![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছুটছে মানুষ
শামসউদ্দিন হাওলাদার
ছুটছে মানুষ, ছুটছে সবাই
রাত্রি কিংবা দিনে
ভয় তব কি চলবে জীবন
টাকা পয়সা বিনে?
ছুটছে সবাই টাকার পিছে
মন-প্রাণ দিয়ে
না হয় যদি বৈভ অঢেল
কেমনে করব বিয়ে?
না হয় বিত্ত, না হয় বৈভ
আশায় বাধেঁ ঘর
থামেনা তবু চলার গতি
ছুটছে অবিরল!
©somewhere in net ltd.