![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
দেশে যতজন শিক্ষার্থী প্রতিবছর এইচএসসিতে এপ্লাস পায় তার আট ভাগের এক ভাগ পাবলিক বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হতে পারে৷ অন্য এ গ্রেড বা নিচের গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীদের কথা তো বাদই দিলাম৷
মাল মন্ত্রীর কাছে আবেদন, বাকীদের ভর্তির সুযোগ দিন৷ না হয় ভ্যাট না বসিয়ে বরং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তুকী দিয়ে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদেরও পড়াশুনার সুযোগ করে দিন৷
দেশের বাজেট ঘাটতি পূরণের জন্য যারা দেশের ভবিষ্যৎ তাদের গড়ার জন্য শিক্ষার মত গুরুত্বপূর্ণ বিষয়ে ভ্যাট দিতে হয়৷ অথচ মন্ত্রী এমপিরা শুল্কমুক্তভাবে বিলাসবহুল গাড়ি আমদানী করে৷ শিক্ষার্থীদের বাপের টাকা আছে বলে পড়াশুনা করতে হলে ভ্যাট দিতে হবে৷ তাহলে মন্ত্রী-এমপিরা কি খয়রাতি হয়ে গেল নাকি যে আরাম আয়েস করার করার জন্য তাদের জন্য শুল্কমুক্ত গাড়ি থাকবে?
শুল্কমুক্ত গাড়ী আমদানির সুযোগ অবিলম্বে বন্ধ করতে হবে। বাংলাদেশে যখন বাজেট ঘাটতি পূরণের জন্য শিক্ষার মত মৌলিক অধিকারের উপর ভ্যাট আরোপ করা হচ্ছে তখন ভ্যাট না দিয়ে এমপি-মন্ত্রীদের গাড়ী আমদানি এই দেশের জন্য বিলাসিতা ছাড়া আর কিছুই না।
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৩
প্রবাসী ভাবুক বলেছেন: নিজেরা আরাম আয়েশের জন্য কোটি কোটি টাকার শুল্ক ফাঁকি দেয় আর শিক্ষাগ্রহণ করতে ভ্যাট দিতে হয়৷ কত্তবড় অবিচার ভাবতেই অবাক লাগে৷
আপনাকে ধন্যবাদ AmeeMisirAli ভাই
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫
ঢাকাবাসী বলেছেন: এত অন্যায় অবিচারের দেশ আর কোথাও খুঁজে পাবেনাকো।
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২০
প্রবাসী ভাবুক বলেছেন: অনেক মা বাবা আছে নিজের সহায় সম্পদ বিক্রি করে, ধার দেনা করে, অনেক সময় একবেলা না খেয়ে থেকে সন্তানের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে বেসরকারি বিশ্বিদ্যালয়ের পড়ায়৷ তাদের কষ্টটা কেউ বুঝতে চায় না৷
আপনাকে ধন্যবাদ ঢাকাবাসী ভাই
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: শুল্কমুক্ত গাড়ী আমদানির সুযোগ অবিলম্বে বন্ধ করতে হবে। বাংলাদেশে যখন বাজেট ঘাটতি পূরণের জন্য শিক্ষার মত মৌলিক অধিকারের উপর ভ্যাট আরোপ করা হচ্ছে তখন ভ্যাট না দিয়ে এমপি-মন্ত্রীদের গাড়ী আমদানি এই দেশের জন্য বিলাসিতা ছাড়া আর কিছুই না।
এবং গাড়ীর মূল্য সাধারন মানের চেয়ে বেশি বরাদ্ধ দেয়া চলবে না। সর্বোচ্চ ৫ লাখ টাকা দামের সাধারন গাড়ীতে চড়তে হবে।! যদি প্রকৃত দেশপ্রেম থাকে! আর যদি দেশপ্রেম আর চেতনা বানিজ্যের জন্যই হয় তবে ভিন্ন কথা!
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২০
প্রবাসী ভাবুক বলেছেন: দেশপ্রেম বলতে তাদের কাছে শুধু জনগণকে ধোঁকা দেওয়ার উছিলা মাত্র৷ আমরা এমন একটি দেশের নাগরিক যেখানে মন্ত্রী এমপিদের জন্য বিলাসবহুল গাড়ির উপর ট্যাক্স দিতে হয় না অথচ শিক্ষা একজন মানুষের মৌলিক অধিকার এবং রাষ্ট্রের যেখানে দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে শিক্ষার দায়িত্ব নেওয়ার কথা সেই বেকার শিক্ষার্থীদের ভ্যাট দিয়ে পড়াশুনা করতে হয়৷ অদ্ভুত এক দেশের বাসিন্দা আমরা৷
আপনাকে ধন্যবাদ বিদ্রোহী ভৃগু
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
চাঁদগাজী বলেছেন:
বিনা শুল্কে গাড়ী এনে এরা জাতিকে ঠকাচ্ছে; প্রাইভেটেরা না পড়ায়ে, জাতিকে খোঁড়া বানাচ্ছে।
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪০
প্রবাসী ভাবুক বলেছেন: পাবলিক বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট পরিমাণ আসন থাকলে এবং সেশন জট না থাকলে নিশ্চয়ই অনেকেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেত না৷ আমার পরিচিত অনেক মধ্যবিত্ত পরিবারের ছেলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ায় অনেক কস্ট করে অর্থ জোগাড় করিয়ে সন্তানকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াতে দেখেছি৷ আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় যদি না পড়ায় সেইটা দেখার দায়িত্ব সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের৷ কিন্তু শিক্ষার উপর ভ্যাট আরোপ সম্পূর্ণ অযৌক্তিক ও অনৈতিক৷
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৯
সচেতনহ্যাপী বলেছেন: শুধু কথিত মন্ত্রীই নন,পুরো সরকারের কাছেই চাওয়া- বাকীদের ভর্তির সুযোগ দিন৷ না হয় ভ্যাট না বসিয়ে বরং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তুকী দিয়ে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদেরও পড়াশুনার সুযোগ করে দিন৷।।
আর বন্ধ করুন আবোল-তাবোল বলা।। একটা দিন পতাকাবিহীন গাড়ি ছাড়া চলে দেখুন।। শিশু আর ব্যাংয়ের খেলা খেলবেন না।। আমরা অপমানিত বোধ করছি,যদিও এর সংজ্ঞা জানেন বলে মনে হয় না।।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২২
প্রবাসী ভাবুক বলেছেন: সাধারণ মানুষের কথা ভাববার মত সময় তাদের নাই৷ যেকোন উপায়েই শুধু সরকারের আয় বাড়ানোতে ব্যস্ত৷ সেটা অনৈতিক ভাবে হলেও তাদের কিছু যায় আসে না৷
ধন্যবাদ সচেতনহ্যাপী ভাই
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৮
আমিই মিসির আলী বলেছেন: যথার্থ বলেছেন।