![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দু ধারে ঘন সবুজ ধান ক্ষেত
দেখে আমার নয়ন জুরে যায়
ক্ষেতের মাঝে এক ঝাক শালিক পাখি
কিচির মিচির শব্দে
আমার মনে কেমন যেন দোলা দেয়
আমি নষ্টালজিক অনুভব করি
হারিয়ে যাই যেন কোন ভূবনে
যেখানে নেই কোন হিংসা বিদ্বেস
আছে শুধু শান্তি আর শান্তি।
কেন গ্রামের প্রকৃতি আমায় এত মুগ্ধ করে
জানি না, কেন এত মায়া লাগে আমার
নিজের গ্রামের কথা বারবার মনে হয়
ধুুুলিমাখা পথে আমি হাটতাম
একাকী কখোনো দলবেধে
সবাই ছোটাছুটি করতাম
কখোনো বা ডাংগুলি খেলতাম
কখোনো বা ক্রিকেট, ফুটবল
মায়ের বকুনী খেতাম কত!
আমার গ্রামের মেঠো পথ আমায় টানে
প্রতিদিন আমি স্বপ্নে দেখি
হেটে চলছি অজানা কোন গ্রামে
রাস্তার পাশে ঘন সবুজ বন
বাশ বাগান, আম গাছ, জারুল গাছ
পাখ পাখালির কিচির মিচির শব্দ
আমায় পাগল করে দেয়
কখনো বা গ্রাম্য বধুর হলুদ শাড়ী পড়া আচল
আমায় মনে করে দেয় আমার প্রিয়ার কথা।
আমি ভালবাসি সবুজ, প্রকৃতি বন বনানী
আরও ভালবাসি নীল আকাশ, দুর গগনের সাদা মেঘ
আমি ভালবাসি বিশাল সমুদ্রের নীল জালারাশি
আরও নদীর কলকল ধ্বনি
এ আমার প্রকৃতির টান নাকি অন্য কিছু
আমি জানি না, তবুও আমার কেন জানি ভালবাসতে ইচ্ছা করে
এসব, প্রকৃতির খুব কাছে যেতে চায় মন সারাক্ষণ
জানি আমি পারবনা যেতে প্রকৃতির কাছে
রয়েছে অনেক সীমাবদ্ধতা।
২০ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩৫
বাংলার নেতা বলেছেন: পারব কিনা জানি না! বহুদিন আগে একটা সনি ক্যমরা কিনেছিলাম, কিন্তু অার্থিক কারনে যাওয়া হয়নি কোথাও!
এই বেড়াজাল হয়তো ভাঙ্গতে পারব কোন দিন হয়তো না!
পোষ্টে মন্তব্যর জন্য আপনাকে অসংখ্যা ধন্যবাদ।
২| ২০ শে জুন, ২০১৪ বিকাল ৫:০১
আমি দিহান বলেছেন: পোস্ট দেয়ার জন্য আপনাকেও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৪ বিকাল ৪:২৭
আমি দিহান বলেছেন: সীমাবদ্ধতা এর বেড়াজাল অতিক্রম করতে পারবেন না?