নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমৃন্ধ বাংলাদেশের প্রত্যাশায়

আমি মসনদবিহীন নেতা

বাংলার নেতা

ভাল লেখতে চাই!

বাংলার নেতা › বিস্তারিত পোস্টঃ

রাজনৈতিক ক্ষমতা ও একটি প্রবাদ প্রসঙ্গ

১৭ ই জুন, ২০১৪ রাত ১১:২২

আমাদের গ্রামের একটি আঞ্চলিক প্রবাদ আছে, "নাও গাড়িত চড়ে, গাড়ি নাওত চড়ে" ( নৌকা গাড়িতে উঠে, আর গাড়ি নৌকায় উঠে) ।

বাংলাদেশের রাজনৈতিক অবস্থা দেখে এই প্রবাদ টি মনে পড়ে গেল। এই প্রবাদ এর মমার্থ হল, সময়ভেদে মানুষের অবস্থার পরিবর্তন হয়। কারণ কখোনো কখোনো এমন সময় আসে যে নৌকা গাড়িতে নিয়ে এক জায়গা হতে অন্য জায়গাতে নেয়া হয়, আবার নৌকাতে কোন সময় গাড়ি উঠে, যেমন ফেরি পারাপার।



আমি যেটা বুঝাতে চাচ্ছি যে, বর্তমান সময়ের এমপি মন্ত্রীদের কথা বর্তা শুনে মনে হচ্ছে তারা আর কোন দিনও ক্ষমতহীন হবে না। তারা মনে করছে যে ক্ষমতা চিরস্থায়ী। এটা প্রাকৃতির ই নিয়ম, কেউ কোন জায়গাতে চিরস্থায়ী হতে পারে না। যারা এখন ক্ষমতায় আছে, কোন এক সময় তাদের অবস্থা বর্তমানের যারা বিরোধীদল আছে তাদের চেয়েও করুন হতে পারে, এটা তারা ভুলে গেছে!



তাই বলি, তাদের মনে রাখা উচিৎ এমন একদিন আসবে, ক্ষমতাহীনরা ক্ষমতায় সামাশীন হবে, আবার ক্ষমতাশীল রা আবার ক্ষমতাহীন হয়ে যাবে। আমার মনে হয়ে এই নিয়ে বাহাদুরী করার কিছুই নাই।



সেজন্যই, "নাও গাড়িত চড়ে, গাড়ি নাওত চড়ে" শুধুমাত্র সময়ের ব্যবধান!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.