নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইকবাল হোসেন খালি

প্রচলিত চলমান ব্যবস্থার পরিবর্তন চাই; কিন্তু সেই পরিমান শক্তি নাই...... তাই শুধু পর্যবেক্ষকের দৃষ্টিতে দেখে যাই।

ইকবাল হোসেন খালি › বিস্তারিত পোস্টঃ

হুজুর, ব্লগার মানে লেখক; ব্লগার মাত্রই নাস্তিক নন। আর প্রকাশ্য-ঘোষিত-যুদ্ধ ব্যাতীত শরিয়ত কি কাউকে হত্যার অনুমতি দেয়?!

২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৭

আমি এক মাদ্রাসায় সামান্য আর্থিক সহযোগিতা মাসিক ভিত্তিতে করি। ওখানকার অধ্যক্ষ ও মুফতি সাহেব যখন শুনলেন যে আমি একজন ব্লগার। তখন তিনি ইহার এক জোর প্রতিবাদ করে বললেন.........
- উনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তাইলে ব্লগার কেমনে হন!
- উনি নবীর সুন্নত দাড়ি রাখেন, উনি আবার ব্লগার কেমনে হন!!
- উনি নিয়মিত মাদ্রাসায় অর্থ-সাহায্য করেন, ব্লগাররা কি মাদ্রাসায় দান করে!!!

যেহেতু শিক্ষিত মানুষ, পরে একটু ধাতস্ত হয়ে আমাকে ফোন করে ব্লগার সম্পর্কে জানতে চাইলেন। তার সাথে এ নিয়ে আমার অনেক কথা হয়। উল্লেখ্য, আমি ওনাকে এবং ওনার মাদ্রাসার ছাত্রদের থামাতে পেরেছিলাম সেইসময়ের "হেফাজতে'র সেই মহাসমাবেশ'এ এবং কোন অবরোধ আন্দোলনে যোগদানে।

যাহোক ব্লগ সম্পর্কে ওনাকে আমি মোটামুটি সব কথা বলি। উনি বুঝলেন ব্লগ দৈনিক / সাপ্তাহিক / মাসিক পত্রিকা বা কোন লেখকের বই বা কলামের মতই একটা মাধ্যম যেখানে লেখক তার নিজস্ব মতামত প্রকাশ করতে পারে। এই লেখকদের কেউ কবি, কেউ উপন্যাসিক, কেউ প্রাবন্ধিক, কেউ গল্পকার, কেউ কলামিস্ট, আবার কেউ ব্লগার। ব্লগারসহ এই সমস্ত লেখকগণ মুসলমান-হিন্দু-খৃষ্টান-বৌদ্ধ-আস্তিক-নাস্তিক-প্রকৃতিবাদী-মানবতাবাদী-মৌলবাদী-বস্তুবাদী-পূঁজীবাদী-সমাজতন্ত্রী-আওয়ামিলীগ-বিএনপি-জামাত-হেফাজত-সুশীল-কুশীল সব ধরনের মানুষই হতে পারেন।

পার্থক্য হল - পত্রিকায় লিখতে হলে সম্পাদকের অনুমতি লাগে, বই বের করতে হলে বেশ খরচাপাতি লাগে। ব্লগ লিখতে হলে একটা ইন্টারনেট সংযোগ আর যেকোন একটা কি-বোর্ড হলেই চলে।
তখন উনি বুঝলেন যে ব্লগার মানেই নাস্তিক নন।

এরপর ওনাকে প্রশ্ন করলাম -
- আমাকে একটা হত্যা-উদাহরণকে দেখাতে পারবেন যা কোন রাষ্ট্রীয় বিচার বহির্ভুত বা প্রকাশ্য-ঘোষিত যুদ্ধ ব্যতীত আমাদের নবী [সাঃ] অনুমতি দিয়েছেন বা আমাদের ইসলামী শরিয়ত সমর্থন করে?
- একটা হত্যা-উদাহরণ দেখাতে পারবেন যা নবীর জামানায় বা খলিফাদের জামানায় হয়েছিল কেবলমাত্র নবী [সাঃ]কে গালমন্দ করার জন্য?

তাহলে যারা নাস্তিক তাদের ইসলাম-বিরোধিতা তো স্বাভাবিক; আমি মুসলমান হয়ে নিজে কিভাবে শরিয়ত বা ইসলাম বিরোধী কাজ করি।
ইসলাম অর্থ শান্তি এবং মুসলমানের পরিচয় তার সহনশীলতার মাত্রার উপর নির্ভর করে।

মন্তব্য ১৯ টি রেটিং +১০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৪

আহলান বলেছেন: হুম্ম ... ভুলের ফায়দা কে বা কারা লুটে সেটাই প্রশ্ন ...

