![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই সমাজ পচা গলা এই সমাজ ভাঙতে হবে। ভাঙতে গেলে লড়াই হবে। সেই লড়াই এ জিততে হবে।সমাজের প্রত্যেকটি অপ্রত্যাশিত ঘটনার জন্য আমার উপর ও সে দায় পরে।
হা হা হা শাহাবাগের এই ঘটনাকে বিগ ব্যাং বলা যায় ব্লগার দের প্রত্যাশা ছিল এমন টাই। আমাদের প্রত্যাশা এ আন্দোলন থেকে সারা দেশের অলি তে গলিতে হাটে বাজারে রাস্তা গাটে এই আন্দোলন ছড়িয়ে দিতে হবে। এই আন্দোলনের শুরু টা হয়ত আমরা বলতে পারবো কিন্তু কখন শেষ হয় তা আমরা বলতে পারব না । কিন্তু আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজ পথ ছাড়বনা।
তাই শাহাবাগের এই মহা বিস্পরন কে ছড়িয়ে দিন রাজাকার মুক্ত বাংলাদেশ গঠন করেন।
©somewhere in net ltd.