![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই সমাজ পচা গলা এই সমাজ ভাঙতে হবে। ভাঙতে গেলে লড়াই হবে। সেই লড়াই এ জিততে হবে।সমাজের প্রত্যেকটি অপ্রত্যাশিত ঘটনার জন্য আমার উপর ও সে দায় পরে।
বাংলাদেশের জন্য সঙ্খালগু শব্দটা খুবই আতঙ্কের, মনে হয় এরা মানুষ না, এরা আবর্জনা যতটা সম্ভব পরিস্কার করা, এরা এক ধরনের ভাইরাস এরা যত দিন থাকবে তত দিন এদের সংখ্যা বাড়বে তাই এদের এ দেশ ত্যাগ করা উচিত, কিন্তু তারা চলে যায় না কেন? এই দেশ মোসলমানের এটা ইচলামি দেশ এখানে মোসলমানের জায়গা, অন্য কারো না, এই দেশ ইসলামী দেশ যারা মোসলমান তারা প্রথম শ্রেণীর নাগরিক আর সবাই দ্বিতীয় শ্রেণীর, তাই যারা প্রথম শ্রেণীর তাদের কর্মকাণ্ড মেনে নিতে হবে, যদি না মানো তাহলে চলে যাও, প্রশ্ন কোথায় যাবে? কেন তাদের দেশে, এইটা তাদের দেশ না, এইটা শান্তির ধর্ম ইসলামী দেশ, এখানে শান্তির জন্য অশান্তি সৃষ্টি করে হইলেও শান্তি পিরাইয়া আন্মুই,ইচলাম ছারা অন্য ধর্মের নাম শুনলে আমার গালির মত মনে হয় এদের নাম ভাল লাগে না,আদের দেখতেও আমার ভাল লাগে না, এদের ধর্মীও অনুষ্ঠান দেখলে আমার মেজাজ খারাপ হয়ে জায়,এটা ইচলামি দেশ, অন্য ধর্মের কোনও অনুষ্ঠান চলতে দেওয়া যাবে না,এদেরকে ধ্বংস করতে আমার ইচ্ছা করে,এদের ঘর বাড়ি জ্বালাইতে খুবই ভাল লাগে, এদের মন্দির, মূর্তি, গির্জা, ভাঙতে আরও ভাল লাগে, এদের কান্না দেখলে আমার খারাপ লাগে না, এরা না খেয়ে থাকলে আমার খারাপ লাগে না, এরা বাহিরে গুমালে আমার খারাপ লাগে না,এদের ঘর বাড়ি পূরানোর পর বাহিরে বৃষ্টিতে বিজলে রোদে পুরলে তখনও আমার খারাপ লাগে না,এরা যখন তাদের জীবনের চেয়ে প্রিয় মূর্তি মন্দির ভাঙ্গা দেখে আহাজারি করে তখনও আমার খারাপ লাগে না, এদের ধর্ম গ্রন্থ পুরিয়ে পেল্লে আমার ভাল লাগে,শিশুদের বই খাতা পুরলেও আমার খারাপ লাগে না, কেন খারাপ লাগবে আমি কি সঙ্খালুগু? না আমি অসীম , তা ছারা তারা ত মোসলমান না, তারা অন্য ধর্মের তাদের দুরবস্থা দেখলে আমার কি বা আসে যায়,
//পুঁজিবাদী রাজনীতির মেশিন চলতে কিচু আগুন লাগে তাই হয়ত তাদের বাড়ির উপর আক্রমন, এদের বাড়ি ঘরে খুব ভাল করে আগুন জ্বলে তাই হয়ত, এদের বাড়ি ঘর জ্বালালে কোনও বিচার নাই তাই হয়ত,(কোনও সংখ্যা লগু কোনও বৃহৎ জনগোষ্ঠীর বাড়িতে এরকম অত্তাচাত চালিয়েছে এর উদাহারন কেও কি দিত্ব পারবে?)//
আমার কি আসলো গেল সেটার হিসাব হয়ত দিতে পারব না, আমার কোনও অর্থনৈতিক লাভ লচ হয় নাই, কিন্তু বিগত কয়েক দিনের অত্যাচারের চিত্র টি ভি তে দেখে আমার মানসিক অনেক ক্ষতি হয়েছে, মানুষ কে মানুষ বলতে আমার লজ্জা লাগে তাদের আহাজারি শুনে আমার চোখের কোনে জল আসছিল, আমাকে আমি নিয়ন্ত্রন করতে পারি নাই, কেন তাদের প্রতি এত ব্যাবিচার শুধু মাত্র ধর্মের দোহাই দিয়ে এসব ধার্মিকের কাজ না, এসব অমানুষের কাজ, কোনও মানুষ এসব কাজ করতে পারে না, অত্তাচাররের পরও শেষ না হুমকিও আসে এ দেশ ছেরে চলে জেতে, এত নির্বিচারে তাদের কে ধ্বংস করার পরও তাদের দায় কেও শিকার করতে রাজি না, হায় রে দেশ আমার। এমন দেশ কি আমরা চেয়ে ছিলাম?
©somewhere in net ltd.