![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক ছেলে বেশ গর্ব সহকারে বলে থাকেন-অমুক মেয়েটা আমার খুব ভালো বন্ধু।অনেক মেয়েও একই কথা বলে থাকেন- তমুক ছেলে আমার ঘনিষ্ট বন্ধু।কথাগুলো শুনতে ভালোই লাগে।তবে এর বাস্তবতা কতটুকু,সেটা খুব কম লোকই খোঁজেন।চারপাশের ঘটনা দেখা,শোনা এবং বোঝা থেকে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি তাতে দু কলম লিখে বলতে পারি-ছেলে মেয়েতে কখনোই বন্ধুত্ব হয় না,হতে পারে না।অতি আধুনিক এবং অতি প্রগতিশীলরা নিশ্চয়ই এই কথার তীব্র প্রতিবাদও নিন্দা জানাবেন।তবে নিন্দা জানানোর কার্যক্রম শুরু করার আগে আমার কথাগুলো একটু মন দিয়ে শুনে নিন।শুনুন,কোন সুন্দরী মেয়ের সাথে যদি কোন ছেলের বন্ধুত্ব হয়,তাহলে এই ছেলে আজ হোক আর কাল হোক তাকে প্রেমের প্রস্তাব দেবেই।যদি ছেলে আর মেয়ের মধ্যে বড় কোন তফাৎ থাকে কিংবা মেয়েটা যদি বিবাহিতা বা অন্যের প্রেমিকা হয় তাহলে ভিন্ন কথা।তবে ছেলেটার মন উড়ু উড়ু করবেই তাকে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্যে।তাহলে এখানে বন্ধুত্বটা থাকলো কোথায়?দুইটা ছেলে বন্ধু একসাথে রাতে ঘুমুতে পারে আড্ডা দিতে পারে।ছেলে আর মেয়েতে যদি বন্ধুত্ব হয়,তাহলে তারা কেন পারে না?এমন কোন ফেরেশতা আছে কি,যে তার মেয়ে বন্ধুর সাথে স্বাভাবিকভাবে ঘুমুতে পারবে?কিংবা ঘুমুলেও মাঝ রাতে উঠে তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবে না?তাহলে কিসের বন্ধুত্ব?লোলুপ দৃষ্টি বলেন আর কামনার দৃষ্টি বলেন,সেটা তো বউ কিংবা প্রেমিকার জন্য সংরক্ষিত।মেয়ে বন্ধুর দিকে যদি সুযোগ পেলেই সেই দৃষ্টিতে তাকানো হয়,তাহলে প্রেমিকা আর বউয়ের সাথে তার পার্থক্য থাকলো কোথায়?ছেলেটারও প্রেমিকা নেই,মেয়েটারও প্রেমিক নেই।এমন দুজন ছেলে মেয়ের মধ্যে বন্ধুত্ব হলো।দুজন সমান যোগ্যতা সম্পন্ন।আমি চ্যালেঞ্জ করে বলতে পারি,আজ হোক কাল হোক তারা পরস্পরের প্রতি আসক্ত হবেই।ছেলে মেয়ের বন্ধুত্ব বলতে যদি আলাদা কোন বিষয় থাকত তাহলে বিয়ের পর মেয়েটি তার ছাত্রজীবনের বন্ধুর সাথে ঘুরতে গেলে বা সময় কাটালে তার স্বামী মাইন্ড করত না।শেষ মেষ এটাই বলব-ছেলে মেয়েতে বন্ধুত্ব হয় না।বন্ধুত্ব হলে এই বন্ধুত্বকে বলা যায় প্রেমের প্রাথমিক পর্যায়।কারণ এই বন্ধুত্বের নাম করে অনেক ছেলে মেয়ে জড়িয়ে পড়ছে গভীর থেকে গভীরতর প্রেমে।
২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:০১
ইকবালখন্দকার বলেছেন: ঠিক আছে সবাইকে বিচার করবো না।যেহেতু আমি বিচারপতি নই।
২| ২০ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৫
অবয়ব বলেছেন: কোন সুন্দরী মেয়ের সাথে যদি কোন ছেলের বন্ধুত্ব হয়,তাহলে এই ছেলে আজ হোক আর কাল হোক তাকে প্রেমের প্রস্তাব দেবেই।যদি ছেলে আর মেয়ের মধ্যে বড় কোন তফাৎ থাকে কিংবা মেয়েটা যদি বিবাহিতা বা অন্যের প্রেমিকা হয় তাহলে ভিন্ন কথা।তবে ছেলেটার মন উড়ু উড়ু করবেই তাকে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্যে।
পুরোপুরি সহমত। যতই বন্ধু আড্ডা গান বলে লাফালাফি করুক, আমার মতে ছেলে-মেয়ের মধ্যের বন্ধুত্বের কোন এক পর্যায়ে দুর্বলতা চলে আসে।
২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:০৪
ইকবালখন্দকার বলেছেন: ভাই,বিশ্বাস করবেন না,আমি অনেক ছেলেকে দেখেছি তার মেয়ে বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে আর সুযোগ পেলেই আড়চোখে তাকাচ্ছে মেয়েটির শরীরের দিকে।স্বাভাবিক দৃষ্টিতে নয়,আপত্তিকর দৃষ্টিতে।
৩| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:০১
আবিরে রাঙ্গানো বলেছেন: অতি সত্য বলেছেন। +
২ জন যদি সিঙ্গেল হয়, তাইলে ২ পক্ষ বা ১ পক্ষ দুর্বল হবেই এক পর্যায়ে।
২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:০৫
ইকবালখন্দকার বলেছেন: ইয়েস।ধন্যবাদ।
৪| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:০৪
প্যানুয়েল প্রিন্স বলেছেন: আবিরে রঙ্গানো বলেছেন: অতি সত্য বলেছেন। +
২ জন যদি সিঙ্গেল হয়, তাইলে ২ পক্ষ বা ১ পক্ষ দুর্বল হবেই এক পর্যায়ে।
সিঙ্গেল না হইলেও কত হয়...
