নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজনীতি বিশ্লেষণ

আমি কার পক্ষে নই, আমি সেই পক্ষে, যে পক্ষে ঘুমিয়ে আছে ৩০ লক্ষ শহীদ

রাজনীতি বিশ্লেষণ

এই সমাজ পচা গলা এই সমাজ ভাঙতে হবে। ভাঙতে গেলে লড়াই হবে। সেই লড়াই এ জিততে হবে।সমাজের প্রত্যেকটি অপ্রত্যাশিত ঘটনার জন্য আমার উপর ও সে দায় পরে।

রাজনীতি বিশ্লেষণ › বিস্তারিত পোস্টঃ

মাননীয় বিরোধীদলীয় নেত্রীর কাছে খোলা চিঠি।

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৫৫







সালাম নিবেন আশা করি ভালো আছেন আর ভালো থাকারি



কথা কারন সিঙ্গাপুর গিয়েছিলেন চিকিৎসা নেওয়ার জন্য



সেখান থেকে সুস্থ হয়ে দেশে ফিরেছেন এটাই আমাদের আশা।



আপনি তো বিদেশ থেকে সুস্থ হয়ে পিরেছেন এবার আমাদের



দেশে ভালো থাকতে দিন(অনুরোধ) । আমরা সবাই জানি



জিয়াউর রাহমান মুক্তিযুদ্ধা ছিল আপনি তার স্ত্রি এক কথায়



আপনি একজন মুক্তিযুদ্ধার স্ত্রি, আমাদের আশা আপনার



নজর সবসময় শহীদ মুক্তিযুদ্ধারদের দিকে থাকবে এবং ৭১



এ যাদের নেত্রিত্তে আমাদের দেশে গন হত্যা সংগঠিত হয়ে



ছিল তাদের বিচার আজ ৪১ বছর পর শুরু হয়েছে আপনার



ধন্যবাদ দেওয়ার কথা । আমরা পাইনি আমরা হতাশ কিন্তু



আখানেই শেষ নয় , আপনি সরাসরি জনসবায় জামাত



নেতাদের নাম উল্লেখ করে বলেন তাদেরকে বিনা অপরাধে



ধরে নিয়ে গেছে। আমরা হতাশ। সারা দেশ জুড়ে যখন



যুদ্ধাপরাধীর বিচারের জন্য জাতীয় ঐক্য গড়ে উঠেছে ঠিক



তখন আপনি তাদের সমর্থনে হরতাল আহ্বান করলেন ,



আমরা হতাশ।

কিন্তু আপনার দল থেকে যুদ্ধাপরাধীর বিচার নিয়ে কোন



পরিষ্কার ধারনা পাইনি , কখনও বলেছেন আমরা



যুদ্ধাপরাদির বিচার চাই কিন্তু সেটা সবার কাছে গ্রহণযোগ্য



হতে হবে। আবার বলেছেন তারা নির্দোষ , আবার বলেছেন



ক্ষমতায় গেলে এই ট্রাইব্যুনাল ভেঙ্গে দিবেন নতুন ট্রাইব্যুনাল



গঠন করবেন সেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে কি ? বেগম



জিয়া একটু চিন্তা করুন সব হিসেব তো ভোটের জামাত চারা



কি আপনি সরকার গঠন করতে পারবেননা , নাকি পারেন



না?

জামাত যদি হরতাল ডাকে সেই হরতালে আপনার সমর্থন



দেখে আমরা আরও একবার হতাশ হই।

আবার চিন্তা করুন জামাত আপনার সাথে থাকলে ভোটের



অংকে লাভবান হয় কে বেশি আপনি না জামাত?

আবার চিন্তা করুন জামাত আপনার সাথে কতদিন থাকবে?



আজীবন? তারা কি আপনাকে চেড়ে যাবেনা? নাকি



আপনি তদের কে ছাড়বেন না?

আকদিন আপনি চাইলেও তাদের কে ধরে রাখতে পারবেননা



কারন তারা আছে নিজেদের স্বার্থ কায়েম করার জন্য ,



তারা আছে এই জন্য তাদের একটা ছায়া দরকার আপনার



সাথে না থাকলে অন্য কোন ক্ষমতাসীন দলের সাথে থাকত



নয়ত তাদের রাজনীতি পরিচালনা করতে পারবেনা। আবার



চিন্তা করুন যদি ভোট যুদ্ধে আপনার সাথে জামাত না থাকে



আপনি কতটি আসন হারাবেন তা কোন দিন হিসেব



করেছেন? আজ যখন সারা দেশ একদিকে জামাত



একদিকে, সঙ্গাতময় পরিস্থিতি ঠিক তখন আপনি এমন



এক সিদ্ধান্ত নিলেন যাতে আপনাকে বাংলার মানুষ চিনতে



ভুল না করে আপনি আনুষ্ঠানিক ভাবে তাদের বিচারের বিপক্ষে



না গেলেও আপনার অবস্থান পরিষ্কার করলেন যে আপনি



যুদ্ধাপরাদির বিচার চান না। কিন্তু সরাসরি বলতে আপনার



অনেক ভয় হয়। বেগম জিয়া সাপ নিয়ে খেলবেন না, এই



সাপ হয়ত আপনাকে কামড়াবে। এই বিচার স্বাধীন বাংলার



কলঙ্ক মোচনের বিচার, এই বিচার আপনি বাধা দিয়ে



আপনি কলঙ্কিত হবেন না,আজ হয়ত আপনি পার পেয়ে



যাবেন কিন্তু ইতিহাস একদিন আপনাকে কাট ঘোরায় দার



করাবে, ইতিহাসে আপনি খলনায়ক হিসেবে থাকবেন। তাই



বলি আপনি তো দেশ নেত্রী দেশের মানুষের কথা বুজবেন কি



বলে তা অনুভব করার চেষ্টা করেন। সঙ্গাতময় পরিচথিতি



আপনি চেষ্টা করলে ঠেকাতে পারবেন। সবশেষে বলি আমাদের



ভালো থাকতে দিন ভালো থাকতে দিন। আপনি ও ভালো



থাকেন...

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:০০

রশিক রশীদ বলেছেন: জামাত বিএনপিকে মুসলিমলীগ বানেয়ে ছেড়ে দেবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.