![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেমন্ত কাল। কার্ত্তিকের আজ এক তারিখ।
আবহাওয়ায় তাপমাত্রা কমতে শুরু করেছে। বাতাসে আদ্রতাও কম। কিছু মেঘসহ নীলাকাশ - পরিচ্ছন্নই।
মন্থর গতির হাওয়া সত্বেও প্রকৃতি বেশ ফুরফুরে।
ভৌগলিক অবস্থানের পরিবর্তন নাই।
চেনা পাড়া, চেনা রাস্তা, চেনা দোকান-পাট। তবুও ঋতু-বদলের সাথে আবহাওয়ার এক চিকন অচেনা রুপ।
আশপাশের এই অচেনা রুপ দিনের শুরুতেই টের পাওয়া যায়। মানুষের ব্যস্ততা, মানুষের নিঃশ্বাস, মানুষের পদচারনা - সেই রুপকে দিনব্যাপী ক্রমশ ফ্যাকাসে করতে থাকে।
প্রকৃতির এই রুপ গায়ে মাখতে হলে দৃষ্টি-ইচ্ছা-মন'র খানিকটা অবসর লাগে।
বাজার, অফিস, আর নিত্যদিনের প্রয়োজনে সেই অবসর আপনা-আপনি আড়ালে যায়।
আমরা ক'জন সাইকেলারোহী সাইক্লিনের কল্যানে সেই অবসরেই চেনা পথ-ঘাটে প্রকৃতির অচেনা রুপটিই আবিষ্কার করি।
ঝলমলে সকালের রোদ গাছের পাতায় তৈরী করে এক জাফরি-কাটা আলো-ছায়ার এক অন্যরকম পরিবেশ।
source: আমার ফেবু পাতা থেকে f/zazabormon [০১ কার্ত্তিক ২২ ব.]
২| ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৬
ভিটামিন সি বলেছেন: ইস্ কত্তদিন কার্তিক দেখি না। এবার দেখবো।
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৩
প্রামানিক বলেছেন: ছবি লেখা ভাল লাগল।