২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:০৫
ইকবালখন্দকার বলেছেন: ঠিক ঠিক।
৫| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:২৭
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: সত্য কথা এইভাবে বলতে নাই। সুশীলের দল আইসা পড়বে একটু পরেই। তারপর আপনেরে গাইল পারবো হাবিজাবি কইয়া।
কিন্তু, আপনে কইছেন পুরাই খাঁটি কথা।
২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:৫৪
ইকবালখন্দকার বলেছেন: আহ্ শান্তি লাগতাছে।
৬| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:৪০
মামুন বিদ্রোহী বলেছেন: প্রথম পাতায় এক্সেস পাচ্ছিনা কয়দিন ধরে। তাই একটা জরুরি পোষ্ট এখানে দিলাম।
২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:৫৮
ইকবালখন্দকার বলেছেন: আপনার পোস্টটা পড়লাম।
৭| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:৪২
তুতুষার বলেছেন: ছেলে মেয়ের বন্ধুত্ব বলতে যদি আলাদা কোন বিষয় থাকত তাহলে বিয়ের পর মেয়েটি তার ছাত্রজীবনের বন্ধুর সাথে ঘুরতে গেলে বা সময় কাটালে তার স্বামী মাইন্ড করত না।
এইখানে দ্বিমত আছে। যদি সত্যিই বন্ধু হ্য় তাইলে মাইন্ড করবে না।
২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১:০০
ইকবালখন্দকার বলেছেন: কিন্তু স্বামী খুব ভালো করেই জানে সত্যি সত্যি কোন মেয়ে কোন ছেলের বন্ধু হতে পারে না।স্বামীর এই জানাটা কিন্তু একদমই বেঠিক নয়।
৮| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:৪৩
অমি রহমান পিয়াল বলেছেন: ছেলে-মেয়ের বন্ধুত্ব হইলেই কি ছেলেমেয়ে হওয়ার চান্স থাকে?
২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১:০১
ইকবালখন্দকার বলেছেন: দারুণ কইছেন তো!
৯| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:৪৮
বিপ্লব কান্তি বলেছেন: কিছু কমু না
২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১:০১
ইকবালখন্দকার বলেছেন: আমিও না।
১০| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:৫০
হরিণ বলেছেন:
সম্পর্কের নাম যা-ই দেন এটা একশত ভাগ সত্য যে, আগুনের পাশে মোম রাখা হলে তা গলবেই। ছেলেতে-মেয়েতে বন্ধুত্ব শেষ পর্যন্ত শুদ্ধ থাকে না, প্রেমে গড়ায়, এক সময় ভেঙে যায় সবকিছু। কিছু কিছু ক্ষেত্রে বিয়েও হতে দেখেছি আমি। ধন্যবাদ আপনাকে।
২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১:০২
ইকবালখন্দকার বলেছেন: আপনাকেও ধন্যবাদ আগুন মোমের এমন একটা জ্বলন্ত উদাহরণ দেওয়ার জন্যে।
১১| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:৫১
প্রশান্ত শিমুল বলেছেন: এহন আমিও কিছু কমুনা ....
