![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহবাগ, আমাকে একদিন দিয়েছিল
আবেগ, উদ্বেল, ভালবাসা, মোহ, তারুন্য
দিয়েছিল ঘাতক কে না বলার সাহস,
সত্যের পক্ষে কথা বলার দৃঢ় প্রত্যয়।
আজ আছে শাহবাগ, আছে শাহবাগ চত্তর
আছে গণজাগরণ মঞ্চ, আছে মানুষ,
শুধু নেই সেই গণজাগরণ, যেদিন নারী পুরুষ
শিশু যুবক, যুবতী এক হয়ে গেয়েছিল
বিজয়ের জয়গান।
কেন এই বিভেদ, কেন এই ভাগ প্রতিভাগ,
আলোচনা, সমালোচনা?
আজ সবাই নেই শাহবাগে
হয়তো কেউ কেই আড্ডা জমিয়েছে
আজিজ সুপার মার্কেটে!
আমি চাই যেন সবাই আসুক
সেই চত্তরে, গাক জীবনের জয়গান
মুক্তি পাক বাঙলার জনগণ
মুক্তি পাক দেশ
রাজাকারদের হাত থেকে?
(কবিঃ মুহিম জাকারিয়া
নয় অক্টোবর, দুই হাজার চৌদ্দ
রাত দশ টা)
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৭
বাংলার নেতা বলেছেন: হারিয়ে যাওয়া স্মৃতি...শাহবাগ চত্তর