![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
বেকার জীবন অনেক কঠিন৷ আজ হঠাৎ করে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখে সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল, যখন নিয়োগ বিজ্ঞপ্তি দেখলেই খুব আগ্রহের সাথে পড়তাম৷ দেখতাম চাকরিটা আমার যোগ্যতার সাথে সামঞ্জস্য হয় কি না৷
আমার জীবনের সেই দিনগুলোর কথা মনে পড়লে কেমন জানি লাগে৷ আমি যদিও খুব একটা বেকার জীবন পার করিনি, তবে প্রাথমিক পর্যায়ে নিজের পছন্দমতো চাকরি না হওয়ায় সব সময় চাকরির বিজ্ঞপ্তি দেখতাম যদি নিজের চলমান চাকরিটা থেকে আরও একটু ভাল চাকরি জুটে৷
এখন আর চাকরি খুঁজি না৷ তবে বেকারদের কষ্টটা ঠিকই মনে মনে অনুভব করি৷ আমার সেই সময়কার দিনগুলো অনেক কষ্টের ছিল৷ মনে হয় দেশে কত লক্ষ লক্ষ বেকার আমার সে সময়কার মতো মনের মধ্যে কষ্ট পুষে চাকরির খোঁজে দৌড়াচ্ছে৷ কিন্তু যোগ্যতা অনুযায়ী চাকরি না পেয়ে হতাশায় দিনাতিপাত করছে৷
আমাদের দেশের পরিস্থিতি অনুযায়ী হয়ত খুব ভাল চাকরি পাওয়া সহজ ব্যাপার নয়৷ তবে হতাশ হওয়ার কিছু নাই৷ চেষ্টা করতে থাকলে একটা সময় যোগ্যতা অনুযায়ী নিজ গন্তব্যে পৌছানো সম্ভব৷ হয়ত কেউ একটু আগে আবার কেউ গন্তব্যে পৌছানোর অপেক্ষায়৷
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৬
প্রবাসী ভাবুক বলেছেন: আমিওতো এরকম জীবন যাপন করেছি একসময়৷ এই সময়টা অনেক কষ্টের৷ কারও সামনে যেতেও ইতস্তত লাগে না জানি আবার কি কাজ করি সেটা জিজ্ঞাসা করে বসে৷ কিন্তু হতাশ হওয়ার কিছু নেই৷ রাত যত গভীর হয় দিন ততই নিকটবর্তী হতে থাকে৷
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৩
মানবী বলেছেন: জীবনের সাফল্যকে ছুঁয়েও স্ট্রাগলারদের কথা মনে রেখেছেন ও তাঁদের উৎসাহিত করছেন দেখে ভালো লাগলো।
সুন্দর ভাবনার জন্য ধন্যবাদ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৭
প্রবাসী ভাবুক বলেছেন: আসলে মনে সবারই পড়ে৷ তবে অনেকে নিজের কষ্টের অতীতকে মানুষের সামনে প্রকাশ করতে লজ্জা পায়, অনেকে নিজের অতীত বললে নিজে মানুষের সামনে ছোট হয়ে যাবে বলে বলতে ভয় পায়৷ আমি আসলে পিছনের কষ্টের অতীত স্মরণ করে নিজেকে এবং সেই সাথে অন্যকেও উৎসাহিত করতে পছন্দ করি৷
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৮
ঢাকাবাসী বলেছেন: বাস্তবধর্মী লেখা, ভাল লেগেছে।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৫
প্রবাসী ভাবুক বলেছেন: পড়া, ভাল লাগা এবং মন্তব্য প্রকাশের জন্য ধন্যবাদ৷
৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২২
ডার্ক ম্যান বলেছেন: ধৈর্য্য ধরতে ধরতে জীবন বিতৃষ্ণা হয়ে উঠে
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪০
প্রবাসী ভাবুক বলেছেন: আমি প্রায় ৯ বছর যাবত স্টুডেন্ট ভিসায় বিদেশ আসার জন্য চেষ্টা করে সফল হয়েছি৷ মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় বিভিন্ন সময়ে চেষ্টা করেও যাবতীয় রিকয়্যারমেন্ট পূর্ণ করতে না পারায় উচ্চ মাধ্যমিকের পর থেকে চেষ্টা করতে করতে মাস্টার্স শেষ করে চাকরি করেছি কয়েক বছর৷ এরপর নিজের উপার্জিত অর্থ খরচ করে বিদেশে এসেছি৷
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৩২
গুলশান কিবরীয়া বলেছেন: বেকার জীবন সম্পর্কে কোন আইডিয়া নেই , তবে আপনার লেখাটি খুব ভালো লাগলো । সুন্দর অনুভূতি আপনার ।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩
প্রবাসী ভাবুক বলেছেন: বেকার জীবন না কাটালে আপনি খুব সৌভাগ্যবান৷ কারণ এটা অনেক কঠিন ও অসহনীয়৷
মন্তব্যের জন্য ধন্যবাদ৷
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩
সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: অসহ্য লাগছে জীবন
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৩
প্রবাসী ভাবুক বলেছেন: ভাই এটা সব বেকারের ক্ষেত্রেই প্রযোজ্য৷ বিশেষ করে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আশা ছেলেমেয়েদের জন্য সবচেয়ে কষ্টকর৷তবে আপনি একা নন৷ এরকম লক্ষ কোটি বেকার রয়েছে এবং একটা সময় প্রত্যেকেই তার গন্তব্যে অথবা তার কাছাকাছি পৌঁছাতে পারে৷ সুতরাং হতাশ হওয়ার কিছু নাই৷ চেষ্টাই আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে আশা করা যায়৷
৭| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৮
Azizul Hoque বলেছেন: চেষ্টাই গন্তব্যে পৌছে দিবে।আর চেষ্টাই করে যাচ্ছি।আল্লাহ সহায়।
০২ রা অক্টোবর, ২০১৫ রাত ২:৪৮
প্রবাসী ভাবুক বলেছেন: যে চেষ্টা করে আল্লাহ তার সহায় হয়৷ চেষ্টা চেষ্টা চালিয়ে যান৷ সফল হবেন, ইনশা আল্লাহ
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৬
অতৃপ্ত আত্মা ঁ বলেছেন: ভাই কত কষ্ট নিয়ে বেঁচে অাছি তা আমরা বেকারদের মতো আর কেবা জানে।
রোজার ঈদেও বাড়ী যাইনি এই ঈদেও যেতে পারিনি ।
সহানুভূতির জন্য ধন্যবাদ!