২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১:০৩
ইকবালখন্দকার বলেছেন: ক্যান ভাই,বন্ধুত্ব আছে নাকি।
১২| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:৫৫
নাজিম উদদীন বলেছেন: সাব্বির হোসেন শুভ বলেছেন: নিজেকে দিয়ে সবাইকে বিচার না করাটাই বুদ্ধিমানের কাজ। আর আপনার অভিজ্ঞতা কতখানি তা আপনার লেখা থেকেই স্পষ্ট।
২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১:০৪
ইকবালখন্দকার বলেছেন: বিচার আর করলাম কই।একবারই তো বললাম আমি বিচারপতি নই।
১৩| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১:০৮
শান্তির দেবদূত বলেছেন: কলেজে আমাদের গ্রুপে ৪ জন মেয়ে বন্ধু ছিলো। এদের নিয়ে কখনো বন্ধু ছাড়া অন্য কিছু ভাবিনি। তবুও যদি ধরে নেই এদের একজনের সাথে বন্ধুত্বের সম্পর্ক ছাড়িয়ে অন্য কিছু হলো, তার পরেও অন্য তিন জন তো বন্ধুই থাকবে ..... তাই না ? এমন বন্ধুত্বের সার্কেল স্কুল কলেজে অনেক আছে।
২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১:১২
ইকবালখন্দকার বলেছেন: কিন্তু ভাই,একজনের সাথেই বা হবে কেন।একজনের সাথে হলে অন্যদের সাথে তো এমনি হবে না।কারণ বান্ধবীর প্রেমিকার সাথে জেনে শুনে খুব কম মেয়েই প্রেম করে।
১৪| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১:১০
মন মানে না বলেছেন: ভাই এই কথার সাথে ২০০ভাগ একমত ।
কিন্তু এত সত্য কথা অনেক সুশীলরাই আবার মানতে পারবো না ।
মাইনাস দিয়ে শান্তি খুজবে ।
অথচ তাদেরকে জিজ্ঞেস করুন যে তাদের বউকে তার বন্ধুদের সাথে নিয়মিত আড্ডা দিতে দেয় কিনা ?
এই সব বন্ধু বন্ধু খেলা বহুত দেখলাম ।
নিচে নিচে সবাই প্রেম করে ।
ভাসির্টি জীবনে তো কম দেখলাম না ।
আপনার পোষ্টে ++++++++++++++++++++++++++++
২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১:১৩
ইকবালখন্দকার বলেছেন: "নীচে নীচে সবাই প্রেম করে''-বড় নির্ভেজাল কথা কইলেন গো ভাই।
১৫| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১:১২
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: অমি রহমান পিয়াল বলেছেন: ছেলে-মেয়ের বন্ধুত্ব হইলেই কি ছেলেমেয়ে হওয়ার চান্স থাকে?
২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১:১৫
ইকবালখন্দকার বলেছেন: হ।তখন আবার বাড়তি খরচ।মিষ্টি খাওয়াও,জামা কাপড় কিনো আরো কত কী!
১৬| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১:১৫
সাব্বির হোসেন শুভ বলেছেন: মন মানে না বলেছেন:ভাই এই কথার সাথে ২০০ভাগ একমত ।
কিন্তু এত সত্য কথা অনেক সুশীলরাই আবার মানতে পারবো না ।
মাইনাস দিয়ে শান্তি খুজবে ।
অথচ তাদেরকে জিজ্ঞেস করুন যে তাদের বউকে তার বন্ধুদের সাথে নিয়মিত আড্ডা দিতে দেয় কিনা ?
এই সব বন্ধু বন্ধু খেলা বহুত দেখলাম ।
নিচে নিচে সবাই প্রেম করে ।
ভাসির্টি জীবনে তো কম দেখলাম না ।
ভাই, দেখা তো আমরাও কম দেখলাম না। কিন্তু আমার যতদূর মনে পড়ে বন্ধুদের সারাজীবন বন্ধু হিসেবেই দেখেছি, ছেলে কিংবা মেয়ে হিসেবে নয়। আপনি বোধহয় আলাদা করতে গিয়েছিলেন। এজন্যেই আজ আপনার এই অভিজ্ঞতা।
২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১:২০
ইকবালখন্দকার বলেছেন: শুভ ভাই,আমি আমার ছেলে বন্ধুদের সাথে রাত কাটাতে পারি।মেয়ে বন্ধুদের সাথে পারি না।অতএব ছেলে আর মেয়ে বন্ধুর মধ্যে পার্থক্য করতেই হয়।তবে যারা উভয়ের সাথে রাত কাটিয়ে অভ্যস্ত,তাদের কথা আলাদা।
১৭| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১:১৭
মন মানে না বলেছেন: @শান্তির দেবদূত
একজনের সাথে কেন বন্ধুত্বের সীমা ছাড়িয়ে যাবে ?
বন্ধুই যদি ভাবেন তাহলে অন্য কিছু ভাবা যাবে না !
এক শর্তে বন্ধুত্ব হতে পারে
যেমন ধরেন আমরা ৪ জন সবাই ক্লাস মেট । ২ জন ছেলে ২ জন মেয়ে কে বিয়ে করল । তাহলে বন্ধুত্ব টা বজায় থাকবে ।
বিঃদ্রঃ আমার এক ক্লাসমেট মেয়ে বন্ধু ৭ বছর এক সাথে ভার্সিটিতে পড়ার পর এখন আবার চাকরীর সুবাদে কলিগ ।
তার পরও সে আমাকে সে তার গাড়িতে কোন দিন লিফট্ দিতে সাহস করে না কারণ স্বামী না করছে !!!!!!!!!!!!!!
বন্ধুত্ব টা কিভাবে সংজ্ঞায়িত করবেন ?
