![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দেখেছি যমুনার ভয়াবহ রুপ
নদীতে পানি বাড়ার সাথে সাথে
নদীর পাড় ভাঙ্গার মহোৎসব।
আমি দেখেছি নদীগর্ভে বিলীন হতে
কতশত ঘরবাড়ী,রাস্তাঘাট,মসজিদ-মন্দির
মহুর্ত্যেই ডুবে যায় সব,নিমিষেই।
আমি দেখেছি বাস্তুহারা শত নারীপুরুষের আর্তনাদ
সবকিছু হারিয়ে যেন তারা দিশেহারা
ছুটাছুটি করছে এদিক সেদিক,দিকব্দিক।
আমি হারিয়েছি সব সর্বশান্ত এখন
আমি দেখেছি যমুনার ক্ষিপ্রতা
ভয়াল যমুনা ছেড়ে দেয়না কাউকে।
২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০১
বাংলার নেতা বলেছেন: আর বলবেন না, সত্যিই মন খারাপ! সমবেদনা প্রকাশ করার জন্য আপনাকে আনেক ধন্যবাদ।
২| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৭
সরদার হারুন বলেছেন: ভাই,
এটাই নদীর ধর্ম । আপনাকে জনাই সমবেদনা ।
++++++++++++++++++++++++
২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৪
বাংলার নেতা বলেছেন: তাই তো কবি বলেছেন....
নদীর এপাড় ভাঙ্গে ও পাড় গড়ে ,এই তো নদীর খেলা
সকাল বেলার ধনীরে তুই ,ফকির সন্ধ্যা বেলা।
আপনাকে ধন্যবাদ আমার ব্যাথা বোঝার জন্য!
নদীভাঙ্গন দেখেছেন কি কখোনো?
৩| ২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৩
কলমের কালি শেষ বলেছেন: প্রাকৃতিক কবিতা ভাল লাগলো ।
২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৮
বাংলার নেতা বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১০
তামান্না তাবাসসুম বলেছেন: