![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
মায়ের মমতা ভরা হাসির মধ্যে নেই কোন লোভ, নেই কোন প্রাপ্তির আশা, নেই কোন ঈর্ষা৷ যা আছে তার পুরোটাই সন্তানের প্রতি মায়ের ভালবাসা৷ মায়ের হাসিটা সম্ভবত পৃথিবীর সবচেয়ে পবিত্র হাসি৷ আর কারও হাসি নিখাদ নাও হতে পারে৷
মায়ের মুখে হাসি ফোটানো পৃথিবীর সবচেয়ে সহজ কাজ৷ সামান্য প্রাপ্তি, সন্তানের সামান্য যত্নই মায়ের সন্তুষ্টির জন্য যথেষ্ট৷ সন্তানের সুখেও মায়ের মুখে হাসি ফোটে৷
পিতাও তার জীবনের সকল কষ্ট সহ্য করে হলেও সন্তানকে সুখী রাখতে চায়৷ সন্তানের উজ্বল ভবিষ্যতের জন্য যেকোন কিছু করতে প্রস্তুত থাকে৷ শুধু সন্তানের লালনপালনের জন্য পৃথিবীর নিকৃষ্টতম কাজ করতেও প্রস্তত থাকে পিতামাতা৷
সন্তানের কোন সুখবরে পৃথিবীর সবার চেয়ে বেশি খুশি হন পিতামাতা৷ পিতামাতাকে খুশি করার মত সহজ কাজ সম্ভবত পৃথিবীতে আর কোনটিই নাই৷ তাদের কোন কিছু দিতে না পারলেও শুধু সেবার মানসিকতা দেখালেই তারা সন্তুষ্ট৷ অথচ আমরা অনেকেই এই সহজ কাজটিকেই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ মনে করে ফেলি৷ পিতা মাতাকে আমরা বৃদ্ধাশ্রমে দিতেও কুন্ঠাবোধ করি না৷
অনেক সময় স্ত্রী সন্তানদের স্বাচ্ছন্দ্যে রাখার জন্য পিতামাতাকে কষ্ট দিই৷ একবারও কি ভাবি আমার পিতামাতাও আমি যেমন আমার সন্তানকে ভালবাসি তারাও তেমন আমাকে ভালবাসে৷ বৃদ্ধ বয়সে তাদেরকে যেন অসহায়ের মত দূরে ঠেলে না দিই৷
সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেককেই যেন এই অনুধাবন শক্তি দান করে৷
০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৯
প্রবাসী ভাবুক বলেছেন: আমিন! ধন্যবাদ আপনাকে৷
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৬
সুমন কর বলেছেন: সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেককেই যেন এই অনুধাবন শক্তি দান করে৷
আমিন।