২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৩

ইকবাল হোসেন খালি বলেছেন: ......হত্যার মোটিভটা তো আসলে সেখানেই। তবে মুসলমান ব্যবহার হচ্ছে এটাও সত্য।

২| ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫১

বিকৃতমস্তিষ্ক বলেছেন: হুম ঠিক বলছেন

৩| ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৬

অগ্নি সারথি বলেছেন: মূর্খের দোষ অশেষ!

৪| ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৪

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ইকবাল হোসেন ভাই চমৎকার শিক্ষণীয় পোস্টের জন্য।
++++

খুব যৌক্তিক প্রশ্নঃ

//এরপর ওনাকে প্রশ্ন করলাম -
- আমাকে একটা হত্যা-উদাহরণকে দেখাতে পারবেন যা কোন রাষ্ট্রীয় বিচার বহির্ভুত বা প্রকাশ্য-ঘোষিত যুদ্ধ ব্যতীত আমাদের নবী [সাঃ] অনুমতি দিয়েছেন বা আমাদের ইসলামী শরিয়ত সমর্থন করে?
- একটা হত্যা-উদাহরণ দেখাতে পারবেন যা নবীর জামানায় বা খলিফাদের জামানায় হয়েছিল কেবলমাত্র নবী [সাঃ]কে গালমন্দ করার জন্য? //

ভাল থাকুন। সবসময়।

২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৪

ইকবাল হোসেন খালি বলেছেন: ধন্যবাদ

৫| ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩০

খন্দকার আঃ মোমিন বলেছেন: ব্লগার মানেই নাস্তিক নয় এ কথা পুরাই সত্য , তবে নাস্তিকরাই যখন এক মাত্র ব্লগার হিসাবে পরিচিত হয় , তখন নাস্তিকতার দায়ে বৈধ কিংবা অবৈধ হামলা তো এই সকল ব্লগার কেই পেয়ে যায় , অনেক টা নামে নামে যমে টানে আর কি ।

৬| ২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

জিয়ানা বলেছেন: চমৎকার লেখা। যৌক্তিক প্রশ্ন।

৭| ২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

মশার কয়েল বলেছেন: চমৎকার বলেছেন

৮| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩২

প্রামানিক বলেছেন: সুন্দর কথাই বলেছেন।

৯| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৪

জাহাঙ্গীর জান বলেছেন: কে বলছ ব্লগাররা মাদ্রাসায় দান করেনা ? গতকাল দুই হুজুর এসে ঘর থেকে এতিম ভাইদের কথা বলে কিছু টাকা নিয়ে গেছে । আমিও একজন ব্লগার । ভালো লেগেছে আদর্শ আর উদ্দেশ্য সম্পর্কে ডিজিটাল হুজুরদের সামনে এই ব্যপারটা এইভাবে তুলে ধরার দরকার আছে । এরা ইসলামের ভুল ব্যবহার করছে ।

১০| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১১

হাফিজ বিন শামসী বলেছেন: শুধু হুজুরদের মধ্যেই নয়। জেনারেল শিক্ষিত সমাজেও ব্লগ এবং ব্লগারদের নিয়ে ভুল ধারণা আছে। আর এই ভুল ধারনার মূলে রয়েছে রাজীব, অভিজিৎদের খুনের পরে মিডিয়াগুলো একবাক্যে তাদেরকে ব্লগার হিসেবে পরিচয় করিয়ে দেয়া।

১১| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
এভাবেই ব্লগারদের সম্পর্কে ভূল ধারনা ভাঙ্গাতে হবে।

ধন্যবাদ আপনাকে।

১২| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৩

বিজন রয় বলেছেন: ওরা এসব বুঝবে না। বুঝতে দেওয়া হবে না।

১৩| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৪

সত্যের ছায়া বলেছেন: কথা সবই ঠিক আছে বাট আমাদেরও কিছু করণীয় আছে। যেমন: ব্লগে যারা মুক্ত চিন্তার নামে অন্যের বিশ্বাসের প্রতি আঘাত করে তাদেরকে সবার উচিত সামাজিক ভাবে বয়কট করা। মুক্ত চিন্তা/বিজ্ঞান মনষ্কা নামে যারা অন্যের ধর্মে/বিশ্বাসে আঘাত করে তারাও একপ্রকার মৌল্যবাদী বা জঙ্গি। এই অল্প কয়জন জঙ্গীর কারণে সমাজে ব্লগারদের মানুষ অন্য চো্খে দেখে। এর থেকে পরিত্রান পেতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে যাতে মানুষ ব্লগারদের ভুল না বোঝে।

২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৯

ইকবাল হোসেন খালি বলেছেন: সবারই দায়িত্বশীর হওয়া জরুরী.........

১৪| ২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: ব্লগার মনেই নাস্তিক নয়। ঠিক বলেছেন। ভালো লাগল।

১৫| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫০

মোহাম্মদ সাইফ উল আলম বলেছেন: ব্লগার মানেই নাস্তিক না তবে সব নাস্তিকই ব্লগার।

১৬| ২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

কবির ইয়াহু বলেছেন: কলমের জবাব চাপাতি এটা কোন ধর্ম?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.