![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিনের প্রত্রিকার পাতা খুললেই একটা খবর হয়তো সবার চোখে পড়বেই । আর সেটা হল: শাহজালালে এত কোটি টাকার সোনার বার আটক, শাহ আমানতে কয়েক কোটি মূল্যের সোনা উদ্ধার । আমার মনেহয় যারা নিয়মিত খবর দেখেন তারা সবাই এ ধরনের খবর দেখে থাকবেন! কেন এমন হচ্ছে?
আমার যা ধারণা:
১. হুন্ডি ব্যবসায়ীরা তাদের টাকা হালাল করার জন্য পাচারকৃত টাকা দিয়ে স্বর্ণ কিনছে !
২. বিগত সালে শেয়ার বাজার হতে যে টাকা লুট হয়েছে সেই টাকা দিয়ে কেনা হচ্ছে!
৩. স্বর্ণ চোরাকারবারী এই রুট ব্যবহার করছে?
তাহলে যে স্বর্ণ গুলো আটক হচ্ছে তা যাচ্ছে কোথায়?? বাংলাদেশেই তো থাকছে...!
তাহলে....
সর্বশেষ বলাযায়, বাংলাদেশে সোনার খনির সন্ধান পাওয়া গেছে!!!!!!
২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৬
বাংলার নেতা বলেছেন: দেশটা মগের মুল্লুক পাইছে মনে হয়?
২| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৬
নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: ”ঢাকাবাসী ” খাবে তো এক জন তো ওরাই খাক।
প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ
২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৭
বাংলার নেতা বলেছেন: হুম...
৩| ১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৫
মাগফার উদ্দিন মনি বলেছেন: wth ! Sylhet e naki sonar khoni paoya geche !
২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫২
বাংলার নেতা বলেছেন: ভালতো ভাল না!
৪| ২৬ শে মে, ২০১৫ রাত ১০:১৯
মাগফার উদ্দিন মনি বলেছেন: ভাল তো অবশ্যই বাট সোনা গুলো গেল কই ?
৫| ২৬ শে মে, ২০১৫ রাত ১০:৩২
এরিসপ্লেটো বলেছেন: স্বর্ন। এ এক অদ্ভুত বস্তু!!
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:১৮
ঢাকাবাসী বলেছেন: যা তথাকথিত ধরা পরে তার ৯০% চলে যায় বিভিন্ন মন্ত্রী আমলা পুলিশের বাড়ীতে। ১০% বা. ব্যাংকে জমা হয়। ক'দিন পর সেগুলোও গায়েব হয়ে যায়। ১৯৭২ থেকে আজ পর্যন্ত যা ধরা পড়েছে সেগুলোর কোন হদিস নেই।