![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
বিচার ব্যবস্থা বর্তমানে শুধু ধনী, প্রভাবশালী এবং সরকারি দলের দখলে৷ আর বাকী সবার জন্য বিচার ব্যবস্থা এক নিপীড়নের নাম৷ এদের যেন বিচার পাওয়ার অধিকার নাই৷
কাউকে যদি হত্যাও করা হয় কিছু হবে না যদি আপনার অর্থ না থাকে; আপনি যদি প্রভাবশালী না হন; আপনি যদি সরকারি দলের লোক না হন৷ পুলিশ আপনার অভিযোগও নিবে না৷ আপনি অভিযোগ দায়ের করতে গেলে আপনাকে অপমান করে তাড়িয়ে দিবে পুলিশ৷
আমরা সাম্প্রতিক কয়েকটি আলোচিত হত্যা ঘটনায় দেখতে পাই৷ রাজন হত্যার পর রাজনের পিতা থানায় অভিযোগ দায়ের করতে গেলে থানার এসআই অভিযোগ তো গ্রহণ করেনি সাথে তাকে অপমান করে তাড়িয়ে দেয়৷ মিলন হত্যাও তৎকালিন সময়ে অত্যন্ত আলোচিত হওয়া সত্ত্বেও ৪ বছরে পুলিশ তার তদন্ত প্রতিবেদন পর্যন্ত প্রকাশ করে নাই৷
যে মামলা দুটির কথা বললাম তা, দেশের সবচেয়ে আলোচিত হওয়ার কারণ হত্যা দুটি করার ভিডিও ফুটেজ রয়েছে৷ যদি এত আলোচিত ও তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও মামলার এই পরিস্থিতি হয়ে থাকে, তাহলে অন্য হত্যা মামলার কথা না বললেও চলে৷ আর অভিযোগগুলো যদি হত্যার মত গুরুতর না হয়ে থাকে তাহলে শুধুমাত্র নীরবে কাঁদা ছাড়া সাধারণ মানুষের আর কোন উপায় নেই৷
২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২৪
প্রবাসী ভাবুক বলেছেন: দেশে অহরহ এরকম ঘটনা ঘটছে কিন্তু দেখার কেউ নাই৷যেমন পারছে চালিয়ে যাচ্ছে৷ যার সামর্থ্য নাই সে নিয়মিত মার খাচ্ছে৷
২| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২৩
মাঘের নীল আকাশ বলেছেন: কিছুই হবে না...এদেশের কিছুই হবে না...আমরা যেমন, আমাদের পুলিশ তেমন, আমাদের ডাক্তার তেমন, আমাদের আমলা তেমন, আমাদের নেতারাও তেমন!
২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২৬
প্রবাসী ভাবুক বলেছেন: সাধারণ মানুষ সবাই তো আর খারাপ না৷ বরং বেশিরভাগই ভাল৷ কিন্তু তারা প্রভাবশালীদের চাপে অসহায়৷
৩| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১:০৯
চাঁদগাজী বলেছেন:
পুলিশ এবং বিচারকদের অন্য দেশ থেকে আনা হয়নি, এরা জাতির শিক্ষিত অংশ।
সরকার, বিরোধীদল মিলে এদের এই অবস্হা করেছে।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:০৯
ঢাকাবাসী বলেছেন: এরকম ঘটনা শত শত আছে, কিচুই করার নেই।