![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহয়্যারইন ব্লগ এর সাথে আমার পরিচয় প্রায় চার বছর আগে, আমার এক ঘনিষ্ঠ বন্ধু এই ওয়েব সাইটের সাথে পরিচয় করিয়ে দেয়। প্রথম প্রথম আমি বুঝতাম না! হঠাৎ করে একদিন একটা নিক খুলে ফেললাম। এরপর প্রায় তিন-চার মাস লগইন করা হয় নাই। বেশকিছুদিন পর দেখি আমার নিক টা জেনারেল হইছে! তা দেখে আমি আনন্দে আত্নহারা। সেখান থেকেই আমার লেখা শুরু।
এরপর এই ওয়েব সাইটের ব্যাপারে আমার ছোট বোন কে বললাম, সেও একটা নিক খুলল, বেশ কয়েকদিন ব্লগিং করার পর দেখি সে একেবারে ব্লগের সেরা কবি বনে গেল। আমি তো বেজায় অানন্দিত হলাম। এরপর বুঝলাম যে, সামু কর্তৃপক্ষ সত্যিই একটা মহৎ উদ্যোগ হাতে নিয়েছে। আজ ও আমি প্রায় একটু ফুরসৎ পেলেই এখানে ঢু মারতে কখ্খনো ভুল করি না।
আজ এক জন কবির একটা ছড়া এবং কমেন্ট গুলা পড়ে আমি বুঝতে পারলাম যে সত্যিই সামু একটা সুন্দর ও মানানশই লেখক তৈরির উন্মক্ত ক্ষেত্র। সামুর কথা বিশ্লেষন করতে গিয়ে জাতীয় কবি কাজী নজরুল, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁদের কথা মনে পড়ে যায়, কেননা তাঁরাও তাঁদের সময় সাহিত্য চার্চার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রকম মাসিক ও বাৎসরিক সাময়িকি বের করতেন।
যেখানে শুধু সাহিত্যই চর্চা করা হতো। আলোচনা সমালোচনা করা হতো। এতে করে সাহিত্যকর্মে যদি কোন ভুল থাকতো তবে তা শুধরানোর সুযোগ থাকতো। এর সাথে হুবুহু মিল খুজে পাই সামু তে। সেজন্য আমার অন্ততের অন্তস্থল হতে সামু কর্তৃপক্ষকে জানাই অভিনন্দন ও শুভকামনা । ভাল থাকুন সাবাই। সুন্দর সহিত্য চর্চা হোক সব ব্লগারদের একমাত্র উদ্দেশ্য। হ্যাপি ব্লগিং!!!
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৯
বাংলার নেতা বলেছেন: হুম, সামু ভাল।