![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই সমাজ পচা গলা এই সমাজ ভাঙতে হবে। ভাঙতে গেলে লড়াই হবে। সেই লড়াই এ জিততে হবে।সমাজের প্রত্যেকটি অপ্রত্যাশিত ঘটনার জন্য আমার উপর ও সে দায় পরে।
আজ সমাবেশের কর্মসূচী শুনে আমার কিছু প্রশ্ন .............
আন্দোলন থমকে দিতে হবে এটা সরকারের পক্ষ থেকে কি চাপ দিয়ে বলা হয়েছে ?
আর চালানো যাবে না, আমাদের পরালেখা সমস্যা, বাবস্যা বাণিজ্যের সমস্যা এসব কি
কেও বলেছে? যারা শ্লোগান দেয় নাকি বলছে আমাদের গলায় শক্তি নাই ?
ঘোষণা দেওয়ার আগে কি সাধারন মানুষের মতামত নিয়ে চিল কি?
রাস্তা বন্ধ আজ ১১ দি আর কত দিন মানুষের কষ্ট হবে, নাকি এটা চিন্তা করে ?
যাদের এটা সিদ্দান্ত তাদের কে বলছি, আমরা গালাগালি করবোনা আপনাদের প্রতি ঘৃণা দেখাবনা,
একবার বলছি পেছনে ফিরে তাকান দেখুন শুনুন মানুষ কি করে, কি চায়,
কি তার অনুভুতি, মনে রাখুন আন্দোলন শুরু করার সময় এত মানুষ ছিল না,
আপনাদের দিঢ়তা দেখে মানুষের সমাগম বাড়ছে , তাই বলে কার বাক্তি পূজা করতে
আসেনা, আন্দোলন কারিদের মধ্যে এমন অনেকে আছে যতদিন দরকার তারা এখানে
থাকবে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যাবেনা, চাকরি বাকরি বাবস্যা বাণিজ্য তে যাবে না,
কেন তাদের এত আভেগ টাকার আসায় আকে বারে না , তাদের মন খুলেছে মনুসত্তের
দুয়ার খুলেছে, বিভেক জাগ্রত হয়েছে, তারা আর পিচু হাটতে চায় না, আমরা যাদের
বিরুদ্দে আন্দোলন করছি তারা কি পিচু হাঁটছে না না না , তারা মরে কিন্তু পিচু হাটে না,
কিন্তু তারা অন্যায়ের , ভুলের পক্ষে আন্দোলন করে এত সাহস থাকতে পারে, আমাদের
সত্যের, মুক্তিযুদ্ধের, পক্ষে আন্দোলন করতে তার চেয়ে বেসি সাহস পাব না ?
এ কেমন করে হয় যাদের কারণে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি স্বাধীনতা পেয়েছি
দেশ পেয়েছি তাদের আমরা এত সহজে ভুলে যাব। যে ঝর গত ৪২ বছরে কেও তুলতে
পারে না, মানুষের আকাঙ্খা তুলে দরতে পারে না , তা অনেক পরে হলেও আজ তরুন
সমাজ সবার সামনে এনেছে তা সবাই সদরে গ্রহন করেছে উৎসাহ দিয়েছে আশার আলো
জাগিয়েছে, তা আমরা ভুলে যাব এত সহজে ?
আন্দোলনকারিরা এত সহজে শাহবাগ থেকে চলে যেতে চায় না। তারা থাকতে চায়
নিঃস্বার্থে, আশা করি বুঝবেন। গনমানুষের মনের কথা।
©somewhere in net ltd.