![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই সমাজ পচা গলা এই সমাজ ভাঙতে হবে। ভাঙতে গেলে লড়াই হবে। সেই লড়াই এ জিততে হবে।সমাজের প্রত্যেকটি অপ্রত্যাশিত ঘটনার জন্য আমার উপর ও সে দায় পরে।
শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সারাদেশে ২৪ ঘণ্টার হরতাল ডাকার সিদ্ধান্ত নিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডার্স ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পেশাজীবী সমন্বয় পরিষদ সহ বিভিন্ন সংগঠন।
ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘জামায়াত-শিবির নিষিদ্ধ এবং হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিরোধে সম্মিলিতভাবে এই হরতাল ডাকার সিদ্ধান্ত হয়েছে। কাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলন করে এই হরতাল কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা দেশের সব প্রগতিশীল শক্তি এবং সাধারণ মানুষকে এই হরতাল পালনের আহ্বান জানাব’।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৫
রাজনীতি বিশ্লেষণ বলেছেন: কারা সাম্প্রদায়িকতাকে উস্কে দেয় ঘাদানিক ?
নাকি হেফাজতে ইসলাম?
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৯
টি-ভাইরাস বলেছেন: সুন্দর এর মানে সামনে দেশ অবস্থা আরো খারাপ এর দিকে যাচ্ছে ...
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৬
রাজনীতি বিশ্লেষণ বলেছেন: খারাপের দিকে আমাদের ঠেলে দিচ্ছে, আমরা যাব না।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৯
আমার স্বপ্নগুলি বলেছেন: নাস্তিকের দল আসল চরিত্র দেখায় দিছে।
হেফাজতের লং মার্চে কোন রাজনৈতিক বক্তব্য ছিল না, বরং ধর্মিয় বিদ্বেষীদের বিপক্ষে ছিল। এর বিপক্ষে দাড়ায়ে বিদ্বেষীরা তাদের আসল চরিত্র ফুটিয়ে তুলল।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯
রাজনীতি বিশ্লেষণ বলেছেন: হেফাজতের লং মার্চে কোন রাজনৈতিক বক্তব্য ছিল না, বরং ধর্মিয় বিদ্বেষীদের বিপক্ষে ছিল আপনার কথা মানলাম। কিন্তু আমার প্রশ্ন ফেব্রুয়ারী ৫ তারিখের আগে কই ছিল, তখন কোন ধর্মবিরোধী কাজ হয় নাই?
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৩
আমার স্বপ্নগুলি বলেছেন: তবে সেক্টর কমান্ডারস ফোরাম নেতা ও পরিবল্পনামন্ত্রী একে খন্দকার কর্মসূচির কথা অস্বীকার করে আরটিএনএন- কে বলেন, ‘তার সংগঠন এখন পর্যন্ত কোনো কর্মসূচি দেয়নি।’
Click This Link
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪
রাজনীতি বিশ্লেষণ বলেছেন: আগামি কাল ১০ টায় বিস্তারিত জানা যাবে।
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৯
আশিকুর রহমান ১ বলেছেন: মুরগী ব্যবসায়ী শাহরীয়ার কবির গংরা দেশপ্রেমিক আর কাদের সিদ্দিকি রাজাকার!
ভাই মানুষ আর এখন এত আবাল না। এইরকম নাম সর্বস্ব হরতাল কত দেখলাম। কিছুদিন আগে খালেদা-হাসিনাকে রাজনীতি থেকে অবসর নেয়ার জন্য একটা ভূইফোঁড় দল হরতালের ডাক দিছিলো কিন্তু ফলাফল সবাই দেখছে!
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৩
রাজনীতি বিশ্লেষণ বলেছেন: আপনি যদি মনে করেন,
মুরগী ব্যবসায়ী শাহরীয়ার কবির দেশপ্রেমিক ,
আর কাদের সিদ্দিকি রাজাকার!
তাতে কোন আমার কথা নাই,
এটা আপনার সিদ্ধান্ত এটা যদি ভূইফোঁড় হরতাল হয়, তাহলে এত দিন যে হরতাল হল সেটা কি?
৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৩
দখিনা বাতাস বলেছেন: কাহিনী জমজমাট দেখতাছি
দুর এত কিছু করার কি দরকার ছিল? সরকার আবার আগের মত ওষুধ দিলেই তো হইতো। রাজিবরে নিয়া কত কাহিনী শুরু হইছিল, সাইদির রায়টা দিতেই সব ভুইল্লা গেছিল সবাই।
এখনও তাই করতো সরকার, তাইলেই তো হইতো। গোলাম আজমনের ফাসির রায়টা দিয়া দিত। সব শালা আবার আস্তিক নাস্তিক ইমানী দায়িত্ব সব বাদ দিয়া ফাসির দড়ির হাত থেকে বাচার জন্য চলমান "রাজাকার বাচাও আন্দোলনে" ঝাপাইয়া পড়তো।
৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৫
আমি মোঃ চয়ন বলেছেন: "জামায়াত-শিবির নিষিদ্ধ" করতে হরতাল দিলে আগামীকাল দিত ! অথবা রবি-সোম হরতাল দিত !! শুক্র-শনি দিল কেন ????
এই হরতাল শুধুমাত্র হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিরোধ করতেই !!
হেফাজতে ইসলাম কি বলছিল যুদ্ধাপাধীদের বিচার বন্ধ করতে ??? বলে নাই। শুধু বলেছিল ইসলম বিদ্বেষিদের শাস্তি দিতে।
হেফাজতে ইসলামের কর্মসূচি ইসলম বিদ্বেষিদের বিরুদ্ধে ।
যাদের বিরুদ্বে এই কর্মসূচি, তারাইতো প্রতিহত করবে। এটাই স্বাভাবিক।
তো আপনি তাহলে যাচ্ছেন..........
