![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কান্ডারী
শামসউদ্দিন হাওলাদার
কে হবে কান্ডারী আজ, বাংলার অাপমর জনতার
কে নেবে সকল দায়, দুখীর দুঃখ ভোলা বার,
কে হবে সেই নেতা আজি, সবুজ শ্যামল বাংলার
কে বোঝাবে দুখি মানুষে, সুখের বার্তা দেবে আনি।
কে হবে সেই পথপ্রদর্শক, সাহস বুকে পাহাড় সম
কে হবে সেই কান্ডারী, দুঃসাহসী দেবে উত্তাল সমুদ্র পাড়ি,
কে বুঝবে আজি, বাংলার দুঃখী মানুষের আর্তনাদ
কে নেবে সেই দায়িত্ব, নিজের জীবন রেখে বাজী।
০৪ ঠা মে, ২০১৪ রাত ১২:৫৮
বাংলার নেতা বলেছেন: আপনি তো কবি, আপনার মতো কি আর হবে ভাই?
একটু আধটু চেষ্টা করি আর কি।
মন্তব্য করার জন্য ধন্যবাদ।
২| ০৪ ঠা মে, ২০১৪ ভোর ৪:০৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
হাবে কেউ নিশ্চয়ই।
০৪ ঠা মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
বাংলার নেতা বলেছেন: হয়তো!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০১৪ রাত ১২:২০
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল হয়েছে