২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১:২২
ইকবালখন্দকার বলেছেন: ও মিয়া ভাই,অত উচিত কতা কইয়েন না।আইজ কাইল উচিত কতার ভাত নাই।
১৮| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১:২৫
মন মানে না বলেছেন: @ সাব্বির হোসেন শুভ
আপনি বলেছেনঃ
আমার যতদূর মনে পড়ে বন্ধুদের সারাজীবন বন্ধু হিসেবেই দেখেছি, ছেলে কিংবা মেয়ে হিসেবে নয়। আপনি বোধহয় আলাদা করতে গিয়েছিলেন। এজন্যেই আজ আপনার এই অভিজ্ঞতা।
ছেলেকে ছেলে এবং মেয়েকে মেয়ে হিসেবে দেখাটাই কি ঠিক না?
বায়োলজি বলেও তো একটা ব্যাপার আছে ।
আমাদের ডিপার্টমেন্টে জুটির সংখ্যা আমাদের সাবজেক্টের ইতিহাসে সবচেয়ে বেশি এবং তাদের সবাই বিয়ে করেছেন ।
এর পরও যে যে সার্কেলে ছিল প্রেম হয়ে যাওয়ার পর সবাই আলাদা হয়ে গিয়েছিলো । আমার এক ক্লোস বন্ধুকে তার প্রেমিকা অন্য এক মেয়ের সাথে আর কথাই বলতে দেয় নাই অথছ তারা সবাই এক সাথে গ্রুপ করে পড়ত, খাইত, বেড়াতো !!!
২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১:৪২
ইকবালখন্দকার বলেছেন: ভালো লাগল।
১৯| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১:২৬
সাব্বির হোসেন শুভ বলেছেন: এই খানেই তো আমাদের সমস্যা। সব কিছুকেই যেন একটু তীর্যকভাবে দেখাটাই আমদের কাজ। একটা ছেলের সাথে ঘন্টার পর ঘন্টা যাই করি না কেন কারো কন মানা নেই কিন্তু একটা মেয়ের সাথে ১০ মিনিট থাকলেই সবাই যেন মাসুদ রানা কে পেছনে লাগিয়ে দেয় গোয়েন্দাগিরি করার জন্য।
২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১:৪৭
ইকবালখন্দকার বলেছেন: একটা ছেলেকে তো আরেকটা ছেলে 'আই লাভ ইউ ' বলে না।তাই গোয়েন্দাগিরি করার দরকার পড়ে না।এটা ছেলে মেয়েতে হয় বলে ওখানে গোয়েন্দাগিরি না করলে চলে না।
২০| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১:৩০
সাব্বির হোসেন শুভ বলেছেন: @মন মানে না
বায়োলোজীর কথা বলছেন? আর আধুনিকতার চরম নিদর্শন Homosexuality এর কথা যদি আমি তুলি তাহলে? তখন ত সবাই বলে বসবেন কমেন্ট ব্যান কর, তাইনা?
২১| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১:৩১
মন মানে না বলেছেন:
সাব্বির হোসেন শুভ
ব্লগার পরিসংখ্যান
* পোস্ট করেছেন: ২০টি
* মন্তব্য করেছেন: ৫০টি
* মন্তব্য পেয়েছেন: ১টি
* ব্লগ লিখেছেন: ১ মাস ১ সপ্তাহ
* ব্লগটি মোট ২৫৯ বার দেখা হয়েছে
২২| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১:৫৬
সাব্বির হোসেন শুভ বলেছেন: ও! তাই নাকি? আশা করি আমার ২য় পোস্ট টাই আপনার প্রশ্নের জবাব।
আপনি ত দেখি ১৯৯০ সালে পরে আছেন ভাই। আজকাল ছেলেরা-ছেলেরা শুধু পরষ্পরকে I Love You ই না, বিয়েও করছে।
আমাদের আশেপাশের কিছু দেশের উচ্চ আদালতেও এর অনুমোদন মিলেছে।
View this link
২১ শে নভেম্বর, ২০০৯ রাত ২:০২
ইকবালখন্দকার বলেছেন: এত কিছু যেহেতু হচ্ছে,তাহলে আবার বন্ধুত্বের কথা বলছেন কেন?যেখানে এসব হবে সেখানে বন্ধুত্ব নেই।সোজা হিসেব।চাই সেটা ছেলের ক্ষেত্রে হোক,চাই মেয়ের ক্ষেত্রে হোক।
২৩| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ২:০৯
সাব্বির হোসেন শুভ বলেছেন: হ্যাঁ। আমি আপনার সাথে এই কথাতে একমত হতে পারি যে বন্ধুত্ব নেই।চাই সেটা ছেলের ক্ষেত্রে হোক,চাই মেয়ের ক্ষেত্রে হোক।
কিন্তু আমি আলাদাভাবে এটা মানতে নারাজ যে ছেলেতে-মেয়েতে বন্ধুত্ব হবে না।
২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:২৫
ইকবালখন্দকার বলেছেন: ভাই কার মাঝে বন্ধুত্ব হতে পারে কার মাঝে হতে পারে না,এটা বড় কথা না।বড় কথা হলো-আপনার আমার মাঝে কিন্তু বন্ধুত্ব হতে পারে।রাজি থাকলে হাত বাড়ান।
২৪| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ২:৩৮
শান্তির দেবদূত বলেছেন: বাপরে ! পুরা ক্যাচাল লাইগা গেছে দেখছি
@মন মানে না,
আমার এক জনের ব্যাপারটা শুধু একটা উদাহরন ছিলো। আমি বুঝাতে চেয়েছি যে, যদি একজনের সাথে প্রেমে জড়িয়েই পড়ি তা হলেও বাকি তিন জনের সাথে বন্ধুত্ব ঠিক থাকবে। তাহলেও তো ছেলে মেয়েতে বন্ধুত্ব হচ্ছে .....
