![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই সমাজ পচা গলা এই সমাজ ভাঙতে হবে। ভাঙতে গেলে লড়াই হবে। সেই লড়াই এ জিততে হবে।সমাজের প্রত্যেকটি অপ্রত্যাশিত ঘটনার জন্য আমার উপর ও সে দায় পরে।
দেশ প্রেম কাকে বলে , তা আজ কোন মনিষীদের মুখে, বইএর পাতায় খোজার দরকার হয় না , যে দেশে মন্ত্রিদের মন্ত্রিত্ব চলে যায় দুর্নীতির অভিযোগে, তাকে আবার প্রধান মন্ত্রি দেশ প্রেমিক বলে , ঠিক সেই দেশেই একদল যুবক নিজের প্রান বিলেয়ে দেন একটা রাজাকার মুক্ত দেশের জন্য, তখন আর দেশ প্রেম কি বুজার প্রয়জন হয় না, । '' যে দেশের মাটি এখনও শহীদের রক্তে লাল হয়ে আছে, যে দেশে আজও ৭১ এর রাজাকারের হাতে আমার দেশের মানুষের প্রান হারাতে হয়, যে দেশে ৭১ এর রাজাকাররা মন্ত্রি হন লাল সবুজের রক্তে রাঙ্গা পতাকা নিয়ে গুরে বেরায়, আবার সে পতাকা তারাই পোরায় , কি হতবাঘা দেশ আমার, যে দেশে এখনও শতশত মুক্তিযুদ্ধা না খেয়ে থাকে, রিক্সা চালায়, যে দেশের মানুষকে হত্যা , গণহত্যা করেছে আবার সেই দেশে সবার সামনে তারা রাজনীতি করার সু সাহস পায়, এমন অনেক প্রশ্ন রুমি স্কোয়াডের মনে বেজে ছিল তাই তারা বলেছে ''স্বাধীন দেশে কোনো জীবিত গেরিলার প্রয়োজন নেই । ''তখন সিদ্ধান্ত নিল হয় বিজয় না হয় মৃত্যু। আমরা লাশের মিছিল অনেক দেখেছি আর দেকতে চাই না, এবার চাই রাজাকারের ফাঁসি, আর জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ। ৭১ এর বাংলায় রাজাকারের ঠাই নাই,
লাল সালাম শহীদ রুমি স্কোয়াড।
জয় বাংলা,
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১০
জ্ঞাতিবৈর বলেছেন: ৭১ এর বাংলায় রাজাকারের ঠাই নাই,
লাল সালাম শহীদ রুমি স্কোয়াড।
জয় বাংলা