রতিহত করে৷ কিন্তু এভাবে গুলি করে মারে এরকম তথ্য আমার জানা নেই৷ অপরাধীদের ধরে আটক বা হস্তান্তর করা হয় বলেই আমরা জানি৷
বিজিবি সীমান্তে কোন দায়িত্বে নিয়োজিত? নিশ্চয়ই চোরাচালান ও মানব পাচার রোধে তারা দায়িত্ব পালন করে৷ যদি এভাবে অবৈধ ভাবে মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে সেটা বিজিবির ব্যর্থতা৷ এজন্য তো বিএসএফের এরকম হত্যার বৈধতা দিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে পারে না৷
বিএসএফ যেভাবে গুলি করে হত্যা করে তা স্পষ্ট আন্তর্জাতিক আইনের লঙ্ঘন৷ তাছাড়া একটি বন্ধু রাষ্ট্রের মানুষদের এভাবে হত্যা করার নজির পৃথিবীতে দ্বিতীয়টি নাই৷ বিজিবি প্রধানই যদি এভাবে হত্যাকে যৌক্তিক বৈধতা দেয় তাহলে বিএসএফ তো মহানন্দে হত্যাযজ্ঞে শামিল হবে৷
ভাবছি,
দেশ পরিচালনায় প্রতিটি সেক্টরে দেশপ্রেমিক লোকের বড়ই অভাব৷ এভাবে একটি দেশ সঠিক পথে চলতে পারে না৷
©somewhere in net ltd.