২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:২৬
ইকবালখন্দকার বলেছেন: এই ক্যাচালের অবসান হোক,আমিন।
২৫| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ২:৪৫
সাব্বির হোসেন শুভ বলেছেন:
২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:২৭
ইকবালখন্দকার বলেছেন: হুমমমমমম
২৬| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ২:৫৫
শুভ রহমান বলেছেন: কোন বন্ধুত্বই শুধু বন্ধুত্বের খাতিরে বেশিদিন টেকে না - যদি না কোন একই আদর্শ কিংবা লক্ষ্য বা স্বপ্ন তারা দেখে। আপনার সাথে একমত নাই।
২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:২৮
ইকবালখন্দকার বলেছেন: ভাই আপনার কথার প্রথম লাইনটা ভালো লাগল।
২৭| ২১ শে নভেম্বর, ২০০৯ ভোর ৬:৩০
সীমানা ছাড়িয়ে বলেছেন: আমি আপনার সাথে সম্পূর্ন দ্বিমত। আমার অনেক মেয়ে ফ্রেন্ড আছে। ওদেরকে আমি কখনো প্রপোজ করি নাই। তারাও করে নাই। কিন্তু তারা আমার খুবই ভাল ফ্রেন্ড। ফ্রেন্ডের জায়গায় ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জায়গায় গার্লফ্রেন্ড। যারা ফ্রেন্ডদেরকে দুই দিন পর গার্লফ্রেন্ড ভাবতে চায়, তারা আসলে তাকে কখনো ফ্রেন্ডই মনে করে নাই। সত্যিকার অর্থে ফ্রেন্ড ভাবলে গার্লফ্রেন্ড ভাবা সত্যি কষ্টকর।
২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৩০
ইকবালখন্দকার বলেছেন: ভাই আপনি না হয় হাজারে একজন ভালো মানুষ।সবাই তো আর এরকম নয়।যে দল বড়,সবাই কিন্তু সেই দলকে দিয়েই উদাহরণ টানবে।তাই নয় কি?
২৮| ২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ৭:০১
আকাশ_পাগলা বলেছেন: আমিও আগে এমনটাই ভাবতাম, যখন স্কুলে ছিলাম। তখন মেয়েদের বিল্ডিংটা একটু দূরে ছিল। যেসব মেয়েদ্র ভাল লাগত, তাদের এভাবে বলতাম, ফ্রেন্ডশীপ করলে কেমন হয়??
আস্তে আস্তে এটা কেটে গেছে। কলেজে অনেক মেয়ে ছিল যদেরকে শুধু বন্ধুই ভেবেছি, আর এটা অন্তর থেকেই বলতে পারি। আর, এমনও অনেক মেয়ে ছিল যাদের সাথে আরও গভীর সম্পর্কের আশায় বন্ধূত্ব করতে গেছি। সবই সত্য।
ভার্সিটিতেও তাই। তবে উড়ু উড়ু ভাবটা আরও একটু কমেছে বোধহয়। যাক গা, বশির ভাগ ক্ষেত্রেই বন্ধু মানে বন্ধু। আর বন্ধু হলেই একজন আরেকজনকে আরও ভালো ভাবে চিনতে পারবে। তখন ত সেটা আরও গভীর সম্পর্কে যেতেই পারে।
বন্ধুর সম্পর্কটা অনেক গভীর হলেই সব সময় যে প্রেমের দিকে গড়ায় তা না, বোন ভাবার দিকেও গড়ায়। আর, এমন উদাহরণ কম নাই, চোখ তুলে চারপাশে তাকান।
২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৩৭
ইকবালখন্দকার বলেছেন: আকাশ সাহেব,চারপাশে কিন্তু কম তাকালাম না।সেই অজ পাড়া গাঁয়ের প্রাইমারী থেকে ঢাকা বিশ্ববিদালয়।একটা ছেলে একটা মেয়েকে তখনই বোন ভেবেছে,যখন ছেলেটার প্রেমিকা আছে কিংবা মেয়েটার প্রেমিক আছে।কিংবা দুজনের মধ্যে কারো না কারো অতীতের কোন কাহিনী আছে।সত্যি কথা বলতে কী,ফ্রেশ দুজন ছেলে ময়ে বছরের পর বছর একসাথে বন্ধুর মত থেকেছে কিন্তু তারা শুধু পরস্পরকে ভাই বোনই মনে করেছে-এমনটি দেখিনি।
২৯| ২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪০
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আপনার বক্তব্যর সাথে অনেকাংশেই একমত। আমার দেখায় দলগত বন্ধুত্বের ক্ষেত্রে প্রেমের দিকে গড়ানোর সংখ্যা কম। তবে যখন শুধু একজন ছেলে আর একজন মেয়ের মধ্যে বন্ধুত্ব হয় তখন এটার সম্ভাবনা বেশী। বিশেষত মেয়েটা যদি সুন্দরী হয়। আবার অনেক ক্ষেত্রে দুজনেরই অন্য জায়গায় প্রেম থাকে বা দুর্বলতা থাকে, সেক্ষেত্রেও বন্ধুত্বটা ঠিক থাকে। আসলে এ বিষয়টা প্রত্যেক ক্ষেত্রেই ইউনিক, তাই এ বিতর্কের শেষ নেই। পোষ্টে প্লাস।