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৯
রাজনীতি বিশ্লেষণ বলেছেন: হেফাজতে ইসলামের কর্মসূচি ইসলম বিদ্বেষিদের বিরুদ্ধে এই কথা যদি সত্যি হয় তাহলে তারা ৩, ৪ মাস আগে কই ছিল এর আগে ইসলাম বিরোধী কাজ হয় নাই?
৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩১
নিয়েল ( হিমু ) বলেছেন: এই হরতালে পিকেটিং হবে না । সো যারা চায় হরতাল পালন করতে তারা নিজ থেকেই দোকান বন্ধ রাখবে গাড়ি বন্ধ রাখবে । যারা চায় না তারা দোকান খুলবে কোন আপত্তি নাই । তাই আশা করব ছাগলরা লাফানো বন্ধ করবে । তারা হাটুক সমস্যা কৈ ?
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:০১
রাজনীতি বিশ্লেষণ বলেছেন: ছাগল কারা?
৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৪
কালো স্বপ্ন বলেছেন: এই হরতাল ঝামেলা না কমিয়ে বড়ং বাড়াবে।
১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৭
মাহমুদুর রাহমান বলেছেন: না
১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০
দখিনা বাতাস বলেছেন: আপনের এই পোস্টরে গুজব মনে করছিলাম। মাত্র আরেক জায়গায় খবর নিলাম, কাহিনী তো মনে হইতাছে, সত্যি সত্যি হরতাল ডাকছে।
গুজব ছিল, হেফাজতরে টাকা দিয়া সাইজ করছে জামায়াত ইসলামী। সরকার একটা চেস্টা করছিল, নাস্তিক ব্লগার গ্রেফতার কইরা হেফাজতের প্রধান দাবী মাইনা নিয়া লং মার্চ থামাইতে । আর আলোচনা কইরা নাশকতা যেন না হয় লং মার্চ করলেও- ঐ ব্যপারে নিস্চয়তা। মাগার মনে হইতাছে লাভ হয় নাই কিছু। ব্লগারগো কালকে সকালে ফাসি দিলেও লং মার্চ হইবো তার লগে নাশকতাও হইবো--- ভাবসাব মনে হয় এমন। তাই সরকারও এখন শাহরিয়ার কবিরগো দিয়া সরকারি হরতাল দিয়া ঢাকায় আসার রাস্তা বন্দ করবো।
ঘটনা তাইলে প্যাচ খাইতাছে ভালই।
১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯
ভাবী জিওলজিস্ট বলেছেন: তোমরা যে হনু তা আবার প্রমান করলা
১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৩৯
আমার স্বপ্নগুলি বলেছেন: লেখক বলেছেন: হেফাজতের লং মার্চে কোন রাজনৈতিক বক্তব্য ছিল না, বরং ধর্মিয় বিদ্বেষীদের বিপক্ষে ছিল আপনার কথা মানলাম। কিন্তু আমার প্রশ্ন ফেব্রুয়ারী ৫ তারিখের আগে কই ছিল, তখন কোন ধর্মবিরোধী কাজ হয় নাই?
দেশে অনেক আগে থাইকাই ইসলামের বিপক্ষে লেখালেখি হয়, কিন্তু কখনই এর আগে কোন ইসলাম বিদ্বেষীকে প্রধাণমন্ত্রী জাতীয় বীর বলে নাই, কখনোই কোন ইসলাম বিদ্বেষীকে জাতিয় সংসদে মুক্তিযুদ্ধের শহীদ আখ্যা দেওয়া হয় নাই। কখনোই কোন ইসলাম বিদ্বেষীর সব কর্মকান্ড জশির কর্মকান্ড বইলা মিডিয়া এবং ব্লগে হলুদ সাংবাদিকতার এত ন্যাক্কারজনক তথ্য সন্ত্রাস চলে নাই ।
যখন এই রকম অবস্থা, তখন ইসলামিস্টরা রাস্তায় নাইমা আসবে না তো কখন আসবে?
তর্কের খাতিরে তর্ক করলে অনেক কথাই বলা যায়। যার বুদ্ধি আছে, সে ঠিকই টের পাবে কার মনে কি আছে।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৫
রাজনীতি বিশ্লেষণ বলেছেন: তার মানে লেখা লেখি করতে পারবে, সমস্যা নাই, প্রধান মন্ত্রি বললে তখন ইসলামিস্টরা রাস্তায় নাইমা আসবে?
১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৪৪
সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: লেখক বলেছেন: ছাগল কারা????
উ: যার কমেন্টের রিপলাই আপনি দিলেন
১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ২:৪৬
মেঘ বলেছে যাব যাব বলেছেন: আমার স্বপ্নগুলি বলেছেন: নাস্তিকের দল আসল চরিত্র দেখায় দিছে।
হেফাজতের লং মার্চে কোন রাজনৈতিক বক্তব্য ছিল না, বরং ধর্মিয় বিদ্বেষীদের বিপক্ষে ছিল। এর বিপক্ষে দাড়ায়ে বিদ্বেষীরা তাদের আসল চরিত্র ফুটিয়ে তুলল।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৭
মোমের মানুষ বলেছেন: ঘাদানিকদের হরতাল..............!
সেই পুলিশের সাহায্য নিয়েই সরকারি হরতাল করতে হবে
দেশ প্রেমিক কারা? যারা সাম্প্রদায়িকতাকে উস্কে দেয় তারা?