নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমৃন্ধ বাংলাদেশের প্রত্যাশায়

আমি মসনদবিহীন নেতা

বাংলার নেতা

ভাল লেখতে চাই!

বাংলার নেতা › বিস্তারিত পোস্টঃ

মনে পড়ে

১৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

মনে পড়ে আজি বৈশাখের সেই দিনগুলির কথা

ঝড়ের তান্ডবে পড়ত কত আম থোকা থোকা।



মনে পড়ে জৈষ্ঠের তীব্র তাপদাহে অতিষ্ঠ জনপদে

শিশু-যুবক-বুড়ো ক্লান্ত যেন গাছের ছায়ায় বসে।



মনে পড়ে মোর আষাঢ়ের টুই টুম্বুর বন্যা

গ্রামের সবাই করতাম গোসল ফেলে রান্না বান্না।



মনে পড়ে আজি শ্রাবনের সেই দিনের স্মৃতি

জাল নিয়ে মাছ ধরতাম না দিয়ে কোন বিরতি।



মনে পড়ে ভাদ্র মাসে আমার গ্রামের কথা

তালের পিঠার সুবাশ পেতাম যেথা সেথা।



মনে পড়ে আজি আশ্বিন মাসের সেই স্মৃতি

সবুজ ধান ক্ষেতের পাশে হাটতাম যথারীতি।



মনে পড়ে মোর কার্তিক মাসের দিন

সন্ধ্যা হলে মশাল নিয়ে বাজাতাম বিন।



মনে পড়ে অগ্রাহায়ন মাসের ধান কাটার উৎসব

কাজের লোকদের সাথে কাজ করতাম সব।



মনে পড়ে পৌষ মাসের শীতের কাপুনি

খড় দিয়ে দিতাম আগুনের কুন্ডুলি।



মনে পড়ে মাঘ মাসের বাঘ দৌড়ানোর কথা

আমার দাদু বলতেন এসব লোক গাথা।



মনে পড়ে ফাগুন মাসের উথাল হাওয়া

হারিয়ে যেতাম আমি যেখানে হয়নি যাওয়া ।



মনে পড়ে চৈত্রের তীব্র গরমে আমার গ্রাম

গাছের নিচে বসে থাকতাম নিতাম বিশ্রাম।









মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৪ রাত ৮:৪৬

তানিয়া হাসান খান বলেছেন: ভাল লাগলো কবিতা :)

২০ শে জুন, ২০১৪ সকাল ১০:০৪

বাংলার নেতা বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ!

২০ শে জুন, ২০১৪ সকাল ১০:০৬

বাংলার নেতা বলেছেন: আমার মনের ভাব গুলো যেভাবে চেয়েছিলাম সেভাবে প্রকাশ করতে পারলাম না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.