২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৫
ইকবালখন্দকার বলেছেন: থ্যাংকস ভাই।
৩০| ২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৭
নীলনদ বলেছেন: আগুন আর কেরোসিন কি পাশাপাশি রাখা সম্ভব !!!! যদিও রাখেন একসময় আগুন লেগে যাবে ।
২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫৮
ইকবালখন্দকার বলেছেন: জ্ঞানের কথা।
৩১| ২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৮
ফাহিম আহমদ বলেছেন: আপনি সব সময় মে মে করেন ক্যানরে ভাই? অর্থাৎ মেয়েদের নিয়ে সব সময় লেখা লেখি দেখলাম আপনার মাঝে উন্মাদনা বেশী, তার কারন কি???
২১ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০১
ইকবালখন্দকার বলেছেন: ভাই আমি মেয়ে ভক্ত মানুষ।তবে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি মেয়েদের দিকে কোনদিন চোখ তুলেও তাকান না,তাদেরকে নিয়ে ভাবেন না।ভালো লাগল।দোয়া করবেন যেন আপনার মত হতে পারি।
৩২| ২১ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:০৩
মুহাম্মদ আমিন বলেছেন: খুব.........ই হক কথা, আপনার বক্তব্যর সাথে একশত ভাগ একমত...ধন্যবাদ আপনাকে....
২১ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:৪২
ইকবালখন্দকার বলেছেন: আপনাকেও ধন্যবাদ্।
৩৩| ২১ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৮
ইসানুর বলেছেন: হুমম
২১ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৮
ইকবালখন্দকার বলেছেন: অনেকগুলো হুমমম
৩৪| ২১ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪
শায়লা হক বলেছেন: আপনি বুঝি খুব লাজুক?
২১ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৩১
ইকবালখন্দকার বলেছেন: না,লজ্জাবতী।
৩৫| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:২৯
আকাশ_পাগলা বলেছেন: [[ সত্যি কথা বলতে কী,ফ্রেশ দুজন ছেলে ময়ে বছরের পর বছর একসাথে বন্ধুর মত থেকেছে কিন্তু তারা শুধু পরস্পরকে ভাই বোনই মনে করেছে-এমনটি দেখিনি। ]]
আমি দেখেছি। আমি করেছি।
এখানে আপনার সাথে আমার মিথ্যা বলার কারণ নাই, কারণ এটা ব্লগ। এখানে একটা উচিত চিন্তাকে এড়িয়ে যাওয়া মানে আমার নিজেকেই ঠকানো।
ফ্রেশ দুজন ছেলে মেয়েরও শুধু বন্ধুত্ব হয়। একজন আরেকজনকে পার্টনার খুঁজতে সাহায্য করে। ব্যাপারটা এমন যে, আমার ঠিক মাথায় থাকে না যে এটা একটা মেয়ে। মাথায় থাকে যে, এটা অমুক। হিংসা করছি আবার হেল্প করছি এমনকি আমারই এক বন্ধুর সাথে রিলেশন করিয়ে দিছি। অথচ, আমরা ফ্রেশ(আপনার ভাষায়) ছেলে মেয়েই ছিলাম। শুধু একজন না এমন অনেক বন্ধু বান্ধবীই ত ছিল।
২১ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৩৪
ইকবালখন্দকার বলেছেন: পার্টনার না খুঁজে বছর দুয়েক পাশাপাশি থাকুন।কারণ পার্টনার খুঁজলে মনোযোগ অন্যদিকে চলে যায়।
২১ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৩৭
ইকবালখন্দকার বলেছেন: জ্বি,পোস্ট দুইটা দেখলাম।
৩৭| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:৫৫
জেরী বলেছেন: ছেলে-মেয়ের কি দোষ.....সব দোষ আজব মনের.......যার যার মনরে বয়কট করেন
২১ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৩৮
ইকবালখন্দকার বলেছেন: রাহেন,ধর্মঘট করতাছি।
৩৮| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৪৮
শাওন বলেছেন: মানব জমিনের লাইনটা মনে পড়লো । আমরা আজকল নিজেদের ঘটনা দিয়েই অন্যকে বিচার করি ।
কথা সত্য না । ছেলে মেয়ের মধ্যে বন্ধুত্ব সম্ভব
২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৭
ইকবালখন্দকার বলেছেন: খুশিত হইলাম।
৩৯| ২২ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:৪১
