নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমৃন্ধ বাংলাদেশের প্রত্যাশায়

আমি মসনদবিহীন নেতা

বাংলার নেতা

ভাল লেখতে চাই!

বাংলার নেতা › বিস্তারিত পোস্টঃ

হায়রে বাংলাদেশ

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৫৯

হত্যা, গুম, খুন, ধর্ষণ আর অপরহরণ

হচ্ছে অহরহ, প্রতিদিন প্রতিনিয়ত,

গরীবের আর্তনাদে প্রকম্পিত

গ্রাম-গঞ্জ-শহর, সারা বাংলাদেশ

হায়রে বাংলাদেশ।।



ক্ষমতার দন্দ্ব, নীচু শ্রেনীর সম্পদ লুট

মানবতা আজ ভুলন্ঠিত

অফিসে, আদালতে, সর্বত্র

সুদ, ঘুস, দুর্নীতি আজি হল সু-নীতি,

ধনী, ক্ষমতাশীল, ক্ষমতাশীল দলের সরকারী অফিসার

তাদের এখন একটাই নীতি

জোর যার মুল্লুক তার,

মানবতা, মানবাধিকার,সুশাসন, আইনের শাসন

মুখে ফেনা তুলে আজি যারা

তারাই রক্ষক, যেন তারাই ভক্ষক

হায়রে বাংলাদেশ।।



ভারত নেতাদের মুখে শুনি আজি

বাংলাদেশ দখলের কথা

স্বাধীনতার পরে জন্ম আমার

ভুলিনি আজও স্বাধীনতার শোকগাথা,

মনে শংকা আমার, পরাধীন হবার

অশানী সংকেত বাজে যেন

কল্পনায় কালো শুকুনের থাঁবা,

সপক্ষের শক্তি হয়েও নেই কোন

প্রতিবাদ, পদক্ষেপ, কুটনৈতিক তৎপরতা

কিভাবে পাই বলো তোমাতে দেশ রক্ষার নির্ভরতা?

বাঙলাতে জন্ম আমার, বাঙলা আমার মা

হায়েনার হানা কভু হতে দেব না,

দেশ বিক্রির ধান্ধা হচ্ছে আজি

নদী বন্ধ, ট্রানজিট প্রমান তার-ই

মনে হয় লিজ নিছে আমাদের পড়শী,

হায়রে বাংলাদেশ।।





মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:১৯

ভুয়া প্রেমিক বলেছেন: ্কেন? এখন বাসে ওয়াইফাই পাওয়া যায়। দেশ ডিজিটাল হয়ে গেছে তাও আপনাদের মন ভরে না।

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:৫১

বাংলার নেতা বলেছেন: মানবিকতা ও মানবতাবোধ তো ডিজিটাল হয়নাই? মধ্যযুগীয় ই আছে, মন ভরে কেমনে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.