![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
ঢাকা বিমানবন্দরে আজ একটি বিমান থেকে ৩৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে৷ যার আনুমানিক মুল্য ১৯ কোটি টাকা৷ শুধু আজই নয়৷ হযরত শাহ জালাল বিমানবন্দর থেকে স্বর্ণ উদ্ধার একটি নিয়মিত ঘটনা৷
হয়ত পরবর্তীতে সাধারণ জ্ঞান পরীক্ষায় এমন প্রশ্নও আসতে পারে যে, পৃথিবীতে সবচেয়ে বেশি স্বর্ণ পাওয়া যায় কোথায়? উত্তরটি কি হবে জানেন? উত্তরঃ হযরত শাহ জালাল বিমান বন্দরে!
এত স্বর্ণ উদ্ধারের পর এই স্বর্ণ কোথায় যায় কি হয় এখবর আমরা না জানলেও এই বিমান বন্দর যে স্বর্ণ চোরাচালানের একটি বড় রুট তা বলতে হয়ত বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নাই৷ নিয়মিত স্বর্ণ ধরা পড়ার পরও যেহেতু স্বর্ণ পাচারকারীরা থেমে নেই সেহেতু ধরে নেওয়া যায় যে, পাচারকারীরা তাদের ব্যবসায়ে এই সামান্য পরিমাণ স্বর্ণ ধরা পড়াকে তোয়াক্কা করে না৷
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৫
প্রবাসী ভাবুক বলেছেন: আমরা তো যুদ্ধ নিয়মিত করেই চলেছি৷ হয়ত ক্ষেত্র ভিন্ন৷ এই যুদ্ধের শেষ কোথায় আমরা নিজেরাও জানি না৷
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৭
অগ্নি সারথি বলেছেন: চাঁদগাজী বলেছেন: জাতির ৩০% মানুষ মাফিয়া, চোর ডাকাতে পরিণত হয়েছে; সামনে বিরাট যুদ্ধ আসছে। - সহমত।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৬
প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ! শুভকামনা রইল৷
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৯
আজাদ মোল্লা বলেছেন: অনেক চিন্তার ব্যাপার রে ভাই ,
সোনা গেলো কোথায় ?
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ২:১০
প্রবাসী ভাবুক বলেছেন: যে টুকু দেশে রয়ে যাচ্ছে সেটুকু নিয়ে চিন্তার মাঝে রাখছে আমাদের পাঁচার হচ্ছে যে পরিমাণ ঐটুকু নিয়ে চিন্তার সুযোগই দিচ্ছে না আমাদের হয়ত৷
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৫
প্রামানিক বলেছেন: হয়ত পরবর্তীতে সাধারণ জ্ঞান পরীক্ষায় এমন প্রশ্নও আসতে পারে যে, পৃথিবীতে সবচেয়ে বেশি স্বর্ণ পাওয়া যায় কোথায়? উত্তরটি কি হবে জানেন? উত্তরঃ হযরত শাহ জালাল বিমান বন্দরে!
চমৎকার কথা বলেছেন। ধন্যবাদ
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
প্রবাসী ভাবুক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর মুল্যায়নের জন্য৷
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৬
রিকি বলেছেন: আমি সামনের বার চাকরির পরীক্ষায় গেলে মাস্ট এটাই দিয়ে আসব
হয়ত পরবর্তীতে সাধারণ জ্ঞান পরীক্ষায় এমন প্রশ্নও আসতে পারে যে, পৃথিবীতে সবচেয়ে বেশি স্বর্ণ পাওয়া যায় কোথায়? উত্তরটি কি হবে জানেন? উত্তরঃ হযরত শাহ জালাল বিমান বন্দরে!
এত গোল্ড জোহার্নেসবাগেও আর বছর কয়েক পরে থাকবে বলে মনে হয়না !!!!
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
প্রবাসী ভাবুক বলেছেন: চাকুরির পরীক্ষায় আসলে এই উত্তর দিতে পারেন৷ তবে পাশে অবশ্যই পাশে কারণটা উল্লেখ করবেন৷ আর ব্যাখায় ভুলেও সরকার বা প্রশাসনের ব্যর্থতা উল্লেখ করবেন না৷ তাহলে হিতে বিপরীত হয়ে যেতে পারে৷
৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৭
ইকরাম বাপ্পী বলেছেন:
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪২
প্রবাসী ভাবুক বলেছেন: আপনার খুশিতে আমিও আনন্দিত৷
৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: এমনও শূনেছি ইচ্ছা করেই একদিকে বড় চালান ধরা খাওয়ায়- অন্র রুটে নিরাপদে তার ১০ গুন পাচার করার জন্য!!!এটা চক্রের মতো চলতেই থাকে!
আর ধরা খাওয়া সোনার হিসাব কে রাখে??
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১০
প্রবাসী ভাবুক বলেছেন: এটা নিশ্চিত যে এই রুটে নিয়মিতই স্বর্ণ পাচার হয় এবং যা ধরা পড়ে তা পাচারের তুলনায় অতি নগণ্য৷ এজন্যই হয়ত ধরা পড়ার পরও নিয়মিত এই চোরাচালান থামছে না৷
পঠন ও মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ৷
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৯
চাঁদগাজী বলেছেন:
জাতির ৩০% মানুষ মাফিয়া, চোর ডাকাতে পরিণত হয়েছে; সামনে বিরাট যুদ্ধ আসছে।