অসীম পাল বলেছেন: সহমত। আমি এটা সবাইরে বলি। ধন্যবাদ।+++++++
২২ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:৫১
ইকবালখন্দকার বলেছেন: থ্যাংক ইউ ভাই।
৪০| ২২ শে নভেম্বর, ২০০৯ রাত ১:০১
বরফ মাখা জল বলেছেন: আমি দ্বিমত পোষন করলাম। আপনার সমস্যা কি বন্ধুত্বে নাকি রাত কাটানো নিয়া। সব সম্পর্কেই একটা দুরত্ব থাকে, তাতে সম্পর্কের সৌন্দর্য হানি ঘটেনা। আমার প্রতিটি বন্ধুই আলাদা, কিন্তু টানটা এক। মেয়ে বন্ধুর সাথে রাত কাটাতে না পারলে কি সম্পর্ক পাল্টে গেলো।
আমরা দুই ভাই এক বোন। দুই ভাই খালি গায়ে রুমে বসে আড্ডা মারতে পারি, বোন কিন্তু পারেনা। তাইলে সেকি আমার বোন না, সম্পর্ক নষ্ট হয়ে গেল। বাহ্যিক সম্পর্ক আর আত্মিক সম্পর্ক এর মাঝে ফারাকটা বুঝবেন আশা করি।
২২ শে নভেম্বর, ২০০৯ রাত ১:০৬
ইকবালখন্দকার বলেছেন: জ্বি বুঝতে চেষ্টা করবো।
৪১| ২২ শে নভেম্বর, ২০০৯ রাত ২:১৮
ভবঘূরে বলেছেন: কিন্তু এত সত্য কথা অনেক সুশীলরাই আবার মানতে পারবো না ।
মাইনাস দিয়ে শান্তি খুজবে ।
অথচ তাদেরকে জিজ্ঞেস করুন যে তাদের বউকে তার বন্ধুদের সাথে নিয়মিত আড্ডা দিতে দেয় কিনা ?
এই সব বন্ধু বন্ধু খেলা বহুত দেখলাম ।
নিচে নিচে সবাই প্রেম করে ।
ভাসির্টি জীবনে তো কম দেখলাম না ।
++++++++++++++++
২২ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:২৯
ইকবালখন্দকার বলেছেন: ধন্যবাদ,ধন্যবাদ।
৪২| ২২ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:৪৪
সীমানা ছাড়িয়ে বলেছেন: গার্লফ্রেন্ডের বান্ধবীর সাথে বন্ধুত্ব হইলে কি হবে?
২২ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:০৩
ইকবালখন্দকার বলেছেন: বান্ধবীর সাথে উপরে উপরে বন্ধুত্ব হলে হয়তো কোন সমস্য্া হবে না।তবে একটু গভীর বন্ধুত্ব করতে গেলে আমও যাবে ছালাও যাবে,আমের গাছও যাবে।
৪৩| ২২ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:৫৮
রিয়াজ উল বলেছেন: ছেলে মেয়ের মধ্যেও বন্ধুত্ব সম্ভব..তবে সেটার হার অনেক কম। বেশির ভাগ ক্ষেত্রেই আপনার পোস্টের সঙ্গে মেলে। আর একটা ছেলে ও মেয়ের মধ্যে তখনই বন্ধুত্ব হয় যখন দুই জনই বুঝে চাইলেও প্রেম হবে না।
২২ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:০৫
ইকবালখন্দকার বলেছেন: ভাই এইটা একটা যুক্তি সঙ্গত কথা কইছেন।
৪৪| ২২ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:০০
নুশেরা বলেছেন: ব্যাপক বিনোদন। কয়েক দশক আগে একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন ছিলো কোন ছাত্র বিপরীত জেন্ডারের কারো সাথে কথা বলতে হলে কর্তৃপক্ষের অনুমতি নিতে হতো, সেই সময়ের কথা মনে হলো।
বিনয়ের সঙ্গে ভিন্নমত জানাই। আমার ছোটবেলা থেকে প্রায় বিশ বছরের বন্ধুত্ব ছিলো একজনের সাথে, সে আমার বিয়ের ঘটকালি করেছিলো। আমার বরের সাথে তার ছিলো আট বছরের বন্ধুত্ব। এখনও আমাদের বন্ধুত্ব বজায় আছে।
২২ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:০৬
ইকবালখন্দকার বলেছেন: যাক,আলহামদুলিল্লাহ।
৪৫| ২২ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:০১
অজানা আমি বলেছেন: সহমত। আমি এই বন্ধুত্ব থেকে পরকীয়া প্রেমের পর্যায়ে যেতে দেখেছি
২২ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:০৭
ইকবালখন্দকার বলেছেন: ভাই আমি নিজ চোখে দেখেছি।তাও আবার চশমা ছাড়া।
৪৬| ২২ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:২২
সীমানা ছাড়িয়ে বলেছেন: ভাই, আপনি বস, আপনাকে গুরু মানলাম, আপনি ভাই আমার লাভ গুরু হয়ে যান, প্লিজ
২২ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:২৯
ইকবালখন্দকার বলেছেন: স্যালারির বিষয়টা ক্লিয়ার করে নিলে ভালো হতো না?
