নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজনীতি বিশ্লেষণ

আমি কার পক্ষে নই, আমি সেই পক্ষে, যে পক্ষে ঘুমিয়ে আছে ৩০ লক্ষ শহীদ

রাজনীতি বিশ্লেষণ

এই সমাজ পচা গলা এই সমাজ ভাঙতে হবে। ভাঙতে গেলে লড়াই হবে। সেই লড়াই এ জিততে হবে।সমাজের প্রত্যেকটি অপ্রত্যাশিত ঘটনার জন্য আমার উপর ও সে দায় পরে।

রাজনীতি বিশ্লেষণ › বিস্তারিত পোস্টঃ

আমরা কি স্বাধীন ?

০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৫:৫২

স্বাধীনতার মাস এলো হিসেব করলে দেখা যায় আমরা কত টুকু স্বাধীন ?

এই স্বাধীনতার মাসের প্রথম দিন থেকে আতঙ্ক শুরু হল (ভাষার পুরু মাস ছিল) এর শেষ কোথায় ? কেও কি জানে? কারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে ? কাদের জন্য মানুষ ঘর থেকে বের হলে বাসার মানুষের আতঙ্কে থাকা লাগে ?

মানুষ ঘরে বসে থাকে আতঙ্কে কারো প্রতি স্রদ্ধায় না, মানুষ ঘরে বসে থাকে ভয়ে কারো হরতাল মানার জন্য না, এই সময়টা বাংলাদেশের জন্য কালো অধ্যায় । বাংলাদেশের জন্য কালো একটি ঘটনা রাজাকারের পুনুরুথান ইতিহাসের বর ন্রিসিংস হত্যা কাণ্ড যারা ঘটিয়ে ছিল যারা, ৭১ এ এই বাংলাদেশের মানুষ হয়ে বাংলাদেশের মানুষকে ধর্মের নাম দিয়ে লাখ লাখ মানুষের প্রান হারিয়েছিল। সেই তারাই আজ ৪২ বছর পর আবার একইরকম রকম ভাবে আবার ধর্মের নামে মানুষকে ভিবক্ত করার অপচেষ্টা শুরু করছে। শুধু মাত্র মিছিল, মিটিং, সমাবেশ, অবরোধ, হরতাল নয় তারা আমাদের শহীদ মিনার আমাদের রক্তে অর্জিত পাওয়া লাল সবুজের পতাকা সেটা তারা ছিরে পেলেছে এতেই বুজা যায় তাদের চাওয়া কি? তারা চায় এই দেশ টা কে আবার পাকিস্তান বানাতে, কারন তারা ৭১ রে পারেনি সে লরাই তারা আজও থামাই নি । বাংলাদেশে রাজাকারের পুনুরুথানের জন্য এই স্বাধীন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উপর দায় বার পরে। তাই এই দেশ টাকে যদি পাকিস্তান বানাতে না চান তাহলে রাজাকার এবং তাদেরকে যারা বিভিন্ন সময় যারা আশ্রয় প্রস্রয় দিয়েছে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। নইলে আমার ৩০ লক্ষ ভাইয়ের রক্তে ভরা এই বাংলাদেশ আবার ধ্বংস হয়ে যাবে, ধ্বংস করে দিবে।



অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করুন,

প্রতিরোধ না করলে নইতিকতা রক্ষা করা যায় না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.