নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইকবাল হোসেন খালি

প্রচলিত চলমান ব্যবস্থার পরিবর্তন চাই; কিন্তু সেই পরিমান শক্তি নাই...... তাই শুধু পর্যবেক্ষকের দৃষ্টিতে দেখে যাই।

ইকবাল হোসেন খালি › বিস্তারিত পোস্টঃ

অতিত কে ভোলে ? !

২৮ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৯

ফকিরনি'র পোলা পয়সাওয়ালা হওয়া শুধু যোগ্যতার ব্যাপারই না; বিরত্ব-পূর্ণ অর্জন।

আর পয়সাওয়ালা হইয়া অতীত ভুইলা যাওয়া শুধু লজ্জার বাপারই না; জানোয়ারের আচরন।।

সাম্প্রতিক এরকম একজনের জীবনাচরন দেখে কেবল এটাই মনে হচ্ছিল।



বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিয়ার রহমান যখন বলে - অনেকগুলো যদির উপর আমার বর্তমান অবস্থান দাড়িয়ে আছে; তখন তাঁর প্রতি শ্রদ্ধায় অন্তর পূর্ণ হয়ে যায়। ওনার এরকম একটা যদি ছিল - উনি ক্যাডেট কলেজে পড়ার যোগ্য হওয়ার পর প্রথম তিন মাসের বেতন সংগ্রহ করতে পারছিলেন না; তখন তাঁর এক শিক্ষক হাটের দিন রুমাল পেতে তার জন্য ভিক্ষা করে সেই অর্থ সংগ্রহ করেছিলেন। আতিয়ার রহমান খুব শ্রদ্ধাভরে সেই ঘটনা মনে করে বলেন, " আমি অনেকের ঋণ কিছুটা হলেও শোধ করতে পেরেছি; কিন্তু সেই হাটের ভিক্ষা করে ওঠানো অর্থ আমি কি করে শোধ করব!"



এই স্বিকারোক্তির কারনে তাঁর কোন লজ্জা নেই, বরং ওনার প্রতি আমাদের শ্রদ্ধা বেড়ে যায় হাজার গুন। উনি যোগ্য, তাই অতিতকে উনি ভোলেন না। ওনার অতিত অনেক মানুষের প্রেরণার উৎস।



যার যোগ্যতা নাই, কিন্তু সমাজে হয়ত কোনভাবে প্রতিষ্ঠা পেয়ে গেছে; সেই নিজ অতিতকে মোছার-ভোলার-অবহেলার চেষ্টা চালায়।

source: f/zazabormon

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.