৪৭| ২২ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৫২
সীমানা ছাড়িয়ে বলেছেন: চি চি চি, কি কন? গুরু কি স্যালারি নিতে পারেন? গুরুকে স্যালারি দিয়ে কি আমি ছোট করতে পারি?
২২ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৮
ইকবালখন্দকার বলেছেন: আসলে গুরু এতোই বড় যে,তাকে স্যালারি দিয়ে ছোট করা যাবে না।স্যালারি দিলেও তিনি বড়ই থাকবেন।তবে হ্যা,স্যালারির অংকটা বড় না হলে তিনি ছোট হতেও পারেন।
৪৮| ২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১৮
আবিরে রাঙ্গানো বলেছেন: বাহ অনেক কথা হয়েছে দেখছি...........
আমি আগের মন্তব্যে বলেছি, ২ জন যদি সিঙ্গেল হয়, এবং সম্পর্কটা যদি অনেক গাঢ় এবং অনেক দিনের হয়, তবে ২ পক্ষ বা ১ পক্ষ দুর্বল হয়ে পড়ে এক পর্যায়ে। মেয়ে বন্ধুটা মনে করে, ওর পাশে অন্য মেয়ে হাঁটবে কেন। ছেলেদের ক্ষেত্রেও একি।
এর মাঝেও কিছু শর্ত আছে, যেমন ২ জনের স্ট্যাটাসের মাঝে যদি অনেক ফারাক থাকে তবে কেউ কাউকে ঐভাবে চিন্তা করার কথা ভাবে না। ফলে বন্ধুত্বটা থেকেই যায়। কারণ বন্ধু হতে গেলে অনেক কোয়ালিটি কে ছাড় দেয়া যায়, যেগুলো ছাড়া খুব ভাল বন্ধু হওয়া যায়, কিন্তু স্পাউস হতে গেলে সেগুলো ছাড় দেয়া যায় না। নুশেরা আপুর নিজের উদাহরণ টা আমি এমনি বলবো। অথবা বন্ধুত্বটা এমন ছিল যে প্রতিদিন কথা বা দেখা হতো না।
@সাব্বির, এখানে কিন্তু সকল মেয়ে বন্ধুর কথা বলা হচ্ছে না। খুব কাছের যার সাথে সবসময় থাকা/ঘুরাফিরা করা হয়, তার কথা বলা হচ্ছে। সব ক্লাসমেট গুলো নিশ্চয় বন্ধুই থাকে আজীবন। লেখক যদি সবার কথা বলে তবে আমি একমত না।
২৪ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৫৩
ইকবালখন্দকার বলেছেন: আমি সব মেয়ে বন্ধুর কথা বলিনি।কারণ যাদের সাথে সব সময় দেখা হয় না,ঘোরাফেরা হয় না,তারা আলোচনার বাইরে।
৪৯| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪০
মেঘকন্যা বলেছেন: ফ্রেন্ডের জায়গায় ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জায়গায় গার্লফ্রেন্ড। যারা ফ্রেন্ডদেরকে দুই দিন পর গার্লফ্রেন্ড ভাবতে চায়, তারা আসলে তাকে কখনো ফ্রেন্ডই মনে করে নাই। সত্যিকার অর্থে ফ্রেন্ড ভাবলে গার্লফ্রেন্ড ভাবা সত্যি কষ্টকর।
৫০| ২৩ শে জানুয়ারি, ২০১১ রাত ১:১৮
মিনহাজ০০৭ বলেছেন: ২ জন যদি সিঙ্গেল হয়, তাইলে ২ পক্ষ বা ১ পক্ষ দুর্বল হবেই এক পর্যায়ে।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৩
সাব্বির হোসেন শুভ বলেছেন: চারপাশের ঘটনা দেখা,শোনা এবং বোঝা থেকে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি তাতে দু কলম লিখে বলতে পারি-ছেলে মেয়েতে কখনোই বন্ধুত্ব হয় না,হতে পারে না।
কোন সুন্দরী মেয়ের সাথে যদি কোন ছেলের বন্ধুত্ব হয়,তাহলে এই ছেলে আজ হোক আর কাল হোক তাকে প্রেমের প্রস্তাব দেবেই।
ছেলে মেয়েতে বন্ধুত্ব হয় না।বন্ধুত্ব হলে এই বন্ধুত্বকে বলা যায় প্রেমের প্রাথমিক পর্যায়
নিজেকে দিয়ে সবাইকে বিচার না করাটাই বুদ্ধিমানের কাজ। আর আপনার অভিজ্ঞতা কতখানি তা আপনার লেখা থেকেই স্পষ্ট।